জাওয়াদ নির্ঝরের দাবি: শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছিলেন হাছান মাহমুদ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৭:০৩:২৭
জাওয়াদ নির্ঝরের দাবি: শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছিলেন হাছান মাহমুদ
ছবি: জাওয়াদ নির্ঝর।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে গিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ—এমন দাবি করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে সেখানে গিয়েও তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি বলেও দাবি তার।

বুধবার (৩০ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ তথ্য তুলে ধরেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

তার ভাষ্যমতে, “সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ভারত গেছিল হাসিনার সাথে দেখা করতে। দেখা না পেয়ে ফিরে এসেছে। ৩৫৯ দিন আগে শেখ হাসিনা ভারত পালিয়ে যায়। তারপর তাকে আর কোথাও দেখা যায়নি। কোনো নেতাকর্মী তার সাথে সাক্ষাৎ করতে পারেনি।”

তিনি আরও দাবি করেন, ভারতে অবস্থান করলেও শেখ হাসিনা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমো’র মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং এসব প্ল্যাটফর্মে সক্রিয় আছেন।

তবে এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা হাছান মাহমুদের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ