‘আমি মা হতে চাই’—জায়েদ খানের প্রশ্নে তিশার স্পষ্ট উত্তর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১১:১৬:৩৬
‘আমি মা হতে চাই’—জায়েদ খানের প্রশ্নে তিশার স্পষ্ট উত্তর

নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’ নতুন এক টকশো নিয়ে হাজির হয়েছে—‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। প্রতি শুক্রবার রাতের পর্দায় নিয়মিত সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন পরিচিত চিত্রনায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জায়েদ খান, যিনি তার অনবদ্য সঞ্চালনা দক্ষতা ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এক ভিন্নধর্মী আলোচনার মাধ্যমে বিনোদন ও তথ্য পরিবেশন করবেন।

গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এই টকশোর প্রথম পর্বে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আলোচনায় তিশা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক তুলে ধরেন। কথোপকথনের এক সময় জায়েদ খান যখন তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চান, তখন তিশা জানান, পাঁচ বছর পর তিনি নিজেকে একজন মা হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘আমি বিয়ে করব এবং মা হবো।’ তিশা আরও স্পষ্ট করেন, ‘মানুষের পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোরই গুরুত্ব রয়েছে। তাই এসব বিষয় লুকানোর কিছু নেই। এ দুটি জীবনই সমান গুরুত্বপূর্ণ এবং তা স্বীকার করাটাই প্রকৃত বাস্তবতা।’

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টকশোতে নিয়মিত থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো, স্বদেশ ও প্রবাসী দুই প্রজন্মের দর্শকদের কাছে আধুনিক বাংলা সংস্কৃতি ও সমাজের নানা দিক উপস্থাপন করা। এতে প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানা জটিলতা, আনন্দ-দুঃখের গল্প তুলে ধরা হবে, যা তাদের সঙ্গে স্থানীয় দর্শকদের সংযোগ ঘটাবে।

আয়োজকরা জানাচ্ছেন, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ একদিকে বিনোদনমূলক ও তথ্যবহুল, অন্যদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এতে অতিথিদের ব্যক্তিগত জীবন, শিল্প-সাহিত্য, সামাজিক পরিবর্তন এবং প্রবাস জীবনের নানা দিক নিয়ে গভীর আলোচনা হবে। নতুন প্রজন্মের স্বপ্ন ও আশা, চ্যালেঞ্জ ও সংগ্রামকেও তুলে ধরা হবে। এই টকশো বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন ও তথ্য সঞ্চারের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এর মাধ্যমে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা যেন নিজ দেশের সংস্কৃতি, সামাজিক পরিবর্তন ও নতুন প্রজন্মের ভাবনাকে আরও ঘনিষ্ঠভাবে জানতে পারেন, সেই লক্ষ্যেই এই আয়োজন। ‘ঠিকানা’ পত্রিকা ও এর টকশো প্রবাসী বাংলাভাষীদের মধ্যে তথ্য ও বিনোদনের সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিনোদন প্রতিবেদন/আশিক


সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি: দুরেফিশান সেলিমের সাহসী মন্তব্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৯:২৫:২৭
সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি: দুরেফিশান সেলিমের সাহসী মন্তব্য
ছবি: সংগৃহীত

বিনোদন জগতে টিকে থাকার জন্য শারীরিক গড়ন ঠিক রাখার যে চাপ থাকে, তাকে বুড়ো আঙুল দেখিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার কাছে ফিটনেস মানে কেবল রোগা থাকা নয়, বরং ভেতর থেকে সুস্থ এবং আত্মবিশ্বাসী থাকা।

সাক্ষাৎকারে দুরেফিশান বলেন, ‘আমি কখনোই মনে করিনি যে, ইন্ডাস্ট্রির জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। আমার চেহারা বা ফিগার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার আত্মবিশ্বাস কখনো নড়বড়ে হয়নি।’

তিনি জানান, শোবিজে টিকে থাকা তার জন্য সহজ ছিল না। সহকর্মীদের কাছ থেকে নানা কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি নিজের প্রতি সৎ ছিলেন এবং তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ নারীর গঠন তার মতোই, তাই তিনি চান তার চরিত্রগুলো যেন বাস্তব জীবনের নারীদের প্রতিচ্ছবি হয়।

দুরেফিশান আরও বলেন, ‘অনেকেই আমাকে বলেন, আমাকে নাকি অভিনেত্রীর মতো লাগে না, বরং সাধারণ নারীর মতো দেখায়। এটা শুনে মনে হয় আমি ঠিক পথে আছি। দর্শকরা নিজেদের প্রতিচ্ছবি পর্দায় দেখতে পান—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘নাটকে আমরা সব ধরনের প্রেমের গল্প দেখাই, কিন্তু অভিনেত্রীদের কেন এক নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়?’ তবে তিনি জানান, শৈশব থেকেই পরিবার থেকে পাওয়া ইতিবাচক পরিবেশ তাকে এসব চাপ থেকে দূরে রেখেছে।

দুরেফিশানের এই সাহসী মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তার কথায় অনেক নারীই নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। তার বক্তব্য স্পষ্ট—সৌন্দর্য কোনো নির্দিষ্ট ফিগারে সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাসই সবচেয়ে আকর্ষণীয় গুণ।

/আশিক


এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৯:১১:৫০
এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান দখল করে বিশ্বমঞ্চে পাকিস্তানের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন অভিনেত্রী হানিয়া আমির। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ২০২৫ সালের এই মর্যাদাপূর্ণ তালিকাটি প্রকাশ করেছে।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ ও ‘গোস্টবাস্টারস : আফটারলাইফ’-এর মতো সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থানে আছেন কৃতি স্যানন। চীনের জনপ্রিয় তারকাদের মধ্যে দিলরাবা দিলমুরাতও এই তালিকায় স্থান পেয়েছেন।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির উর্দু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে তার কাজের জন্য সুপরিচিত। তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে তিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। আইএমডিবির এই তালিকা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা ও দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করে তৈরি করা হয়েছে। এই তালিকায় ভারত ও চীন থেকে একজন করে এবং পাকিস্তান থেকে হানিয়া আমির স্থান পেয়েছেন।


১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৬:১২:০৯
১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের

রক ব্যান্ডদল আর্টসেল এবং এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আলটিমেটাম দেন।

আম্মার তার পোস্টে আর্টসেলকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ উল্লেখ করে লেখেন, “ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।” তিনি মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং এই টাকা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। আম্মারের অভিযোগ, ব্যান্ডটির ম্যানেজার এটিকে ‘চাঁদাবাজি’ হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের কাছে তথ্য আছে যে আর্টসেল “নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে।”

এদিকে, এ বিষয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন জানান, “সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।” তিনি আরও বলেন, “আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়।”

গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু কনসার্টের আগের রাতে হঠাৎই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং আয়োজকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।


সঙ্গীতশিল্পী থেকে অভিনেত্রী, নতুন রূপে পারশা মাহজাবীন পূর্ণী

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ২১:৪৯:৫২
সঙ্গীতশিল্পী থেকে অভিনেত্রী, নতুন রূপে পারশা মাহজাবীন পূর্ণী
ছবি: পারশা মাহজাবীন পূর্ণী

সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকার পারশা মাহজাবীন পূর্ণী এবার অভিনয়েও নিজেকে মেলে ধরছেন। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ওয়েব ছবি ‘ঘুমপরী’তে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। পাঁচ মাস পর একই নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় তিনি ফের অভিনয় করেছেন।

সম্প্রতি প্রকাশিত ক্লোজআপের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একগুচ্ছ কদম’-এ অভিনয় করেছেন পারশা। এটি ক্লোজআপের প্রথম নির্বাক চলচ্চিত্র। ৫ মিনিট ১৫ সেকেন্ডের এই শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুমবৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। ছবির শেষে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের মিলন দেখানো হয়। এতে পারশার বিপরীতে অভিনয় করেছেন প্রান্ত আবিদ।

পারশা মাহজাবীন পূর্ণী বলেন, এই নির্বাক চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তার নতুন অভিজ্ঞতা হয়েছে। এটি চ্যালেঞ্জিং হলেও তিনি বেশ আনন্দ নিয়ে অভিনয় করেছেন এবং আশা করছেন কাজটি দর্শকের পছন্দ হবে।


গুজবের পর্দা ফাঁস: তারকাদের টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১১:১৮:৩৯
গুজবের পর্দা ফাঁস: তারকাদের টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য
ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে শোবিজ তারকারা শোকবার্তায় ছেয়ে ফেললেও, এ বছর অনলাইনে একটি গুজব ছড়িয়ে পড়ে যে নির্দিষ্ট কিছু তারকাকে নাকি পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে। এই গুজবের পেছনে একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় নির্মাতা মেহের আফরোজ শাওনের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকজন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।

ভাইরাল হওয়া এই কথিত ব্যাংক স্টেটমেন্টটি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। তাদের তদন্তে এটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়।

রিউমর স্ক্যানার জানায়, ব্যাংক স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ভুল এবং এই ধরনের অ্যাকাউন্ট নম্বরের কোনো অস্তিত্ব নেই। এছাড়াও, সেই ব্যাংকের আসল স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না, যা ভাইরাল হওয়া স্টেটমেন্টে উল্লেখ ছিল।

রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেট ব্যবহার করে এবং তাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছিল।


বক্স অফিস রিপোর্ট: ‘কুলি’র বাজিমাত, পিছিয়ে ‘ওয়ার ২’, আর ‘ধূমকেতু’র রেকর্ড

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১০:০০:২০
বক্স অফিস রিপোর্ট: ‘কুলি’র বাজিমাত, পিছিয়ে ‘ওয়ার ২’, আর ‘ধূমকেতু’র রেকর্ড
ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার তিনটি আলোচিত ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো: বলিউডে অয়ন মুখার্জীর ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’ এবং পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’। এর মধ্যে দুটি ছবিই প্রথম দিনে রেকর্ড গড়েছে।

বক্স অফিসে রেকর্ড

'কুলি': রজনীকান্ত অভিনীত 'কুলি' প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫১ কোটি রুপি আয় করেছে, যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ। এটি রজনীকান্তের চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেয়েছে।

'ওয়ার ২': হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত 'ওয়ার ২' প্রথম দিনে ৮০ কোটি রুপি আয় করেছে। তবে এটি ‘ওয়ার’ (২০১৯) ছবির প্রথম দিনের আয়ের চেয়ে ২ কোটি রুপি কম।

'ধূমকেতু': পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে কৌশিক গাঙ্গুলির 'ধূমকেতু', যার মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ।


দুই বাংলায় সাড়া ফেলতে আসছে চঞ্চল চৌধুরীর নতুন চমক

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৮:৪৫:৫৬
দুই বাংলায় সাড়া ফেলতে আসছে চঞ্চল চৌধুরীর নতুন চমক
অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসু, যিনি মোশাররফ করিমকে নিয়ে নির্মিত ‘হুব্বা’ ছবির মাধ্যমে দুই বাংলাতেই সাড়া ফেলেছিলেন, এবার আবারও বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় অভিনেতাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘শেকড়’, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘শেকড়’ নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে। ছবির কাহিনি গড়ে উঠেছে পাশাপাশি অবস্থিত দুটি গ্রামের এক বৃদ্ধ ও এক বৃদ্ধার জীবনের আবর্তে। এই গল্পে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন এক গ্রামের যুবকের ভূমিকায়, যিনি বৃদ্ধের ছেলে। বৃদ্ধের চরিত্রে থাকবেন অভিজ্ঞ অভিনেতা লোকনাথ দে, আর ছেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পৌলমী বসু।

শুধু তাই নয়, ছবিতে আরও থাকছেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ কুণাল ঘোষ, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়াও টালিউডের বিখ্যাত অভিনয়শিল্পী সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং লোকনাথ দে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

ছবির প্রযোজনায় আছেন ফিরদৌসুল হাসান, যিনি এর আগে একাধিক প্রশংসিত ছবির প্রযোজনা করেছেন। সংগীত পরিচালনায় থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, যিনি আবহসঙ্গীত ও গান দিয়ে ছবির আবেগকে আরও গভীর করবেন। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার, যিনি সিনেমাটির ভিজ্যুয়াল আঙ্গিককে শৈল্পিক উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

‘শেকড়’-এর শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারসে। মনোরম লোকেশনে ছবির অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে, যা নতুন বছরের শুরুতেই দুই বাংলার দর্শকের জন্য হতে যাচ্ছে এক বিশেষ উপহার।

ব্রাত্য বসুর এই নতুন উদ্যোগ দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে চঞ্চল চৌধুরীর ভক্তরা অপেক্ষা করছেন তার নতুন চরিত্রে অনবদ্য অভিনয় দেখার জন্য। ‘হুব্বা’-এর মতো ‘শেকড়’-ও হতে পারে দুই বাংলার সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।

-অনন্যা


শুটিংয়ে সালমান খানকে কষে চড়!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১১:২৪:৪৯
শুটিংয়ে সালমান খানকে কষে চড়!
বলিউড সুপারস্টার সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান—যিনি দুনিয়াজুড়ে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেও সমীহ পান। বলিউডে অনেকের কাছে তিনি বন্ধুর মতো নির্ভরযোগ্য, আবার শত্রুতার ক্ষেত্রে আপসহীন হিসেবেও পরিচিত। কিন্তু এই জনপ্রিয় অভিনেতার গায়ে হাত তুলেছিলেন এক সহ-অভিনেতা, তাও আবার জোরে চড় মেরে। ঘটনাটি সম্প্রতি নিজেই জানিয়েছেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত অভিনেতা জিশান আয়ুব।

এক সাক্ষাৎকারে জিশান জানান, সালমান খানকে চড় মারার পর তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান। ভেবেছিলেন, হয়তো এই ঘটনার পর তার অভিনয় ক্যারিয়ার আর এগোবে না। তবে ঘটনাটি ছিল সম্পূর্ণ চিত্রনাট্যের প্রয়োজনে। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির একটি দৃশ্যে তাকে সালমান খানের চরিত্রকে থামিয়ে সজোরে চড় মারতে হয়, যার পর সালমানের চরিত্রটি একটি ছোট্ট সেতু থেকে নিচে পড়ে যায়।

জিশান বলেন, “এটি ছিল আমার সালমান স্যারের সঙ্গে প্রথম দেখা। আর সেই প্রথম সাক্ষাৎেই এমন দৃশ্য অভিনয় করতে হলো। শুটিংয়ের আগে থেকেই আমি ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল, তিনি যদি রেগে যান তবে আমার ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। তাই দূর থেকে আস্তে করে মারছিলাম, কিন্তু তখন দৃশ্যটি খুবই কৃত্রিম লাগছিল।”

তিনি আরও জানান, সালমান খান নিজেই তাকে থামিয়ে বলেন “আবার কাছ থেকে মারো।” কিন্তু ততক্ষণে তার বুক কাঁপছে ভয় ও শঙ্কায়। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে কষে এক চড় মারেন জিশান, এবং মনে মনে ভাবেন এটাই হয়তো জীবনের শেষ অভিনয়।

কিন্তু শুটিং শেষে তিনি বুঝতে পারেন, সালমান খান অত্যন্ত পেশাদার। দৃশ্যটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর সালমান নিজেই তার প্রশংসা করেন। এই প্রশংসাই জিশান আয়ুবের মনে স্বস্তি এনে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় যে পেশাদারিত্বে সালমান খান কতটা উদার ও সহযোগিতাপূর্ণ।

-অনন্যা


৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১২:২৬:৩৮
৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছে আজ। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে অ্যাকশন, ভিএফএক্স এবং বলিউড ও দক্ষিণের সুপারস্টারদের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের মতো দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগ পেয়ে দর্শকরা মুগ্ধ। এই ছবির মাধ্যমে পরিচালক অয়ন মুখোপাধ্যায় যেন এক জাদুকরি অ্যাকশন-অ্যাডভেঞ্চার উপহার দিয়েছেন।

'ওয়ার ২' সিনেমার গল্পে দেখা যাবে দেশপ্রেমিক মেজর কবির (হৃতিক) এবং বিক্রম (এনটিআর) ভিন্ন আদর্শের কারণে মুখোমুখি হয়। এই লড়াই ইউরোপের গলি থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি প্রকাশিত ‘জনাব-এ-আলি’ গানের ঝলকে দেখা গেছে, ড্যান্স ফ্লোরেও তারা একে অপরের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছেন। মাত্র ৩৫ সেকেন্ডের এই ঝলক দেখে ভক্তরা বলছেন, “এবার একেবারে শেয়ানে শেয়ানে টক্কর।”

এই সিনেমার শুটিংয়ে অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। স্পেনে একটি গাড়ি ধাওয়ার দৃশ্যে হৃতিকের গাড়ি নিয়ন্ত্রণ হারালেও তিনি স্টান্ট শেষ করে থেমেছিলেন। অন্যদিকে আবুধাবিতে এনটিআরকে ঠান্ডা পানিতে দুই ঘণ্টা কাটাতে হয়েছিল। ছবিতে কিয়ারা আদভানিকে একজন সাহসী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।

প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমাটি ভারতজুড়ে সাড়ে ৬ হাজার প্রেক্ষাগৃহে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছে। ছবির শেষে রয়েছে দুটি চমক, যা যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের রহস্য উন্মোচন করবে।

পাঠকের মতামত: