রাজনীতি

চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল, সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ১১:০৯:৪৭
চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল, সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য দুই দলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা। বিএনপি মিডিয়া সেলের সদস্য শ্যরুল কবির খান নিশ্চিত করেছেন যে প্রতিনিধি দলটি শনিবার রাতেই ঢাকা ছাড়বে।

এই প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও এজেএম জাহিদ হোসেন। তাদের সঙ্গে থাকছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, ইসমাইল জাবিউল্লাহ এবং অধ্যাপক সুকোমল বড়ুয়া। সফরে অংশ নিচ্ছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মোদুদ আহমেদ পাভেলও।

সফরের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলীয় সূত্র জানায়, সফরটির প্রধান উদ্দেশ্য হলো চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক বোঝাপড়াকে আরও শক্তিশালী করা।

উল্লেখ্য, এর আগে গত মাসেই বিএনপির একটি দল সিপিসির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিল। এবারকার সফর সেই ধারাবাহিকতায় আরও একধাপ অগ্রসর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন রাজনৈতিক সম্পর্কের নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সংলাপ, কৌশলগত সহযোগিতা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দলের কার্যক্রম আরও ঘনিষ্ঠ হতে পারে বলে আশা করা হচ্ছে।

- সুত্র বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত