জুলাইয়ের কফিন মার্চ—সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২১:৪৩:২৮
জুলাইয়ের কফিন মার্চ—সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম!

জুলাই মাসের মধ্যেই সরকার যদি ‘জুলাই সনদ’ ঘোষণা না করে, তাহলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি হিসেবে ‘জুলাইয়ের কফিন মার্চ’ অনুষ্ঠিত হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত ‘জুলাই জনতার লালমার্চ’ কর্মসূচি পালন করে সংগঠনটি। মিছিলটি বিকেল ৫টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান করে কর্মসূচি পালন করেন কর্মীরা। এর পর তারা কফিন মার্চের কর্মসূচি ঘোষণা দিয়ে ফিরে যান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, “সরকার জুলাই সনদ নিয়ে একেবারেই উদাসীন। যারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা হয়তো ভাষণে জুলাইয়ের কথা বলেন, কিন্তু আহত ও নিহতদের পরিবার নিয়ে তাদের কোনো চিন্তা নেই। রাজনৈতিক দলগুলোও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তবে ইনকিলাব মঞ্চ থেমে থাকবে না, আমরা সনদ আদায় না করে ছাড়ব না।”

তিনি আরও বলেন, “জুলাইকে যে সংগ্রামী চেতনার প্রতীক বলা হয়, তার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতেই হবে। এটা কেবল রাজনৈতিক ইতিহাস নয়, জনতার আত্মত্যাগের দলিল। সরকারের এখনই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ