ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সের জয়, আল-হিলালের সেমিফাইনাল স্বপ্ন শেষ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ০৯:০৩:৪৮
ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সের জয়, আল-হিলালের সেমিফাইনাল স্বপ্ন শেষ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এক অবিশ্বাস্য জয়ের পর আল-হিলাল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। তবে সৌদি আরবের ক্লাবটি সেই জয়ের ধারাকে শেষ চারে নিতে পারেনি। শুক্রবার রাতে ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের ফ্লুমিনেন্স ২-১ গোলের ব্যবধানে আল-হিলালকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।

ম্যাচ শুরুর আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সময়ে আল-হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলো আবেগে কেঁদে উঠেন, যা সমগ্র দলকে স্পর্শ করে।

মাঠে আল-হিলালের দাপট লক্ষ্যণীয় ছিল। ৫৮ শতাংশ বল দখল এবং ১৫টি শটে তারা চারবার গোলের সুযোগ তৈরি করে। বিপরীতে ফ্লুমিনেন্স ৪২ শতাংশ বল দখল রেখে ১০টি শট থেকে তিনবার লক্ষ্যভেদ করে। তবে গোলের দিক থেকে আল-হিলাল ব্যর্থ হয়।

খেলার শুরু থেকেই দুই দল সতর্কতার সঙ্গে খেলতে থাকে। তবে ৪০তম মিনিটে ফ্লুমিনেন্সের মাথেউস মার্তিনেল্লির গোলের মাধ্যমে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আল-হিলাল মার্কোস লিওনার্দোর গোল দিয়ে ম্যাচে ফেরার আশা দেখায়। কিন্তু ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোল ফ্লুমিনেন্সকে আবারও লিড এনে দেয়। পরবর্তী সময় আল-হিলাল চেষ্টা করেও ফেরার সুযোগ হারায়।

ম্যাচ শেষে ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো বলেন, “আমরা সুযোগ সীমিত পেয়েছি, তবে তা কাজে লাগিয়েছি। দলের সবাই কঠোর পরিশ্রম করেছে এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিল। আমাদের ভক্তরা গর্বিত বোধ করতে পারেন।”

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ