সোহাগ হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনীতি, মুখ খুললেন যুবদল সভাপতি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১২:৫৪:৫০
সোহাগ হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনীতি, মুখ খুললেন যুবদল সভাপতি

রাজধানীর চকবাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্যবসায়ী ও জাতীয়তাবাদী যুবদলের কর্মী মোহাম্মদ সোহাগকে। এই ভয়াবহ ঘটনার জেরে দেশের রাজনীতি ও সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব—সবার কণ্ঠে উঠে আসে শোক, নিন্দা এবং বিচারের জোরালো দাবি।

শনিবার (১২ জুলাই) রাজধানীতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে সংগঠন থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, “আমরা গভীর যন্ত্রণায়, চরম দুঃখ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে আমরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত।”

তিনি আরও বলেন, “সোহাগ শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী, পরিবারপ্রেমী মানুষ ছিলেন। তার ওপর এমন বর্বর হামলা আমাদের সভ্যতা ও রাজনৈতিক শালীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। জাতি স্তম্ভিত হয়ে গেছে। পাথর দিয়ে কাউকে হত্যা—এটা যেন আদিম যুগের নিষ্ঠুরতা।” তিনি জানান, ঘটনাটির তদন্তে যারা প্রাথমিকভাবে জড়িত বলে শনাক্ত হয়েছেন, তাদেরকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এই পাঁচজনের নাম পুলিশের কাছেও জমা দেওয়া হয়েছে এবং দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

সংগঠন থেকে জানানো হয়, “আমরা রাজনৈতিকভাবে দায় নিতে প্রস্তুত। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই রেহাই দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান, যেন দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং কঠোর বিচার নিশ্চিত করা হয়।”

উল্লেখ্য, নিহত সোহাগ ছিলেন চকবাজার এলাকার পরিচিত ব্যবসায়ী ও সক্রিয় রাজনৈতিক কর্মী। হত্যাকাণ্ডের পর থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, এটি কোনো সামান্য বিরোধের জেরে ঘটেনি—বরং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে যেমন নিন্দা জারি হয়েছে, তেমনি প্রশ্ন উঠছে দলীয় শৃঙ্খলা, সংগঠনের মূল্যবোধ এবং সমাজে রাজনৈতিক সহিংসতা নিয়ে। যেভাবে প্রকাশ্য রাস্তায় একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, তা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপরও বড় এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ