ফেনীর দুর্দিনে তারেক রহমানের নির্দেশে ত্রাণ নিয়ে ঝাঁপাল বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১১ ১৬:৩০:০২
ফেনীর দুর্দিনে তারেক রহমানের নির্দেশে ত্রাণ নিয়ে ঝাঁপাল বিএনপি

ফেনী জেলাজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন এবং অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে তিনি বন্যাদুর্গত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি রফিকুল আলম মজনু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কষ্ট-দুর্দশা প্রত্যক্ষ করেন এবং বিএনপির পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “এই এলাকার বন্যা সমস্যা দীর্ঘদিনের। ভারতের পাহাড়ি ঢল ও অপ্রতিবন্ধিত পানিপ্রবাহ আমাদের প্রতি বছর দুর্যোগে ফেলে দেয়। কিন্তু গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী, অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ভারতের দালালি করে গেছে। ফলে জনগণের দুর্ভোগ কোনোদিনই কমেনি।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে আমরা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বন্যা সমস্যার স্থায়ী সমাধান করবো। দেশকে দুর্যোগ থেকে মুক্ত রাখতে হবে পরিকল্পিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে। এই সংকটে আমরা জনগণের পাশে আছি এবং থাকব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব।”

রফিকুল আলম মজনু জানান, গত বছরও বন্যার সময় তিনি টানা এক মাস দুর্গতদের পাশে থেকে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। এবারও যতদিন বন্যা থাকবে, ততদিন বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন সহায়তা অব্যাহত রাখবে।

তিনি এ সময় দুর্গতদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি, ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। আশ্রয়কেন্দ্রগুলোতেও নিয়মিত খাবার সরবরাহ চালু রাখা হয়। এছাড়া, বন্যার পানিতে আটকা পড়া নারী, শিশু ও অসুস্থ মানুষদের উদ্ধারে দলীয় স্বেচ্ছাসেবকরা কাজ করছেন বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহাবুবুল হক মাহবুব, যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, ছাত্রদল নেতা ও বি আরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক বার্তাও ছড়িয়ে দিয়েছেন রফিকুল আলম মজনু। তার বক্তব্যে উঠে এসেছে বন্যা সমস্যা শুধু প্রাকৃতিক নয়, এটি রাজনৈতিক অব্যবস্থাপনার ফল। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে দেশের এই দুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ