বলিউড

মিথোলজিক্যাল হরর 'মা'-এর বাজিমাত: কেরিয়ারের সেরা ওপেনিং উইকেন্ড নিয়ে আলোচনায় কাজল

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ১০:৪৩:৫৩
মিথোলজিক্যাল হরর 'মা'-এর বাজিমাত: কেরিয়ারের সেরা ওপেনিং উইকেন্ড নিয়ে আলোচনায় কাজল

বলিউড অভিনেত্রী কাজল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল একক সিনেমা হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন 'মা' ছবির মাধ্যমে। বিশাল ফুরিয়ার পরিচালনায় তৈরি এই মিথোলজিক্যাল হরর চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছে। শুক্রবার ছবিটি ৪.৬৫ কোটি, শনিবার ৬ কোটি এবং রবিবার ৬.৭৫ কোটি টাকা আয় করে একক নেতৃত্বে কাজলের আগের সব সিনেমাকে ছাড়িয়ে গেছে। এর ফলে, এটি হয়ে উঠেছে কাজলের কেরিয়ারের সবচেয়ে সফল একক ছবি।

'মা' ছবিটি শুধু ‘সালাম ভেঙ্কি’র মতো আগের সিনেমাকেই পেছনে ফেলেনি, বরং এই বছরের আরও কিছু হিন্দি ছবিকে অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে সঞ্জয় দত্ত অভিনীত হরর কমেডি ‘দ্য ভূতনি’, সোহম শাহের থ্রিলার ‘ক্রেজি’, অর্জুন কাপুর ও ভূমি পেডনেকারের রোমান্টিক কমেডি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ এবং হিমেশ রেশমিয়ার অ্যাকশন মিউজিক্যাল ‘ব্যাডাস রবিকুমার’।

এখন ‘মা’ ছবির পরবর্তী লক্ষ্য হলো সোনু সুদের পরিচালনায় নির্মিত ‘ফতেহ’ (১৮.৮৭ কোটি) এবং কঙ্গনা রানাউতের রাজনৈতিক পিরিয়ড ড্রামা ‘ইমার্জেন্সি’ (২০.৪৮ কোটি)–কে ছাড়িয়ে যাওয়া। যদি ‘মা’ এই দুটি ছবিকে অতিক্রম করতে পারে, তবে এটি হয়ে উঠবে এই বছরের সবচেয়ে সফল নারীপ্রধান হিন্দি চলচ্চিত্র।

এই ছবির প্রেক্ষাপট নির্মিত হয়েছে ২০২৩ সালের হিট থ্রিলার ‘শৈতান’-এর জগৎ থেকে, যেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন, জ্যোতিকা ও আর. মাধবন। ‘মা’ ছবিটি প্রযোজনা করেছেন কাজলের স্বামী অজয় দেবগন এবং এর কিছু অ্যাকশন দৃশ্য পরিচালনাও তিনিই করেছেন। ছবিতে কাজলের সঙ্গে রয়েছেন রনিত রায়।

তবে ছবিটির সামনে এখন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আর.এস. প্রসন্ন পরিচালিত এবং আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’। এটি মুক্তির ১০ দিনে ১২২.৬৫ কোটি টাকা আয় করেছে। এই ছবিটি ক্রমশ সালমান খান অভিনীত ‘সিকান্দার’ (১২৯.৯৫ কোটি) ও অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ (১৩৪.৯৩ কোটি)–এর কাছাকাছি পৌঁছাচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অক্ষয়ের আরেক হিট ছবি ‘হাউসফুল ৫’, যেটি ইতোমধ্যেই ১৯৫.০৯ কোটি টাকা আয় করে ২০০ কোটির ক্লাবের একেবারে দোরগোড়ায় রয়েছে।

এই শুক্রবার থেকে বক্স অফিসে প্রতিযোগিতা আরও বাড়তে যাচ্ছে, কারণ মুক্তি পাচ্ছে অনুরাগ বসুর পরিচালনায় তারকাবহুল রোমান্টিক অ্যান্থলজি ‘মেট্রো… ইন দিনো’। এতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কণা সেন শর্মা, ফাতিমা সানা শেখ, অনুপম খের ও নীনা গুপ্তার মতো নামকরা তারকারা।

‘মা’, ‘সিতারে জমিন পার’ ও ‘মেট্রো… ইন দিনো’—এই তিনটি সিনেমার মুখোমুখি প্রতিযোগিতায় বলিউডে বক্স অফিস যুদ্ধ আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক


ডক্টর ডুম বনাম এক্স-মেন: ফাঁস হওয়া টিজারে মার্ভেলের সবচেয়ে বড় ধামাকা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১২:০৮:৫৪
ডক্টর ডুম বনাম এক্স-মেন: ফাঁস হওয়া টিজারে মার্ভেলের সবচেয়ে বড় ধামাকা
ছবি : সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হলো 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'। রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার একটি টিজার ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে উন্মাদনা। এই টিজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই প্রথমবার মার্ভেলের মূল ধারার সিনেমায় সরাসরি এক্স-মেন চরিত্রগুলোর সরব উপস্থিতি দেখা গেছে। টিজারের কয়েকটি গুরুত্বপূর্ণ শটে ম্যাগনেটো, প্রফেসর এক্স এবং সাইক্লোপসকে দেখা গেছে, যা দেখে ভক্তরা বলছেন—এটি ফক্সের আগের যেকোনো এক্স-মেন মুভির চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী হতে চলেছে।

ফাঁস হওয়া ভিডিওটিতে দেখা যায়, জেভিয়ার স্কুল আগুনে পুড়ছে এবং বিশাল আকৃতির সেন্টিনেল রোবটগুলো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে প্যাট্রিক স্টুয়ার্টের সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, যেখানে তিনি এক অনিশ্চিত যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। এছাড়া ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যকার একটি সংক্ষিপ্ত কথোপকথন দর্শকদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমে লো-রেজোলিউশনে ভিডিওটি এলেও পরে ইন্টারনেটে এর হাই-রেজোলিউশন সংস্করণ ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে।

'অ্যাভেঞ্জার্স: ডুমসডে' মূলত মার্ভেলের একটি বিশাল ক্রসওভার প্রজেক্ট। এতে রবার্ট ডাউনি জুনিয়রকে প্রথমবারের মতো খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায় দেখা যাবে। এই সিনেমাটিতে কেবল এক্স-মেন নয়, বরং পেড্রো পাস্কাল (ফ্যান্টাস্টিক ফোর), টম হিডলস্টন (লোকি), সেবাস্টিয়ান স্ট্যান (উইন্টার সোলজার) এবং ফ্লোরেন্স পুগসহ মার্ভেলের একঝাঁক মহাতারকাকে একসাথে পর্দায় দেখা যাবে। টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছ থেকে রাইটস পাওয়ার পর এক্স-মেন চরিত্রগুলোকে কীভাবে মূল অ্যাভেঞ্জার্সের সাথে মেলানো হবে, সেই জট সম্ভবত এই ডুমসডেই খুলতে চলেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


কেন আর সিনেমায় দেখা যাবে না বিজয়কে: বিদায়বেলায় বড় রহস্য ফাঁস

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ০৯:৩৯:৩৫
কেন আর সিনেমায় দেখা যাবে না বিজয়কে: বিদায়বেলায় বড় রহস্য ফাঁস
ছবি : সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে তামিল সিনেমার অবিসংবাদিত সম্রাট হয়ে ওঠা থালাপাতি বিজয়ের ক্যারিয়ার যেন এক জীবন্ত রূপকথা। দীর্ঘ তিন দশকের সফল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। সেই বিদায়ি ক্ষণের সবচেয়ে বড় উদযাপন হয়ে থাকল তাঁর শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও গান প্রকাশ অনুষ্ঠান। গত শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আয়োজিত এই অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকল ৯০ হাজারেরও বেশি মানুষ। আলোকসজ্জা আর আতশবাজিতে ঝলমলে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা ভক্তদের ভালোবাসা বিজয়কে রীতিমতো আবেগপ্রবণ করে তোলে।

অনুষ্ঠানে বিজয় জানান, তাঁর এই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত কেবল ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকে রাজনীতিতে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য। মালয়েশিয়ার বিশাল তামিল জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনারা আমার জন্য যেভাবে দাঁড়িয়েছেন, সেই ঋণ শোধ করতে আমি আগামী ৩৩ বছর আপনাদের পাশে থাকব।” অভিনেতা থেকে জননেতা হওয়ার পথে তাঁর গড়া দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ ইতোমধ্যে তামিলনাড়ু রাজনীতিতে বড় ঝড় তুলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তিনি এখন ঘর গুছিয়ে নিচ্ছেন।

এইচ. বিনোদন পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জন নায়াগান’ সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি। এই সিনেমায় বিজয়ের বিপরীতে আছেন পূজা হেগড়ে এবং ভিলেন চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। এছাড়া প্রকাশ রাজ, শ্রুতি হাসান ও মমিতা বাইজুর মতো তারকাদের সমাগম ঘটেছে এই বিদায়ি প্রকল্পে। আগামী ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমাটি। রুপালি পর্দার জৌলুস ছেড়ে জনতার মিছিলে যোগ দেওয়া বিজয়ের এই নতুন অধ্যায় তাঁর ভক্তদের মনে যেমন কষ্ট দিচ্ছে, তেমনি নতুন আশার আলোও জাগাচ্ছে।


আন্তর্জাতিক বাজারেও ধুরন্ধর ম্যাজিক: ভারতীয় সিনেমার নতুন ইতিহাস আজ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ১১:২১:৫৫
আন্তর্জাতিক বাজারেও ধুরন্ধর ম্যাজিক: ভারতীয় সিনেমার নতুন ইতিহাস আজ
ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের জন্য ২০২৫ সালটি আশীর্বাদ হয়ে এলো আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার হাত ধরে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় আর টিকিটের জন্য হাহাকার প্রমাণ করেছে যে রণবীর সিং আবারও তাঁর হারানো সিংহাসন ফিরে পেয়েছেন। বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মাত্র ২১ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ৬ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই এসেছে প্রায় ৬৬৯ কোটি রুপি। এই আয়ের মাধ্যমে চলতি বছরের সব রেকর্ড চুরমার করে দিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন রণবীর।

মুক্তির প্রথম সপ্তাহেই ২১৮ কোটি রুপি আয় করে ধুরন্ধর নিজের শক্তির জানান দিয়েছিল। দ্বিতীয় সপ্তাহে সেই গতি আরও বেড়ে ২৬১ কোটি ৫০ লাখ রুপিতে পৌঁছায়। যদিও তৃতীয় সপ্তাহে এসে ভারতে আয়ের হার কিছুটা ধীর হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রবাসী ভারতীয় ও বিদেশি দর্শকদের ব্যাপক সাড়ায় ভর করে খুব সহজেই হাজার কোটির মাইলফলক স্পর্শ করেছে এই সিনেমা। ভিকি কৌশলের ‘ছাবা’ কিংবা ‘সাইয়ারা’র মতো আলোচিত সিনেমাগুলোকেও আয়ের দৌড়ে অনেক পেছনে ফেলে দিয়েছে আদিত্য ধরের এই অনবদ্য সৃষ্টি।

দীর্ঘদিন ধরে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রণবীর সিংকে নিয়ে চলচ্চিত্র মহলে নানা সমালোচনা চলছিল। বড় বাজেটের সিনেমা কিংবা গুণী পরিচালকের কাজ—কোনোটিই তাঁকে ব্লকবাস্টার হিটের স্বাদ দিতে পারছিল না। তবে ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে রণবীর সেই সব সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন। ভারতের দক্ষিণি সিনেমার জয়জয়কারের মধ্যে বলিউডের হয়ে এই বিশাল লড়াই ও সাফল্য হিন্দি সিনেমা প্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। রণবীরের দুর্দান্ত অভিনয় আর আদিত্য ধরের টানটান উত্তেজনাপূর্ণ নির্মাণই এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি।

বিশ্লেষকরা মনে করছেন যে ‘ধুরন্ধর’ কেবল রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ছবি নয়, বরং এটি ভারতের অ্যাকশন ঘরানার সিনেমার সংজ্ঞাও বদলে দিয়েছে। আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন ও মার্কেটিং কৌশলের কারণে সিনেমাটি বিদেশের মাটিতেও দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে। ২১ দিনের এই অভাবনীয় জয়যাত্রা ইঙ্গিত দিচ্ছে যে বছরের শেষ নাগাদ ধুরন্ধর আরও বেশ কিছু বিশ্ব রেকর্ড নিজের ঝুলিতে পুরবে। রণবীর ভক্তরা এখন উৎসবে মেতেছেন এবং বলিউডের এই পুনর্জাগরণকে তাঁরা ‘সিংহ গর্জন’ বলে অভিহিত করছেন।


ইত্যাদিতে এবার চুয়াডাঙ্গার রূপকথা, কী থাকছে এবারের পর্বে?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১৮:৫৪:২৪
ইত্যাদিতে এবার চুয়াডাঙ্গার রূপকথা, কী থাকছে এবারের পর্বে?
ছবি : সংগৃহীত

শিকড়ের সন্ধানে দেশের প্রান্তিক জনপদে ম্যাগাজিন অনুষ্ঠান ধারণের ধারাবাহিকতায় জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের আসর বসেছিল সীমান্তঘেঁষা ঐতিহাসিক জেলা চুয়াডাঙ্গায়। গত কয়েক দশকের ঐতিহ্যের ধারা বজায় রেখে এবারের মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলী ও শতাধিক বছরের পুরোনো ‘হাজারদুয়ারি’ খ্যাত ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক স্থানে হানিফ সংকেতের উপস্থাপনায় ইত্যাদির ধারণকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এক অভাবনীয় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান ধারণের দিন দুপুর থেকেই অনুষ্ঠানস্থলের চারপাশে বসেছিল জমজমাট গ্রামীণ মেলা। চুয়াডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ জেলা থেকে হাজার হাজার দর্শক শীত উপেক্ষা করে দুপুরের আগেই নাটুদা স্কুল প্রাঙ্গণে উপস্থিত হন। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে দর্শকরা নির্ধারিত সময়ের মধ্যেই আসন গ্রহণ করেন। ঐতিহাসিক নাটুদা স্কুল প্রাঙ্গণের এই অনুষ্ঠানে আগত দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় এই আয়োজনটি যেন একটি লোকজ উৎসবে পরিণত হয়েছিল।

এবারের আসরে চুয়াডাঙ্গার ইতিহাস, ঐতিহ্য এবং কৃষি নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্যভিত্তিক প্রতিবেদন স্থান পেয়েছে। এর মধ্যে বিশেষভাবে উঠে এসেছে ‘বন্য প্রাণী ও পাখির গ্রাম’ হিসেবে খ্যাত বেলগাছি গ্রামের তরুণ বখতিয়ার হামিদের পাখি সংরক্ষণের গল্প। এছাড়া বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃত চুয়াডাঙ্গার ‘ব্ল্যাক বেঙ্গল গোট’, খেজুর গাছিদের কঠিন জীবনসংগ্রাম এবং আধুনিক কৃষিচর্চার সাফল্য নিয়ে থাকছে বিশেষ প্রামাণ্য চিত্র। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কাশিপুর জমিদারবাড়ি এবং কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য আটচালা ঘর নিয়ে বিশেষ প্রতিবেদন দর্শকদের বাড়তি পাওনা হিসেবে থাকবে।

সাঙ্গীতিক আয়োজনে এবারের পর্বে রয়েছে দুটি বিশেষ গান। চুয়াডাঙ্গারই সন্তান জনপ্রিয় লোকসংগীতশিল্পী বিউটি এবং পান্থ কানাইয়ের দ্বৈত কণ্ঠে একটি মৌলিক গান দর্শকদের মুগ্ধ করবে। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। এছাড়া চুয়াডাঙ্গার ইতিহাস ও কৃষ্টিকথা তুলে ধরে হানিফ সংকেতের সুরে একটি বিশেষ দলীয় নৃত্য ও পরিচিতিমূলক গান পরিবেশন করা হয়েছে। সমসাময়িক সামাজিক অসংগতি নিয়ে ইত্যাদির নিয়মিত ব্যঙ্গাত্মক নাট্যাংশ তো থাকছেই। ফাগুন অডিও ভিশন নির্মিত এই বিশেষ পর্বটি আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে একযোগে প্রচারিত হবে।


বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, আয় ছাড়াল যত

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১২:২৮:৫২
বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, আয় ছাড়াল যত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সিনেমা হলগুলোতে আবারও আলোড়ন তুলেছে কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন–এর বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ। জনপ্রিয় ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় এই কিস্তিটি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে এবং আয় তালিকার শীর্ষে উঠে এসেছে। যদিও ছুটির মৌসুমে ভ্রমণ ও পারিবারিক ব্যস্ততার কারণে আয়ের গতি প্রাথমিক পূর্বাভাসের তুলনায় কিছুটা কম ছিল, তবুও সিনেমাটির সামগ্রিক বাণিজ্যিক সাফল্য নিয়ে কোনো সন্দেহ দেখছেন না বিশ্লেষকেরা।

নির্মাতা প্রতিষ্ঠান টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজ–এর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি প্রায় ৮৮ মিলিয়ন ডলার আয় করার পথে রয়েছে। শনিবার এক দিনেই ছবিটি ঘরে তুলেছে প্রায় ২৮ মিলিয়ন ডলার। আগের কিস্তি অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার–এর তুলনায় শুরুটা কিছুটা ধীর হলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দাপট বেশ স্পষ্ট।

বিশ্বব্যাপী হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় ৩৪০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চীনের বাজারে সিনেমাটি এখনও বক্স অফিস চার্টের শীর্ষে রয়েছে, যেখানে এর আয় ইতোমধ্যে প্রায় ৫২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এই কিস্তিতে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে না’ভি জাতির এক নতুন ও ভয়ংকর গোষ্ঠী ‘অ্যাশ পিপল’, যা গল্পে নতুন উত্তেজনা যোগ করেছে।

সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও সাধারণ দর্শকের গ্রহণযোগ্যতা বেশ শক্তিশালী। দর্শক জরিপে সিনেমাটি ‘এ’ গ্রেডের সিনেমাস্কোর অর্জন করেছে। প্রযুক্তিগত দিক থেকে ভিজ্যুয়াল ইফেক্টস ও ভিএফএক্সে জেমস ক্যামেরন আবারও নিজেকে ছাড়িয়ে গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা দেখা যাচ্ছে।

এদিকে বক্স অফিসে ‘অ্যাভাটার’-এর রাজত্ব অব্যাহত থাকলেও প্রতিযোগিতায় চমক দেখিয়েছে অ্যাঞ্জেল স্টুডিওজ–এর অ্যানিমেশন সিনেমা ডেভিড। মুক্তির শুরুতেই ২১ মিলিয়ন ডলার আয় করে এটি স্টুডিওটির ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। পাশাপাশি লাইন্সগেট–এর দ্য হাউজমেড প্রায় ১৯ মিলিয়ন ডলার এবং প্যারামাউন্ট পিকচার্স–এর স্পঞ্জবব মুভি প্রায় ১৭ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসের লড়াইয়ে টিকে আছে।

-রাফসান


আপনি জিতে গেছেন হাদি: তারকাদের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৯:০৯:২০
আপনি জিতে গেছেন হাদি: তারকাদের আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দল-মত নির্বিশেষে লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। একজন তরুণ রাজনৈতিক কর্মীর বিদায়ে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত ও বিশাল সমাগম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকা হাদির এই মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

চিত্রনায়ক সিয়াম আহমেদ জানাজার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রখ্যাত সেই উক্তিটি স্মরণ করেন যেখানে তিনি লেখেন যে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। অভিনেতা ইরফান সাজ্জাদ তার পোস্টে হাদির একটি পুরনো ভিডিওর কথা মনে করিয়ে দিয়ে লেখেন যে আপনি জিতে গেছেন হাদি। তিনি উল্লেখ করেন যে হাদি একবার বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোট পেলেও তিনি খুশি আর আজ লাখ লাখ মানুষ তাকে নিয়ে সংসদ ভবনের সামনে উপস্থিত হয়েছে। রাজনীতিবিদদের প্রতি ইঙ্গিত করে ইরফান আরও লেখেন যে বছরের পর বছর রাজনীতি করা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মারা গেলে মানুষ জানাজায় আসবে বা মনে রাখবে।

একই সুরে অভিনেতা ফারহান আহমেদ জোভানও তার পোস্টে হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন যে আপনি আজ দেশকে দেখিয়ে দিয়ে গেছেন যে রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকারের জন্য। তারা সকলেই হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানিয়েছেন। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ জানাজার জন্য সংসদ ভবনে আনা হয়েছিল। জানাজা শেষে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। হাদির এই অকাল প্রয়াণ এবং জানাজায় মানুষের এই ঢল দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।


অ্যাভাটারের নতুন ট্রেলারে ক্রিস ইভান্স: উত্তাল সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১১:৫৪:৫৯
অ্যাভাটারের নতুন ট্রেলারে ক্রিস ইভান্স: উত্তাল সোশ্যাল মিডিয়া
ছবি : সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) জনপ্রিয় চরিত্র স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ক্রিস ইভান্সের পুনরায় ফিরে আসার খবরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ট্রেলারে ইভান্সের উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার মাধ্যমে ইভান্স এই ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন। এরপর অ্যান্থনি ম্যাকি তথা স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে স্থলাভিষিক্ত হন যা গল্পের ধারাবাহিকতাকে এক নতুন দিকে নিয়ে গিয়েছিল।

ইভান্সের এই প্রত্যাবর্তনের খবরটি অনেক ভক্তের কাছে আনন্দের হলেও একটি বড় অংশ একে নেতিবাচকভাবে দেখছেন। সমালোচকদের মতে ইভান্সের চরিত্রটিকে পুনরায় ফিরিয়ে আনা গল্পের মৌলিকত্ব নষ্ট করতে পারে। অনেকেই মনে করছেন এটি মার্ভেলের কেবল একটি ব্যবসায়িক কৌশল মাত্র। ট্রেলারে দেখা গেছে যে রজার্স (ইভান্স) এখনো সরাসরি ক্যাপ্টেন আমেরিকা হিসেবে কোনো মিশনে যুক্ত হননি। সেখানে তাকে একটি শিশুকে কোলে নিয়ে পারিবারিক আবহে দেখা গেছে। এই দৃশ্যটি ইঙ্গিত দিচ্ছে যে বাবা হওয়ার কারণে তিনি পুনরায় সুপারহিরো দলে যোগ দিতে দ্বিধাবোধ করছেন।

অন্যদিকে স্যাম উইলসন বর্তমানে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দায়িত্বরত থাকায় দুই জন ক্যাপ্টেন আমেরিকার উপস্থিতি গল্পের জটিলতা বাড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভক্তদের একটি পক্ষ ইভান্সকে পর্দায় দেখার জন্য উত্তেজিত থাকলেও অন্য পক্ষ এন্ডগেমের সেই আবেগপূর্ণ বিদায়ের পর এই প্রত্যাবর্তনকে গল্পের সঙ্গে সামঞ্জস্যহীন বলে মনে করছেন। মার্ভেল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিলেও ট্রেলারের এই ছোট ঝলকটি ইতিমধ্যে বড় বিতর্কের জন্ম দিয়েছে। স্টিভ রজার্স কি শেষ পর্যন্ত আবারও তার সেই আইকনিক ঢাল হাতে তুলে নেবেন নাকি এটি কেবল একটি ক্যামিও চরিত্র তা জানার জন্য ভক্তদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট


বক্স অফিসে রণবীরের তাণ্ডব: আয়ের অংক শুনলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ২১:০৮:০০
বক্স অফিসে রণবীরের তাণ্ডব: আয়ের অংক শুনলে চমকে যাবেন
ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের মন্দার অন্ধকার কাটিয়ে অবশেষে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড তারকা রণবীর সিংয়ের। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি মুক্তির মাত্র স্বল্প সময়ের মধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে এখন হাজার কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আইনি জটিলতা ও নানামুখী বিতর্ককে পাশ কাটিয়ে গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি মাত্র ১৩ দিনের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় ৬৭৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি বলিউডের জন্য এক নতুন গর্বের অধ্যায় রচনা করতে যাচ্ছে।

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি ইতিমধ্যেই এসএস রাজামৌলি পরিচালিত মেগাবাজেটের সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর লাইফটাইম বা আজীবন আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। যেখানে ‘বাহুবলী’ ভারতের বাজারে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র দুই সপ্তাহেই সেই মাইলফলক অতিক্রম করেছে। স্যাকনিল্কের রিপোর্ট বলছে, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘ধুরন্ধর’। এখন প্রশ্ন উঠছে, ছবিটি কি ‘অ্যানিম্যাল’-এর ৯১৫ কোটি টাকার রেকর্ড ভেঙে ২০২৫ সালের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে ইতিহাস গড়তে পারবে?

অক্ষয় খান্না ও রণবীর সিং অভিনীত এই ছবিটি ভারতীয় বাজারেও দুর্দান্ত দাপট দেখাচ্ছে। প্রথম সপ্তাহে ২০৭ কোটি ২৫ লাখ টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি টাকা যোগ করেছে ছবিটি। সব মিলিয়ে ভারতে ছবিটির বর্তমান আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩৮ কোটি টাকায়। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ কিংবা হৃতিক রোশনের ‘ওয়ার’-এর মতো ছবিগুলোকে পেছনে ফেলে ‘ধুরন্ধর’ প্রমাণ করেছে যে দক্ষিণী সিনেমার দাপটের মাঝেও বলিউড এখনো শক্ত জবাব দিতে প্রস্তুত। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আয়ের এই গতি বজায় থাকলে খুব শিগগিরই ছবিটি হাজার কোটি টাকার অভিজাত ক্লাবে নাম লেখাবে।


পুষ্পা টুর রেকর্ড ভাঙল রণবীরের ধুরন্ধর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১১:০৫:৫৪
পুষ্পা টুর রেকর্ড ভাঙল রণবীরের ধুরন্ধর
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা 'ধুরন্ধর' ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির দ্বিতীয় রবিবারে আয়ের দিক থেকে এটি দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি 'পুষ্পা টু' এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে। নিচে ধুরন্ধর সিনেমার সাফল্যের বিস্তারিত চিত্র তুলে ধরা হলো।

বক্স অফিসের পরিসংখ্যান বলছে পুষ্পা টু মুক্তির দ্বিতীয় রবিবারে ৫৪ কোটি রুপির ব্যবসা করেছিল। ঠিক সেখানেই আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর একই দিনে আয় করেছে ৫৮ কোটি রুপি। এর মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহের রোববারের সংগ্রহে আল্লু অর্জুনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল রণবীর সিংয়ের এই ছবি।

দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনেই ভারতে বিশাল অঙ্কের ব্যবসা করেছে।

মোট আয় - ৩৫১ কোটি ৬১ লাখ রুপি।

দ্বিতীয় সপ্তাহান্তের আয় - প্রায় ১১১ কোটি রুপি।

রণবীর সিং ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবন। বিশ্লেষকদের মতে শক্তিশালী কাস্টিং এবং গল্পের কারণেই দর্শক হলে ফিরছেন।

পুষ্পা টু মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারদের সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে সেভাবে টিকতে পারেনি। কিন্তু ধুরন্ধর সেই খরা কাটিয়ে দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন সিনেমাটির সামনে বড় সুযোগ রয়েছে।

সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি নেই।

বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে এই ছবি।

খুব দ্রুতই এটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত