‘লুটপাট বন্ধ না করলে জনগণ দাঁড়াবে রাস্তায়’—জামায়াতের হুঁশিয়ারি বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১০:৪১:৩৩
‘লুটপাট বন্ধ না করলে জনগণ দাঁড়াবে রাস্তায়’—জামায়াতের হুঁশিয়ারি বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যে রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই রক্তের সঙ্গে কোনো বেঈমানি বরদাশত করা হবে না। আমরা চাই, সেই রক্তের মূল্য যেন সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে পরিশোধ করা হয়।”

শনিবার (৫ জুলাই) সকাল ৭টায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি কুমিল্লার আলেখারচর এলাকায়ও পথসভায় অংশ নেন।

পথসভায় জামায়াত আমির আরও বলেন, “আমরা যেকোনো নির্বাচন চাই না। ১৪, ১৮ বা ২৪ মার্কা নির্বাচন নয়— আমরা চাই জনগণের সত্যিকার ভোটাধিকার নিশ্চিত হোক। যারা আজ রাজনীতির নামে অপকর্ম ও লুটপাটে লিপ্ত, তাদেরকে এখনই সতর্ক হতে হবে। জনগণকে আর বেশি সময় অপেক্ষা করানো যাবে না। নিজেদের সংশোধন না করলে জনগণই জবাব দেবে।”

তিনি আরও বলেন, “এ জাতিকে যেন আর কখনও আত্মত্যাগ করতে না হয়, সে চেষ্টাই আমাদের। ছাত্র, যুবক, শ্রমিক— অতীতে তারা যেমন বুক চিতিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, আগামীতেও অধিকার আদায়ের সেই চেতনাকে বুকে ধারণ করতে হবে। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও ন্যায়ের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা।”

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ