আওয়ামী-বিএনপি একে অপরের ছায়া:চরমোনাই পীরের ভাষণে তীর্যক ইঙ্গিত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ২১:৫৯:৫২
আওয়ামী-বিএনপি একে অপরের ছায়া:চরমোনাই পীরের ভাষণে তীর্যক ইঙ্গিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “ইসলামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। ফলে মানুষের মনে ভয় ঢোকানো হয়েছে। অথচ ইসলাম ক্ষমতায় আসলে সমাজের সবচেয়ে অবহেলিত, নিপীড়িত জনগোষ্ঠী মুক্তি পাবে।”

রোববার (২২ জুন) লালমনিরহাটের কালেক্টর মাঠে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইসলাম বিধবা, মিসকিন ও সাধারণ জনগণের অধিকার রক্ষার জন্য। কিন্তু আজ পুঁজিবাদী অর্থনীতির নামে বৈষম্য আর শোষণ চলছে। ধনীরা আরও ধনী হচ্ছে, আর গরীবরা নিঃস্ব হচ্ছে। অথচ ইসলাম এই বৈষম্য দূর করে ধনীদের মধ্যে ভারসাম্য আনে এবং গরীবকে ধনী হওয়ার পথ দেখায়।”

বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাকে ‘অন্যায়ের জাল’ হিসেবে আখ্যায়িত করে মুফতি ফয়জুল করীম বলেন, “গত ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে—যা গরীবদের রক্ত-ঘামের ফল। কৃষক, শ্রমিক, প্রবাসী—এই দেশের আসল নির্মাতা। অথচ তাদের গুরুত্ব দেওয়া হয় না। দেশে ক্ষুধার তাড়নায় আত্মহত্যাও ঘটেছে, অথচ সম্পদের অভাব নেই। সমস্যা ব্যবস্থাপনার দুর্বলতা।”

তিনি বলেন, “আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি, অথচ তা ব্যবহার করা হয়নি। বরং মাদক, হিংসা আর দলীয় হানাহানিতে দেশের তরুণ সমাজকে বিপথে চালিত করা হয়েছে। এই কারণে মেধাবীরা পিছিয়ে পড়েছে, অথচ পাতি রাজনৈতিক নেতারা রাতারাতি বিত্তশালী হয়ে উঠেছে।”

দেশের রাজনৈতিক ব্যবস্থার কড়া সমালোচনা করে তিনি বলেন, “দুর্নীতিপরায়ণ নেতারা শাস্তির বদলে ফুলের মালা পায়। বিচারকরা চাপের মুখে কাজ করেন। আওয়ামী লীগ ও বিএনপি একই চরিত্রের দুটি দল—জুলুমের রূপ বদলায়, কিন্তু জুলুম থেকেই যায়।”

তিনি ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “ইসলাম কাউকে জোর করে না। বরং এমন পরিবেশ সৃষ্টি করে যেখানে অপরাধ নিজেই বিলুপ্ত হয়ে যায়। ইসলাম ক্ষমতায় এলে গরীবেরা দ্রুত অর্থনৈতিক মুক্তি পাবে।”

হাতপাখাকে ‘শান্তির প্রতীক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “হাতপাখা বিজয়ী হলে দেশ বিজয়ী হবে, শান্তি ঘরে ঘরে পৌঁছে যাবে। এজন্য সবাইকে ভোটের মাঠে সক্রিয় হতে হবে।”

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য লালমনিরহাটের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

লালমনিরহাট-১: মুফতি ফজলুল করীম শাহরিয়ার

লালমনিরহাট-২: মুফতি মাহমুদুর রহমান

লালমনিরহাট-৩: আলহাজ্ব মোকসেদুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুরসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

—সত্য নিউজ/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ