সাইফ-কারিনার বিচ্ছেদের গুঞ্জন ঘিরে বলিউডে জল্পনা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১২:১৭:০১
সাইফ-কারিনার বিচ্ছেদের গুঞ্জন ঘিরে বলিউডে জল্পনা
ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান দাবি করেছেন, এই তারকা জুটির বৈবাহিক জীবনে নাকি চরম টানাপোড়েন চলছে এবং বিচ্ছেদ খুব একটা দূরে নয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মুবাসের লুকম্যান দাবি করেন, সাইফ-কারিনার সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠছে। তিনি এমন তথ্য পেয়েছেন এক ভারতীয় সূত্র থেকে। তবে কে এই সূত্র, তা তিনি খোলাসা করেননি, এমনকি কোনো ধরনের প্রমাণও হাজির করেননি।

পাকিস্তানি এই সাংবাদিকের বক্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা। মুবাসেরের আরেক বিস্ফোরক দাবি, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেছেন এক নারীর সঙ্গে। এ থেকেই সম্পর্কে ফাটল ধরে।

তিনি আরও বলেন, সাইফ এখন কাতারে স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন, কিন্তু কারিনা তাতে রাজি নন। দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করা নিয়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে বলেও দাবি মুবাসেরের।

সবচেয়ে বিতর্কিত অংশটি হলো তার এই বক্তব্য—সাইফের ওপর একসময় যে হামলা হয়েছিল, সেই ঘটনার নেপথ্যে নাকি কারিনার হাত থাকতে পারে!

তবে বলিউডের একাংশ মনে করছে, এসব বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং গুজবমাত্র। এখন পর্যন্ত সাইফ বা কারিনার পক্ষ থেকে এসব নিয়ে কোনো মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ। বিয়ের আগে তিনি অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহিত ছিলেন এবং বিচ্ছেদের পর কারিনার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন। বিয়ের পর তাদের দুই সন্তান—তৈমুর ও জেহ—জন্ম নেয়।

কারিনা ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে নিচ্ছেন বহুদিন ধরে। তবে সম্প্রতি এই জুটির বিচ্ছেদের গুঞ্জন নতুন করে শিরোনামে এসেছে—তা-ও আবার একটি অপ্রমাণিত সূত্রের ভিত্তিতে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ