শহীদের পরিবারকে কেউ খোঁজ নিল না—বিএনপি আয়োজনে আবেগঘন মুহূর্ত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৮:১৬:৪৫
শহীদের পরিবারকে কেউ খোঁজ নিল না—বিএনপি আয়োজনে আবেগঘন মুহূর্ত

জুলাই অভ্যুত্থানে নিহত তরুণ আবদুল্লাহ বিন জাহিদের পরিবারের পাশে এখনো কেউ দাঁড়ায়নি—এমন হৃদয়বিদারক অভিযোগ করেছেন তার মা ফাতেমা তুজ জোহরা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি বলেন, “আমার বড় ছেলে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। ছোট ছেলের বয়স ১৪, সে ক্যানসারে আক্রান্ত। ১৮ মে আমার স্বামী ব্রেন স্ট্রোকে মারা যান। অথচ এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকারের কেউ একবারও আমাদের খোঁজ নেয়নি।”

ভাঙা গলায় তিনি আরও বলেন, “সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে একশো বার ফোন দিয়েছি, কিন্তু তারা রিসিভও করেন না। আমার ছেলের রক্তের বিনিময়ে যারা আজ ক্ষমতায়, তারা আমাদের ভুলে গেছে। ‘আমরা বিএনপি পরিবার’ ছাড়া কেউ পাশে দাঁড়ায়নি।”

তিনি জানান, তার ছোট ছেলের চিকিৎসার ব্যয় বিএনপি পরিবার বহন করছে এবং আগামী শুক্রবার তার আরেকটি অস্ত্রোপচার রয়েছে। “আমার শেষ অবলম্বন যেন বাঁচে—সবার কাছে সেই দোয়া চাই,” বলেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আয়োজনে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

দলীয় সূত্র বলছে, আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের জন্য ভবিষ্যতে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ