‘আমি মা হতে চাই’—জায়েদ খানের প্রশ্নে তিশার স্পষ্ট উত্তর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১১:১৬:৩৬
‘আমি মা হতে চাই’—জায়েদ খানের প্রশ্নে তিশার স্পষ্ট উত্তর

নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’ নতুন এক টকশো নিয়ে হাজির হয়েছে—‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। প্রতি শুক্রবার রাতের পর্দায় নিয়মিত সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন পরিচিত চিত্রনায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জায়েদ খান, যিনি তার অনবদ্য সঞ্চালনা দক্ষতা ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এক ভিন্নধর্মী আলোচনার মাধ্যমে বিনোদন ও তথ্য পরিবেশন করবেন।

গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এই টকশোর প্রথম পর্বে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আলোচনায় তিশা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক তুলে ধরেন। কথোপকথনের এক সময় জায়েদ খান যখন তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চান, তখন তিশা জানান, পাঁচ বছর পর তিনি নিজেকে একজন মা হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘আমি বিয়ে করব এবং মা হবো।’ তিশা আরও স্পষ্ট করেন, ‘মানুষের পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোরই গুরুত্ব রয়েছে। তাই এসব বিষয় লুকানোর কিছু নেই। এ দুটি জীবনই সমান গুরুত্বপূর্ণ এবং তা স্বীকার করাটাই প্রকৃত বাস্তবতা।’

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টকশোতে নিয়মিত থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো, স্বদেশ ও প্রবাসী দুই প্রজন্মের দর্শকদের কাছে আধুনিক বাংলা সংস্কৃতি ও সমাজের নানা দিক উপস্থাপন করা। এতে প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানা জটিলতা, আনন্দ-দুঃখের গল্প তুলে ধরা হবে, যা তাদের সঙ্গে স্থানীয় দর্শকদের সংযোগ ঘটাবে।

আয়োজকরা জানাচ্ছেন, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ একদিকে বিনোদনমূলক ও তথ্যবহুল, অন্যদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এতে অতিথিদের ব্যক্তিগত জীবন, শিল্প-সাহিত্য, সামাজিক পরিবর্তন এবং প্রবাস জীবনের নানা দিক নিয়ে গভীর আলোচনা হবে। নতুন প্রজন্মের স্বপ্ন ও আশা, চ্যালেঞ্জ ও সংগ্রামকেও তুলে ধরা হবে। এই টকশো বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন ও তথ্য সঞ্চারের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এর মাধ্যমে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা যেন নিজ দেশের সংস্কৃতি, সামাজিক পরিবর্তন ও নতুন প্রজন্মের ভাবনাকে আরও ঘনিষ্ঠভাবে জানতে পারেন, সেই লক্ষ্যেই এই আয়োজন। ‘ঠিকানা’ পত্রিকা ও এর টকশো প্রবাসী বাংলাভাষীদের মধ্যে তথ্য ও বিনোদনের সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ