আওয়ামী লীগের পথেই চলেছে অনেকে—নতুন হুঁশিয়ারি যুব শক্তির

‘অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা’—এই ভাষাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (উত্তরাঞ্চল)–এর মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার ভবনে অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মৌলিক সংস্কার ও খুনিদের বিচারের বিষয়ে কোনো ছাড় নেই। জুলাই মাসেই ‘জুলাই সনদ’ ঘোষণা চাই, এতে কোনো আপস চলবে না। আমরা এমন একটি সরকার দেখতে চাই না, যারা দায় পালনে দুর্বলতা দেখায়।”
সারজিস আলম বলেন, “প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি যখন মৌলিক সংস্কারে একমত, তখন একটি দলের ইচ্ছাই যদি সবকিছুকে ছাপিয়ে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে।” তিনি আরও যোগ করেন, “আমরা আশাবাদী যে স্বচ্ছ নির্বাচনের পূর্বেই বাংলাদেশ পাবে একটি কার্যকর ও বাস্তবভিত্তিক জুলাই ঘোষণাপত্র, যার মধ্যে থাকবে নির্বাচনকালীন ও কাঠামোগত সংস্কারের দিকনির্দেশনা।”
আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস বলেন, “বিগত দিনে ছাত্রলীগ ও যুবলীগকে চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট ও বিরোধী নেতাকর্মীদের দমন-পীড়নের কাজে ব্যবহার করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় এখনো কিছু সংগঠন একই পথ অনুসরণ করছে।” তিনি বলেন, “আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু কেউ যদি অপকর্মে জড়ায়, সে আমাদের প্রতিপক্ষ—সে যেই দলেই থাকুক না কেন।”
তিনি সতর্ক করে বলেন, “যেসব সংগঠন বা রাজনৈতিক দল নতুন বাংলাদেশে ধান্দাবাজি, দখলবাজি, চাঁদাবাজির রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয় যুব শক্তি রুখে দাঁড়াবে।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন, সংগঠক ওয়াশীশ আলম এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
জনগণ ভোট দেওয়ার অপেক্ষায়: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে কেউ কেউ বিচ্ছিন্নভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু জনগণ ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারা আগ্রহভরে অপেক্ষা করছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সেই গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ রয়েছে।
রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের কালেক্টেরিয়েট রোডের বশির ভিলা হল রুমে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ্যানি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, “নির্বাচনমুখী এই ব্যবস্থাকে আরও দৃঢ় করতে হবে, জনগণের কাছে উৎসবমুখর পরিবেশে নিয়ে যেতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা একত্রিত।”
এ্যানি আরও বলেন, “এই দেশে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার গঠন অপরিহার্য। সেই জনগণের সরকারের সঙ্গে আমাদের সবার সম্পৃক্ততা রয়েছে— সামাজিক, মানবিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই। একটি নির্বাচিত সরকারই এ দেশে রাজনীতিতে নতুন সামাজিক পরিবেশ তৈরি করবে।”
তিনি বর্তমান সরকারকে লক্ষ্য করে বলেন, “হাসিনার বিচার দ্রুত সম্পন্ন করার মধ্য দিয়েই রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। এই ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, দলীয় কর্মীদের এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যিনি বলেন, “এই সদস্য সংগ্রহ কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান। বক্তারা বলেন, সরকারের নানা দমনপীড়ন সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান। তিনি বলেন, জেলা পর্যায়ে দলকে সক্রিয় রাখতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীপুরে বিএনপির এই উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা একমত হয়ে বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে। নির্বাচনী পরিবেশকে ঘিরে নানা ষড়যন্ত্র থাকলেও জনগণ ইতিমধ্যে পরিবর্তনের পথে এগিয়ে গেছে। মাঠপর্যায়ে এরই মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
-শরিফুল
অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: গাইবান্ধা বিএনপি
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদ নিজের বিরুদ্ধে প্রকাশিত এক সংবাদকে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল রোববার (১৭ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে নাহিদুজ্জামান নিশাদ বলেন, গত ১৫ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত ‘বিএনপির বড় পদ কিনলেন আ. লীগের ডামি প্রার্থী’ শিরোনামের প্রতিবেদন সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি জোর দিয়ে বলেন, “আমি কোনো দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও হব না। কেউ যদি আমার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ দিতে পারে, আমি যেকোনো শাস্তি বিনা শর্তে মেনে নিতে প্রস্তুত।”
নিজেকে একজন শিল্পপতি হিসেবে পরিচয় দিয়ে নিশাদ বলেন, তার ব্যবসায়িক সাফল্য কখনোই সরকারি সুবিধা বা প্রভাবের ওপর নির্ভরশীল ছিল না। তার ভাষায়, “আমি কখনো সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি করিনি, সরবরাহ দিইনি, কোনো বালু বা জলমহাল কিংবা হাট-বাজার ইজারা নিইনি। আমার প্রতিষ্ঠিত শিল্পকারখানা সরকারি সহায়তা ছাড়াই পরিচালিত হচ্ছে।”
দলীয় পদ লাভ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে, জেলা বিএনপির সহ-সভাপতির পদ তিনি যোগ্যতা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করেছেন। সাঘাটা-ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা লিখিতভাবে তার নাম জেলা কমিটির কাছে সুপারিশ করেন। জেলা বিএনপি কেন্দ্রীয় দপ্তরে প্রস্তাব পাঠায় এবং কেন্দ্রীয় কমিটি তা যাচাই-বাছাই করার পর আনুষ্ঠানিকভাবে তাকে সহ-সভাপতির পদ প্রদান করে। নিশাদের দাবি, “এ প্রক্রিয়ায় কোনো অর্থ লেনদেন হয়নি, কাউকে কোনো টাকা দেওয়া হয়নি। অর্থের বিনিময়ে পদ কেনার অভিযোগ নিছক রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যাচার।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান এবং বলেন, “এ ধরনের অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।” পাশাপাশি তিনি ঘোষণা দেন, যারা এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার দেশ পত্রিকাকে কারণ দর্শানোর উকিল নোটিশ পাঠাবেন।
সংবাদ সম্মেলনে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত থেকে পুরো ঘটনার সাক্ষী হন। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয় যে, দলের ভেতরে এবং জনগণের কাছে নিজেকে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করাই নিশাদের প্রধান উদ্দেশ্য।
-রফিক
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে প্রবীণদের মাঝে উপহার বিতরণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে রোববার রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে আবাসিক প্রবীণরা খালেদা জিয়ার কর্মময় জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জনগণের অধিকার আদায়ে তাঁর অটল অবস্থানের কথা স্মরণ করেন। তারা একবাক্যে স্বীকার করেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, বরং গণমানুষের প্রেরণা হয়ে উঠেছেন। এসময় প্রবীণরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
আলোচনার পর উপস্থিত প্রবীণদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি তাঁদের হাতে উপহারস্বরূপ খেজুর, জায়নামাজ, তসবিহ এবং ধর্মীয় বই তুলে দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় মোনাজাত করেন।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “প্রবীণরা জাতির অভিভাবক। তাঁদের দোয়া ও আশীর্বাদই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রবীণদের মুখে খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ অনুষ্ঠানকে আবেগঘন করে তোলে।
-রফিক
প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন জামায়াতের নায়েবে আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা নির্বাচন সুষ্ঠু হওয়ার বিরোধী এবং রাতের নির্বাচনের পক্ষে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, যারা পিআর (প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র) এবং সংস্কার চান, তারা ঐক্যবদ্ধভাবে এই দাবি পূরণে সরকারকে বাধ্য করবেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আন্দোলনের ফলে যারা ক্ষমতায় বসেছিল, তারা এখন ‘রাবণে’ পরিণত হয়েছে। জনগণের জীবন দেওয়া, রক্ত দেওয়া শেষ হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
ড. তাহের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিতের পর নির্বাচন হবে। কিন্তু এখন সংস্কার নিয়ে টালবাহানা করা হচ্ছে। তিনি বলেন, “আপনি যদি খেলা মনে করে আমাদের এঙ্গেইজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই।”
তিনি নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত পোষণ করেন না, বরং চান এই সময়কে এগিয়ে ১৩ ডিসেম্বর, ২০২৫-এ আনা হোক। তিনি আরও বলেন, জামায়াত ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে প্রস্তুত।
তিনি সংস্কার নিয়ে গণভোটের দাবি জানিয়ে বলেন, “জনগণ যা বলবে, আমরা তা মেনে নেব।”
সাবেক এই সংসদ সদস্য বিএনপি সহ সব দলের প্রতি অনুরোধ করে বলেন, “আমরা ইন্টার পার্টি ডায়ালগ, বৈঠক করি। সবাই মিলে রাউন্ডটেবিল করি। সত্যিকারে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার সমোঝোতায় আসি, এবং উৎসবমুখর একটি নির্বাচন জনগণকে দেওয়ার চেষ্টা করি।”
সামেন ও ব্র্যাকের গবেষণার ফলাফল তুলে ধরে তিনি বলেন, এখন পার্থক্য কমে আসছে। আরও ৫ মাস আছে সামনে। আরও অনেক চাঁদাবাজি ও দখল আছে, মানুষ মেরে ফেলার সম্ভাবনা আছে, তখন পার্সেন্টেজ আরও কমবে।
‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না।
রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম— সবাই মিলে গড়ে উঠেছে এবং এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না, কিন্তু একটি মহল ক্ষমতা ধরে রাখতে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে বিভাজন সৃষ্টি করতে চায়। দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।
রুমিন ফারহানা বলেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার তার শিক্ষা আজও প্রাসঙ্গিক। তাই নারীকে সম্মান জানানোই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।
‘না ভোট’ বিএনপির প্রস্তাব নয়, দাবি নজরুল ইসলাম খানের
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি বলে জানান।
সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না ভোট’ ফিরিয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি, এটি কিছু বিশিষ্ট ব্যক্তির পরামর্শে হয়েছে। তিনি আরও বলেন, আরপিওতে আসলে নির্বাচন কমিশন (ইসি) জানাবে, তখন এ বিষয়ে বিবেচনা করা হবে।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে, এমন তথ্য জানার পর নজরুল ইসলাম খান বলেন, তারা জানতে এসেছেন এটি কিসের ভিত্তিতে করা হচ্ছে। তিনি প্রবাসী ভোটারদের বিষয়ে বলেন, সিইসি জানিয়েছেন যাদের এনআইডি এবং ই-পাসপোর্ট আছে তাদের সবাইকেই ভোটের আওতায় আনা যাবে। বিএনপি নরমাল পাসপোর্টধারীদেরও ভোটারের আওতায় আনার দাবি জানিয়েছে।
আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো দলের ভেতরে আলোচনা হয়নি এবং তফসিল ঘোষণার পরে আলোচনা হবে।
নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই সনদের খসড়ায় ‘অসামঞ্জস্য’ আছে: সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি ‘অসামঞ্জস্য’ দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগিরই মতামত জানানো হবে।
রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা গত শনিবার খসড়া হাতে পেয়েছেন। তার মতে, “কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি।” তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের মতামত জানানোর কথা বলেন।
একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জুলাই সনদে ঐক্যের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে এবং সহযোগিতা করেছে। এখন বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। যারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা দাবি তুলছেন, তারা আসলে ব্যর্থ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছেন।
গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে। এতে সাংবিধানিক ও আইনি বৈধতা নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে। সনদে রয়েছে রাজনৈতিক ঐকমত্যে গৃহীত ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা। তবে এতে বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট কোনো উল্লেখ নেই।
উল্লেখ্য, কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বাড়ানো হয়েছে। সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে।
তারেক রহমানের ৩১ দফা তুলে ধরার আহ্বান এস এ জিন্নাহ কবিরের
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রোহা বাজারে খলশী ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক প্রচারণা সভায় কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাইতে গিয়ে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি স্পষ্টভাবে জানাতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে এবং মিথ্যা মামলার মাধ্যমে জর্জরিত করেছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে ধারাবাহিকভাবে কটূক্তি করা হচ্ছে, যা রাজনৈতিক সংস্কৃতির জন্য অপমানজনক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। তারেক রহমান প্রণীত ৩১ দফার মধ্যেই কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের সময়ে যারা মাঠে অনুপস্থিত ছিলেন, তাদের অনেকেই এখন মনোনয়নের জন্য সক্রিয় হয়ে উঠেছেন, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল মেম্বার। এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিব উল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন, জেলা যুবদল নেতা আসিফ ইকবাল রনি, আখতারুজ্জামান আখতার, মমিনুল ইসলাম মমিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
-রাফসান
শেখ হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়ও: এ্যানি চৌধুরী
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি চৌধুরী বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ কেবল বিরোধী রাজনৈতিক শক্তিকে নয়, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকেও রেহাই দেয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় তার নির্দেশে সাধারণ মানুষের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও হত্যার শিকার হয়েছেন। এমনকি নিরপরাধ শিশুরাও সেই দমননীতির হাত থেকে রক্ষা পায়নি।
শনিবার (১৬ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। এই ভূখণ্ডে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা ও ত্রিপুরা সবাই বাংলাদেশী পরিচয়ে আবদ্ধ। আর পশ্চিমবঙ্গে যারা আমাদের মতো বাংলায় কথা বলেন, তারা বাঙালি।”
এ্যানি চৌধুরী দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাই পাহারা দিয়েছেন। তার মতে, বিএনপি সবসময়ই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থেকেছে।
এদিন জন্মাষ্টমীর শোভাযাত্রাটি শহরের শ্যামসুন্দর জিউ আখড়ার সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী, ভক্ত, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিশু-কিশোরদের অনেকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় যোগ দিলে তা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতীতি প্রমা।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ন্যায় প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনের জন্য সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্মচর্চার মাধ্যমে জীবন দর্শন আয়ত্ত করতে হবে। ধর্মের মূল শিক্ষাগুলো লোভ, হিংসা ও অসততা থেকে মুক্ত হয়ে একজন মানুষকে পূর্ণাঙ্গ ব্যক্তিত্বে রূপান্তরিত করে।
জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল গীতাযজ্ঞ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃষ্ণকথা আলোচনা, মহা অভিষেক এবং মহাপ্রসাদ বিতরণ। এসব আয়োজন ধর্মীয় উৎসবকে শুধু আধ্যাত্মিকতায় নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত করে।
-রাফসান
পাঠকের মতামত:
- শিবিরের প্যানেলে নারী, প্রতিবন্ধী ও চাকমা শিক্ষার্থী: ডাকসু নির্বাচনে নতুন চমক
- ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে ইসরায়েল:অ্যামনেস্টি
- হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- জাতীয় মৎস্য সপ্তাহে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
- পিকাসো থেকে নিকোলস: প্রতিভা, সংগ্রাম আর অর্থপূর্ণ জীবনের দিশা
- ঢাকা ব্যাংকের হাল ধরলেন নতুন এমডি
- বিনিয়োগকারীদের জন্য জরুরি ঘোষণা
- জনগণ ভোট দেওয়ার অপেক্ষায়: এ্যানি
- অসুস্থ ভাষাসৈনিক আহমদ রফিক: একাকী জীবনের দীর্ঘ সংগ্রাম
- অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: গাইবান্ধা বিএনপি
- ডিএসইতে সূচকের উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন যত
- দেশের বাজারে স্বর্ণের নতুন চিত্র
- হোয়াইট হাউজে আজ ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, পাশে ইউরোপীয় মিত্ররা
- বাংলাদেশি টাকায় আজকের আন্তর্জাতিক মুদ্রার রেট
- ইতিহাসের সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ করল খাদ্য অধিদপ্তর
- খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে প্রবীণদের মাঝে উপহার বিতরণ
- চট্টগ্রামে সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাশ গ্রেফতার
- দুই দশকের বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্টদের কৌশলে আটকে রেখেছেন পুতিন
- তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে ২৬ ঘণ্টার আলটিমেটাম
- সাড়ে ৫ মাস পর বন্দরে ভারতীয় পেঁয়াজ: আমদানি শুরু হওয়ায় স্বস্তিতে ক্রেতারা
- পাতাল মেট্রোরেল ব্যয় বাড়ল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ‘মুজিব আমল ছিল স্বৈরতন্ত্রের অন্ধকার’: ইতিহাসের ভিন্ন চিত্র তুলে ধরলেন সায়ের
- ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী
- প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন জামায়াতের নায়েবে আমির
- গ্রেপ্তার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী
- ‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
- মহাখালীর পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
- জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়: যুক্তরাজ্যের সাংবাদিক
- দুদকের জালে সাবেক আইজিপি: ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে তদন্তে নামল দুদক
- ‘না ভোট’ বিএনপির প্রস্তাব নয়, দাবি নজরুল ইসলাম খানের
- এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
- রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: আগস্টে কি নতুন মাইলফলক?
- গাজায় মানবিক সংকট: ত্রাণ বিতরণে বাধা, দুর্ভিক্ষে বাড়ছে মৃতের সংখ্যা
- এনবিআরের নতুন নির্দেশনা, আয়কর অডিটে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় বাছাই
- ফেসবুকে বিনা খরচে রিচ বাড়াবেন যেভাবে: জেনে নিন ৫ সহজ কৌশল
- আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
- সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- জুলাই সনদের খসড়ায় ‘অসামঞ্জস্য’ আছে: সালাহউদ্দিন আহমদ
- জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম
- জাবি ছাত্রদলে তুমুল উত্তেজনা: কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
- ১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের
- ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত
- সরকারের অবস্থান স্পষ্ট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৭ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- এক পোস্টে শেষ সব সম্ভাবনা? সাকিবের জন্য বন্ধ হলো জাতীয় দলের দরজা
- মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
- বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা
- বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি