এনবিআর প্রসঙ্গে কি বললেন অর্থ উপদেষ্টা? 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১৬:৩৫:০২
 এনবিআর প্রসঙ্গে কি বললেন অর্থ উপদেষ্টা? 

সত্য নিউজ:জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে না এবং এনবিআরের কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

‘আলোচনা করেই সিদ্ধান্ত’

অর্থ উপদেষ্টা বলেন, “এটি আকস্মিক কোনো সিদ্ধান্ত নয়। এনবিআরের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনার ভিত্তিতেই এটি গৃহীত হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই রাজস্ব নীতি এবং বাস্তবায়ন দুইটি আলাদা বিভাগ হিসেবে পরিচালিত হয়। আমাদেরও সময় এসেছে সেই কাঠামোর দিকে অগ্রসর হওয়ার।”

রাজস্ব আদায় ও বাজেট ঘাটতি প্রসঙ্গে আশাবাদ

সালেহউদ্দিন আহমেদ জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রাজস্ব আদায় গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে, যা একটি ইতিবাচক ইঙ্গিত। তিনি বলেন, “রাজস্ব আদায়ের গতিধারা হতাশাজনক নয়। বরং আমরা প্রত্যাশা করছি, তা আগের বছরের তুলনায় অন্তত কম হবে না।”

আসন্ন বাজেট বিষয়ে তিনি বলেন, “বড় ধরনের বাজেট ঘাটতি থাকবে না। প্রকল্প ও এডিপি বাস্তবায়ন হবে বাস্তবতার ভিত্তিতে। ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ বা মুদ্রা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই। ঘাটতির বিষয়টি মোকাবিলায় আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় রয়েছি এবং সে ক্ষেত্রে মোটামুটি সাফল্য পেয়েছি।”

নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আলাদা কাঠামোর যৌক্তিকতা

অর্থ উপদেষ্টা আরও বলেন, “যাঁরা রাজস্ব নীতি প্রণয়ন করবেন, তাঁদের অর্থনীতি, জিডিপি, রাজস্ব প্রবণতা এবং পরিসংখ্যান বিষয়ে গভীর জ্ঞান থাকা উচিত। আর বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে তাঁদের প্রশাসনিক সম্পর্ক থাকা উচিত নয়। একই ব্যক্তি নীতি প্রণয়ন ও রাজস্ব সংগ্রহ—দুটো কাজ করলে স্বচ্ছতা ও দক্ষতা বিঘ্নিত হয়।”

এনবিআর বিলুপ্তি ও নতুন কাঠামো

গত সোমবার রাতে জারি করা একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এটি দীর্ঘদিন ধরে আলোচিত হলেও বাস্তবায়নে হঠাৎ গতি আসায় বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়।

অধ্যাদেশটি জারির সময় তাঁদের মতামত যথাযথভাবে গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই পটভূমিতেই অর্থ উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি নীতিগত ব্যাখ্যা ও আশ্বাস দেওয়া হলো।

বিশ্লেষণ: কাঠামোগত সংস্কারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কাঠামোগত সংস্কার সময়োপযোগী হলেও এর সফল বাস্তবায়ন নির্ভর করবে স্পষ্ট নীতিমালা, দক্ষ জনবল গঠন এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের ওপর। কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ ও কর্মপরিবেশ সুরক্ষিত রেখে যদি প্রক্রিয়াটি বাস্তবায়িত হয়, তবে দীর্ঘমেয়াদে এর সুফল আসতে পারে।


নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৮:৩৩:২১
নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৃঢ়ভাবে জানিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই। তার ভাষায়, নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে, ফলে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারতের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেই অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এই বর্ষা মৌসুম শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইবে, চারপাশে নির্বাচন উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। যারা প্রার্থী হবেন, তারা মানুষের দ্বারে দ্বারে যাবেন, আলাপ করবেন, এবং তখনই প্রকৃত অর্থে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে। তখন সব সন্দেহ কেটে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই শেষ হবে।”

প্রেস সচিব জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে ছাত্রদলের স্থানীয় নেতা মেহেদী হাসান রাব্বি আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র বাহিনীর হাতে নিহত হন। তিনি রাব্বির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, একই এলাকার আল আমিন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীও ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান; তার কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শফিকুল আলম।

তিনি বলেন, “মাগুরা জেলার ১০ শহীদের মধ্যে বাকি ৮ জনের কবরেও আমি যাব। তাদের আত্মত্যাগের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই শহীদদের প্রতি সম্মান জানাতে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে শফিকুল আলম জানান, জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। তার মতে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে, যা নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করবে।

-রাফসান


জেড আই খান পান্নার গৃহবন্দি স্ট্যাটাসে তোলপাড়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৮:০৮:২৭
জেড আই খান পান্নার গৃহবন্দি স্ট্যাটাসে তোলপাড়
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না অভিযোগ করেছেন যে তিনি বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি এই দাবি করেন। যদিও তিনি জানিয়েছেন যে, তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি।

স্ট্যাটাসে জেড আই খান পান্না লেখেন, “আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।” তবে এই অবস্থার পেছনের কারণ, দায়ী ব্যক্তি বা সংস্থার নাম কিংবা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

তার এই সংক্ষিপ্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্য করছেন যে, এটি দেশের মানবাধিকার ও আইনের শাসন পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

জেড আই খান পান্না দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী কার্যক্রম, মানবাধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান একটি মামলায় তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছিলেন। গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ সংক্রান্ত আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেন।

-শরিফুল


শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৭:৫৮:৫৩
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আগামী শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নির্দেশনা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীতে একটি বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে। শোভাযাত্রাটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

নির্দেশনা ও শর্তাবলি

ডিএমপি শোভাযাত্রার সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে কয়েকটি বিশেষ নির্দেশনা দিয়েছে।

প্রথমত, শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এটি যান চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা হিসেবে বিবেচিত।

দ্বিতীয়ত, শোভাযাত্রা চলাকালীন রুটে উচ্চস্বরে পিএ সিস্টেম বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় থাকে এবং অতিরিক্ত শব্দদূষণ না ঘটে।

তৃতীয়ত, শোভাযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই শুরুর স্থান থেকেই যোগ দিতে হবে। মাঝপথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না, যাতে নিরাপত্তা ব্যবস্থাপনায় বিঘ্ন না ঘটে এবং শৃঙ্খলা বজায় থাকে।

চতুর্থত, নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ বিপজ্জনক বা সন্দেহজনক কোনো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

পঞ্চমত, শোভাযাত্রা চলাকালীন কেউ কোনো ধরনের ফলমূল বা অন্যান্য বস্তু নিক্ষেপ করতে পারবে না, যাতে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।

ষষ্ঠত, রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে বা ভিড় তৈরি করে শোভাযাত্রার গতি বা পথ আটকে দেওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সপ্তমত, শোভাযাত্রার পথে বা আশেপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

অষ্টমত, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে, যা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য অপরিহার্য।

নবমত, ব্যারিকেড, পিকেট এবং আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে যানজট ও ভ্রমণজনিত অসুবিধা কমে আসে।

ডিএমপি জানিয়েছে, জন্মাষ্টমী শোভাযাত্রাটি যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সম্মানিত নগরবাসীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

-রাফসান


খালেদা জিয়ার জন্মদিনে ড. মুহাম্মদ ইউনূসের ফুলেল শুভেচ্ছা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৭:৫২:১৩
খালেদা জিয়ার জন্মদিনে ড. মুহাম্মদ ইউনূসের ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। এই শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ এটি জাতীয় রাজনীতির দুই শীর্ষ ব্যক্তিত্বের সৌহার্দ্য ও সৌজন্যের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছার প্রতীক হিসেবে ফুলেল তোড়া নিয়ে পৌঁছান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। তারা ফুলেল তোড়াটি আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার পক্ষ থেকে গ্রহণ করেন।

ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা বহন করছে, যা রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।

-রফিক


বিচার-সংস্কার ছাড়া নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে: ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১০:২২:৩৫
বিচার-সংস্কার ছাড়া নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে: ইউনূস
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেওয়া এক গভীরতর সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করেছেন, গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হলে দেশ আবারও অতীতের একই সমস্যার মুখে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, বৈধতা ও গ্রহণযোগ্যতা ছাড়া কোনো নির্বাচনেরই অর্থ নেই, আর তার প্রধান দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন নিশ্চিত করা।

ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর যে লক্ষ্যসমূহ নির্ধারণ করেছিলেন, সেগুলোর প্রায় সবগুলোর বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছে সরকার। তবে তিনি স্বীকার করেন, রাজনৈতিক ব্যবস্থায় এখনও অনেক ক্ষেত্রেই গভীর সংস্কার প্রয়োজন, কারণ অতীতের কাঠামো দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক অপপ্রয়োগে জর্জরিত ছিল।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত আগস্টে ভারতে আশ্রয় নেন এবং তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিক্ষোভ দমন অভিযানে নিরাপত্তা বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে তাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে, যদিও দিল্লি এখনও এ বিষয়ে সাড়া দেয়নি।

প্রধান উপদেষ্টা জানান, ভারতের কাছে স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে যেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ না পান। “আমরা বলেছি, আপনারা তাকে রাখুন, আমাদের দেশে বিচার চলবে। কিন্তু তাকে যেন এমন কোনো সুযোগ দেওয়া না হয় যাতে তিনি দূর থেকে দেশের স্থিতিশীলতায় আঘাত হানতে পারেন।”

সাক্ষাৎকারে উঠে আসে যে, শেখ হাসিনার শাসনামলে ঢাকা-দিল্লি সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও প্রায় একমুখী কূটনৈতিক অঙ্গীকারে বাঁধা। কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের প্রমাণ হিসেবে অধ্যাপক ইউনূসের গত মার্চে বেইজিং সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়। ইউনূস এ প্রসঙ্গে বলেন, “আমাদের পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, ভারতের সঙ্গেও আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। এটি কেবল চীনের জন্য নয়, বরং ভারত বা অন্য যেকোনো দেশ এর সুফল ভোগ করতে পারে।”

৮৫ বছর বয়সী এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, প্রথমে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক ছিলেন। তবে ছাত্রনেতাদের অনুরোধ এবং জনগণের ত্যাগ তাকে রাজি করায়। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এবং নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেবেন।

সাক্ষাৎকারের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আর গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হবে না। তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, “যুবসমাজ যেন তাদের স্বপ্ন ও প্রত্যাশা ব্যালট বাক্সে তুলে ধরে। আমি চাই, এমন একটি সরকার ক্ষমতায় আসুক যা গণতান্ত্রিক নীতিমালা মেনে দেশ পরিচালনা করবে এবং জনগণের আস্থা অর্জন করবে।”

-রফিক


ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি: ১৫ আগস্টকে কেন্দ্র করে মাঠে নামা যাবে না

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ২২:০৮:১৫
ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি: ১৫ আগস্টকে কেন্দ্র করে মাঠে নামা যাবে না
ছবি: সংগৃহীত

রাজধানীতে ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে অপরাধ সংঘটনের চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য সজাগ আছে। এদিকে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় এবং তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: আজহারীর আবেগঘন পোস্টে লাখো অনুসারীর চোখে জল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ২০:৩৭:৩৪
সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: আজহারীর আবেগঘন পোস্টে লাখো অনুসারীর চোখে জল
ছবি: সংগৃহীত

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৪ আগস্ট। এই উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, “আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”

তবে সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাবি করেছেন, সাঈদীকে নির্দোষ অবস্থায় চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকসহ সবার বিচার দাবি করেছেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে অভিযোগ করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। তিনি বলেন, চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হলেও তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় জানাজা আদায় করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। পরে পিরোজপুর গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে তার অনুসারীরাও শোক প্রকাশ করে নানা মন্তব্য করছেন।


হাঁসের মাংসের খোঁজে’ গুলশানে আসিফ মাহমুদ, যা বললেন চাঁদাবাজির অভিযোগ নিয়ে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ২০:০৬:২৯
হাঁসের মাংসের খোঁজে’ গুলশানে আসিফ মাহমুদ, যা বললেন চাঁদাবাজির অভিযোগ নিয়ে
আসিফ মাহমুদ।

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে আসিফ মাহমুদ এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, তিনি অপু নামের কাউকে ২০২২ সালে চিনতেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি। তিনি বলেন, "চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অপুর যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।"

সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিটি তিনি কিনা, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এটি একটি বিশ্বাসযোগ্য প্রশ্ন নয়। তিনি আরও বলেন, রাতে মাঝেমধ্যে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে বা হোটেল ওয়েস্টিনে যান, কিন্তু নির্দিষ্ট ওই দিনে তিনি গুলশানে গিয়েছিলেন কিনা, তা মনে করতে পারছেন না। তদন্তাধীন বিষয় হওয়ায় এ বিষয়ে তিনি আর বেশি কিছু বলতে চান না।

আসিফ মাহমুদ তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এই সরকারের রাজনৈতিক পরিচয়ে থাকা সব কর্মকর্তার তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত। তিনি জানান, তিনি নিজেও পদত্যাগ করবেন কারণ তিনি রাজনীতি করবেন। তবে তিনি নির্বাচনে লড়বেন কি না বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না, তা এখনো ঠিক হয়নি।


জাতীয় নির্বাচনের সব রহস্য ফাঁস হবে আগামী সপ্তাহেই

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১৬:১৮:০৯
জাতীয় নির্বাচনের সব রহস্য ফাঁস হবে আগামী সপ্তাহেই
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশন (ইসি) সচিব নিশ্চিত করেছেন যে, কমিশন আগামী সপ্তাহেই নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে, যেখানে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ, ধাপভিত্তিক কার্যক্রম এবং প্রস্তুতিমূলক পরিকল্পনার বিস্তারিত থাকবে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই রোডম্যাপ প্রণয়নের কাজ শেষ করেছে। এতে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা, প্রতীক বরাদ্দ, প্রচারণার সময়সীমা এবং ভোটগ্রহণের দিনসহ পুরো নির্বাচনী প্রক্রিয়ার ধাপগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে।

তিনি আরও জানান, কমিশন নির্বাচনী রোডম্যাপ প্রস্তুতের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত, মাঠপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার তালিকা হালনাগাদ এবং প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের দিকগুলো বিবেচনায় নিয়েছে। রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচনী পরিবেশে স্বচ্ছতা ও আস্থার বার্তা দেওয়াই কমিশনের লক্ষ্য।

নির্বাচন কমিশন সচিব বলেন, রোডম্যাপ ঘোষণার পর কমিশন একাধিক দফায় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়।

-শরিফুল

পাঠকের মতামত:

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন... বিস্তারিত