প্রতিশোধের রাজনীতি সমাজকে অন্ধ করে দিচ্ছে: রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২১:৪৫:০১
প্রতিশোধের রাজনীতি সমাজকে অন্ধ করে দিচ্ছে: রুমিন ফারহানা

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, "প্রতিশোধপরায়ণতা, অসহিষ্ণুতা এবং নৈতিক অবক্ষয় এখন আমাদের রাজনীতি ও সমাজের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।"

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। রাজনৈতিক প্রতিহিংসা প্রসঙ্গে রুমিন বলেন, "একটা চোখের বদলে আরেকটা চোখ নিতে শুরু করলে পুরো সমাজটাই অন্ধ হয়ে যাবে। আমরা কি সেটা চাই?"

তিনি বলেন, “ধরা যাক হাসিনা ঘুমিয়ে পড়েছে, তো আপনি কি সেটার প্রতিশোধ নেবেন? এই প্রতিশোধের রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাবে?”

রুমিন ফারহানা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে বলেন, “বাংলাদেশে যদি ম্যান্ডেলা জন্মাতেন, তাকেও হয়তো বলা হতো শ্বেতাঙ্গদের দালাল। অথচ তিনি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ মডেল গ্রহণ করে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।”

সামাজিক আচরণ ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমরা ইউটিউবের কিছু পয়সা, কিছু ভিউ, কিছু ডলার পাওয়ার লোভে নেমে গিয়েছি এমন এক স্তরে, যা পৃথিবীর আর কোনো জাতির মধ্যে আমি দেখিনি।"

তিনি আরও বলেন, “জাতিগতভাবে আমরা একধরনের ‘কালেক্টিভ অসভ্যতা’র মধ্য দিয়ে যাচ্ছি। আমি আফ্রিকার দরিদ্র দেশগুলো ও ভুটানের মতো গরিব দেশেও গিয়েছি, কিন্তু এমন অসভ্য আচরণ কোথাও দেখিনি। এজন্যই একজন সোমালিয়ানও বিদেশে সম্মান পায়, আর আমরা পাই না। এটা গরিব হওয়ার জন্য নয়, আচরণের জন্য।”

সূত্র: https://youtu.be/9BYKlJhm044?si=eBteXaTojhNfCqfg

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ