ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমার জয়ের ইতিহাস, এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ০৯:৪৮:৫৭
ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমার জয়ের ইতিহাস, এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

মিয়ানমারকে প্রথমবারের মতো পরাজিত করে মেয়েদের এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের নায়িকা ছিলেন ঋতুপর্ণা চাকমা—তার জোড়া গোলেই লেখা হয় বাংলাদেশের নতুন ইতিহাস।

দিনের অপর ম্যাচে তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করে বাহরাইনের সঙ্গে। ফলে এক ম্যাচ হাতে রেখেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

ম্যাচশেষে ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, "ঋতুপর্ণার আরও বড় লিগে খেলার সামর্থ্য রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে মেয়েদের জন্য নিয়মিত লিগ নেই। তাই তাকে ভুটানে খেলতে হয়েছে। তবে তার সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের ভালো কোনো লিগে খেলা উচিত। সে দক্ষ, সাহসী এবং সম্ভাবনাময়। আমি চাই সে এগিয়ে যাক, কারণ সে তা অর্জনের যোগ্য।"

আগামী ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও মূলপর্ব নিশ্চিত হয়েছে, তারপরও ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছেন কোচ বাটলার। তিনি বলেন, “আমাদের পরবর্তী প্রতিপক্ষকেও সম্মান জানাতে হবে। বাহরাইন ও মিয়ানমারের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তুর্কমেনিস্তানের বিপক্ষেও সেভাবে প্রস্তুতি নেব।”

খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে বাটলার আরও বলেন, “রক্ষণভাগ থেকে শুরু করে পুরো দল দারুণ দায়িত্বশীল ছিল। তারা কঠোর পরিশ্রম করেছে, এবং ফলও পেয়েছে।”

ঋতুপর্ণা চাকমা বলেন, “আমরা বছরের পর বছর কষ্ট করি এই দিনের জন্য। লক্ষ্য ছিল ধাপে ধাপে জিতে কোয়ালিফাই করা। সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ