গাজা থেকে লিও—দুই কসাই, একই রক্তাক্ত ইতিহাস!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:৩৬:৫৩
গাজা থেকে লিও—দুই কসাই, একই রক্তাক্ত ইতিহাস!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের লিও শহরে ‘গেস্টাপো’র প্রধান হিসেবে ভয়ঙ্কর কুখ্যাতি অর্জন করেছিলেন ক্লাউস বার্বি। বর্বর নির্যাতনে যিনি ইতিহাসে পরিচিত হয়ে উঠেছিলেন ‘লিওয়ের কসাই’ নামে।

১৯৮৭ সালের জুলাই মাসে ফ্রান্সের আদালত মানবতাবিরোধী অপরাধে এই নাৎসি যুদ্ধাপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অন্তত ৭,৫০০ মানুষকে মৃত্যু শিবিরে পাঠানো এবং চার হাজারের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো জঘন্য অপরাধ। অথচ যুদ্ধ-পরবর্তী সময়ে এই কসাইকে ‘গোপন অস্ত্র’ হিসেবে নিয়োগ দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তারা শুধু তাকে আশ্রয়ই দেয়নি, অর্থসহ সকল সহযোগিতা দিয়েছিল বার্বিকে।

তথ্য গোপন রেখে জার্মানির মার্কিন নিয়ন্ত্রিত অঞ্চলে মিথ্যা পরিচয়ে তার থাকার সুযোগ করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি বলিভিয়ায় পালিয়ে গিয়ে খোলাখুলিভাবেই বসবাস করতে থাকেন। অবশেষে ১৯৮৩ সালে ফ্রান্স তাকে ফিরিয়ে আনে এবং ৭৩ বছর বয়সে কারাবন্দি করে। তার মৃত্যুর আগ পর্যন্ত (১৯৯১ সাল) সেখানেই ছিলেন।

এই ঘটনার কয়েক দশক পর, ইতিহাস যেন বারবার ফিরে আসছে। শুধু চরিত্র বদলেছে, ভূখণ্ড বদলেছে, কিন্তু নৃশংসতার রূপ বদলায়নি। এবার সেই কসাইয়ের আসনে বসেছেন আরেকজন—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি আন্তর্জাতিক অঙ্গনে ‘গাজার কসাই’ নামে নিন্দিত হচ্ছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় তার বাহিনীর হাতে প্রাণ গেছে অন্তত ৫৬,৫০০ জন মানুষের। আহত হয়েছেন এক লাখ ৩৩ হাজারেরও বেশি। যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও গাজার ধ্বংসস্তূপে ত্রাণের নামে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। জাতিসংঘের মতো সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়ে তথাকথিত 'ত্রাণকেন্দ্র' চালু করা হয়েছে, যেখান থেকে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে ক্ষুধার্ত মানুষদের।

মাত্র কয়েক মাসেই ত্রাণ নেওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন অন্তত ৫০০ জন, আহত হয়েছেন চার হাজারের বেশি। উদ্দেশ্য একটাই—কম খরচে গণহত্যা।বিশ্বব্যাপী এর নিন্দা চললেও যুক্তরাষ্ট্র ঠিক যেমনটি করেছিল ক্লাউস বার্বির ক্ষেত্রে, এখনো তেমনি নেতানিয়াহুর পক্ষে দাঁড়িয়ে আছে। জাতিসংঘের প্রস্তাব ভেটো করছে, অস্ত্র দিচ্ছে, কূটনৈতিক আশ্রয় দিচ্ছে।

প্রশ্ন উঠছে—লিওয়ের কসাইয়ের বিচার যেমন একসময় হয়েছিল, গাজার কসাইয়ের বিচার কি কোনোদিন হবে? নাকি ইতিহাসের পাতায় আরও একটি অন্ধকার অধ্যায় হয়ে থাকবে নেতানিয়াহুর গণহত্যা?

মতপ্রকাশ/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ