সালাহউদ্দিন আহমেদের কণ্ঠে স্বাধীনতার নতুন ব্যাখ্যা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২১:৩৫:৪০
সালাহউদ্দিন আহমেদের কণ্ঠে স্বাধীনতার নতুন ব্যাখ্যা

নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যকে ফ্যাসিবাদবিরোধী প্ল্যাটফর্মে রূপান্তর করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমাদের সবচেয়ে বড় নীতি—সবার আগে বাংলাদেশ”।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতীয় ঐক্যের এ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একত্র করার মাধ্যমে। এই ঐক্যই হবে আমাদের মূল শক্তি। দেশের সব বৈদেশিক সম্পর্ক গঠিত হবে সার্বভৌম সমতার ভিত্তিতে—সম্মান ও মর্যাদার ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “মুক্তির মন্দির সোপানতলে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তেই আমাদের বিজয়মাল্য গাঁথা হয়েছে। আমরা দ্বিমত করব, ভিন্নমত থাকবে, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক পথেই চলব।”

আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদদের জন্য দোয়া ও মোনাজাত এবং নীরবতা পালনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর জাতীয় সংগীত ও জুলাই আন্দোলনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। গুম হওয়া পরিবার, শহীদ পরিবারের সদস্য ও সমমনা দলের নেতারাও বক্তব্য রাখেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ