Banner

খালেদা জিয়া শুধু দলের নয় বরং পুরো দেশের নেতা: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ২১:২০:৫৪
খালেদা জিয়া শুধু দলের নয় বরং পুরো দেশের নেতা: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘পুরো দেশের নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘এনআরবি গ্লোবাল কনভেনশন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না বরং তিনি ছিলেন এই দেশের নেতা। গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন যে সংগ্রাম করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বক্তব্যের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা এবং ঘাত-প্রতিঘাতের মধ্যেও খালেদা জিয়া তাঁর আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি। তাঁর এই আপোষহীন চরিত্র ও নেতৃত্বের গুণাবলি দল-মত নির্বিশেষে সকলের কাছে তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে এই মহীয়সী নেত্রীর প্রয়াণ ঘটে।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে দেশনেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক এই জানাজায় ইমামতি করবেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। জানাজা ও দাফন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। এছাড়া সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল কর্তৃপক্ষ বুধবার বিশেষ সার্ভিস পরিচালনা করবে বলে জানানো হয়েছে।


একঝাঁক বিশ্বনেতারা কাল ঢাকায় আসছেন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:৫০:০২
একঝাঁক বিশ্বনেতারা কাল ঢাকায় আসছেন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আগামীকাল ঢাকায় আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ড. এস জয়শঙ্কর ভারত সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের বরেণ্য এই নেত্রীর জানাজায় অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি এবং মালদ্বীপের রাষ্ট্রপতির একজন প্রতিনিধিও বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে আগামীকাল ঢাকা পৌঁছাবেন। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা এই শোকযাত্রায় শামিল হতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ইতোমধ্যে বিএনপি কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং তাঁদের শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিয়েছেন।

বিএনপি এবং পারিবারিক সূত্রে জানা গেছে যে, বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে শেরে বাংলা নগরে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বেগম জিয়ার প্রয়াণে সরকার ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি সারা দেশে সাত দিনের দলীয় শোক কর্মসূচি পালন করছে।

বিশ্বনেতারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের এক অগ্রপথিক হিসেবে স্মরণ করছেন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই নেত্রীর মৃত্যুকে দলমত নির্বিশেষে ‘একটি যুগের অবসান’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জয়শঙ্কর ও ইসাক দারের মতো শীর্ষ নেতাদের এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে গণ্য হচ্ছে।


২০২৬ সালের বার্ষিক বৃত্তিসহ সব পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:৩৫:০৪
২০২৬ সালের বার্ষিক বৃত্তিসহ সব পরীক্ষার রুটিন প্রকাশ
ছবি : সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন শিক্ষাপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বছরের তিনটি প্রান্তিক পরীক্ষা এবং বহুল প্রতীক্ষিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন এই ক্যালেন্ডার প্রকাশের ফলে শিক্ষার্থীরা বছরের শুরুতেই তাদের পাঠদান ও পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা পেল।

অধিদপ্তরের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে ৫ মে থেকে এবং তা চলবে ১৫ মে পর্যন্ত। বছরের মাঝামাঝি সময়ে ১৭ আগস্ট থেকে ২৮ আগস্টের মধ্যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর শিক্ষাবর্ষের সর্বশেষ বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে। প্রতিটি পরীক্ষার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টিও এই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

তবে এবারের শিক্ষাপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময় নির্ধারণ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী বছরের ২০ ডিসেম্বর থেকে দেশজুড়ে বৃত্তি পরীক্ষা শুরু হবে এবং এটি শেষ হবে ২৩ ডিসেম্বর। বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতেই বছরের শেষ ভাগে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সময়মতো এই শিক্ষাপঞ্জি প্রকাশের ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আরও শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে পড়াশোনা করার সুযোগ পাবে।


সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:১৪:২৮
সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এই শোক চলবে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত। একই সাথে সাবেক এই প্রধানমন্ত্রীর সম্মানে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার অত্যন্ত শোকাতুর। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।”

মন্ত্রিপরিষদ সচিব আরও নিশ্চিত করেছেন যে, শোক পালনের প্রথম দিন অর্থাৎ বুধবার সারাদেশে সাধারণ ছুটি কার্যকর থাকবে। এই ছুটির ফলে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

সরকারের এই ঘোষণার পর দেশের সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন সাবেক সরকার প্রধানের প্রয়াণে সরকারের এই দ্রুত সিদ্ধান্ত এবং সম্মান প্রদর্শন ইতিবাচক রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ। সাধারণ ছুটির কারণে ব্যাংক-বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানও বুধবার বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে মোদির আবেগঘন বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:০৫:৫৯
প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে মোদির আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সামগ্রিক উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ মৈত্রীর বন্ধন আরও দৃঢ় করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বিশেষভাবে ২০১৫ সালে তাঁর ঢাকা সফরের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত সেই ‘উষ্ণ ও ফলপ্রসূ’ সাক্ষাতের কথা স্মরণ করেন। মোদি আশা প্রকাশ করেন যে, বেগম জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

শোকবার্তার শেষাংশে নরেন্দ্র মোদি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করার প্রার্থনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে এবং অনেক সিনিয়র ভারতীয় রাজনীতিক তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।


দক্ষিণ এশিয়ার রাজনীতির নক্ষত্রপতন: খালেদা জিয়াকে নিয়ে যা বলছে বিশ্বমিডিয়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১০:২৪:০৯
দক্ষিণ এশিয়ার রাজনীতির নক্ষত্রপতন: খালেদা জিয়াকে নিয়ে যা বলছে বিশ্বমিডিয়া
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই মহীয়সী নেত্রী। তাঁর এই জীবনাবসানের খবরটি বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও বিশদভাবে প্রকাশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে খালেদা জিয়াকে ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তিনি দীর্ঘ লড়াইয়ের পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বিবিসি আরও জানায়, সোমবার রাত থেকেই তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। একইভাবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের কাভারেজে উল্লেখ করেছে যে, অন্তর্বর্তীকালীন নেতা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির প্রতি আহ্বান জানিয়েছিলেন বেগম জিয়ার জন্য দোয়া করতে, যাকে তিনি ‘জাতির অনুপ্রেরণার উৎস’ হিসেবে বর্ণনা করেছিলেন। আল জাজিরা আরও গুরুত্ব দিয়েছে ১৭ বছর নির্বাসনে থাকার পর তাঁর বড় ছেলে তারেক রহমানের সম্প্রতি দেশে ফিরে আসার বিষয়টি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, ২০০৬ সালের পর থেকে ক্ষমতার বাইরে থাকলেও এবং দীর্ঘ সময় জেল ও গৃহবন্দি কাটানোর পরেও বেগম খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি দেশের রাজনীতিতে বিপুল জনসমর্থন ধরে রেখেছে। রয়টার্সের মতে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সবচেয়ে এগিয়ে থাকা দল হিসেবে দেখা হচ্ছিল। তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের রূপরেখাও তুলে ধরেছে—কীভাবে ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক ‘লাজুক গৃহবধূ’ থেকে তিনি রাজপথের অকুতোভয় নেত্রী হয়ে উঠেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া তাদের বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বেগম জিয়ার হাত ধরেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়েছিল। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং দ্য গার্ডিয়ান তাঁর মৃত্যুকে ‘একটি বর্ণাঢ্য রাজনৈতিক মহাকাব্যের সমাপ্তি’ হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ডন এবং জিও নিউজ ফজরের নামাজের পর তাঁর ইন্তেকালের খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বেগম খালেদা জিয়াকে দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম প্রধান এক স্তম্ভ হিসেবে স্মরণ করছে, যাঁর অনুপস্থিতি বাংলাদেশের সামনের নির্বাচনের সমীকরণে বিশাল প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্ব বিশ্লেষকরা।


বেগম জিয়ার বিদায়ে গভীর শোক প্রকাশ চীনের, এল বিশেষ বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১০:১৭:৪৮
বেগম জিয়ার বিদায়ে গভীর শোক প্রকাশ চীনের, এল বিশেষ বার্তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিশ্চিত করা হয়েছে। শোকবার্তায় লি কিয়াং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিক এবং চীনা জনগণের একজন "ঘনিষ্ঠ ও পুরোনো বন্ধু" হিসেবে অভিহিত করেছেন।

চীনের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া তাঁর প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। লি কিয়াং বিশেষভাবে জোর দিয়ে বলেন যে, চীন-বাংলাদেশ সম্পর্কের এই মজবুত ভিত্তি স্থাপনে বেগম খালেদা জিয়ার যে অনবদ্য অবদান, তা চীনা সরকার ও জনগণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং উচ্চ মর্যাদায় মূল্যায়ন করে।

শোকবার্তায় চীনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বেইজিং সবসময়ই বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বকে বিশেষভাবে গুরুত্ব দেয়। ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে দ্বিপক্ষীয় এই সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। লি কিয়াং আশা প্রকাশ করেন যে, দুই দেশের এই সহযোগিতা আগামীতে উভয় দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।


জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ০৯:৩৬:১৪
জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিশেষ শোকবার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। এই বরেণ্য নেত্রীর প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে জানান।

প্রফেসর ইউনূস তাঁর বার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অধ্যায় হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন যে, বেগম জিয়া কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং তাঁর দীর্ঘ সংগ্রাম এবং জাতির প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান সরকার চলতি মাসেই তাঁকে 'রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে ঘোষণা করেছিল। প্রধান উপদেষ্টা তাঁর শোকবার্তায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন মাইলফলক তুলে ধরেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বিশেষভাবে উল্লেখ করেন যে, ১৯৮২ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। স্বৈরশাসক এরশাদের ৯ বছরের দুঃশাসনের পতন ঘটাতে তিনি প্রধান ভূমিকা পালন করেন। নারী শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করে প্রফেসর ইউনূস বলেন, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা ছিল দেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এছাড়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন।

রাজনৈতিক সাফল্যের এক অনন্য নজির হিসেবে বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে এবং ২০০৮ সালে তিনটি আসন থেকে জয়লাভ করেছিলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। এই অপূরণীয় ক্ষতির দিনে প্রধান উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশবাসীকে শান্ত থেকে তাঁর জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।


নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ২১:০০:১২
নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল
ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। আইজিপি স্পষ্টভাবে জানিয়ে দেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় আইজিপি প্রাক-নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি এবং টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, সন্দেহভাজন গতিবিধি নিয়ন্ত্রণে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে হবে। বাহারুল আলম দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের আইনি কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার প্রসঙ্গে আইজিপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ তৎপরতা চালানোর নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং এর ব্যাপক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে তথ্য প্রদানে উৎসাহিত করতে হবে। সভায় নভেম্বর মাসের অপরাধ চিত্র পর্যালোচনা করে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার ও বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। এই ভার্চুয়াল সভায় দেশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারগণ যুক্ত ছিলেন।


ভোট নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য নয়, ড. ইউনূসের কঠোর বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:৩৬:১৩
ভোট নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য নয়, ড. ইউনূসের কঠোর বার্তা
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখতে কঠোর অবস্থান ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল এবং অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে ১৭ মাসের দায়িত্বকাল শেষে বিদায় নিতে যাওয়া ট্রেসি অ্যান জ্যাকবসন গত দেড় বছরে ড. ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আসন্ন নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া আমাদের সরকারের মূল অঙ্গীকার এবং সেই লক্ষ্যেই গণভোটসহ সব প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।”

শ্রমিক অধিকার ও সংস্কার প্রসঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারের নেওয়া নতুন শ্রম অধ্যাদেশকে ‘অসাধারণ ও ব্যতিক্রমধর্মী’ হিসেবে বর্ণনা করেন। তিনি বিশ্বাস করেন, এই যুগান্তকারী আইনটি বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) আকর্ষণে শক্তিশালী ভূমিকা রাখবে। এছাড়াও বিগত সরকারগুলোর আমলে শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি রাজনৈতিক মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন জ্যাকবসন। জবাবে ড. ইউনূস জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসরণ করেই এই সংস্কার করা হয়েছে এবং শ্রমিক নেতারাও একে সানন্দে গ্রহণ করেছেন।

আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও বিশেষ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তায় একক বৃহত্তম দাতা দেশ হিসেবে পাশে থাকায় যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অতুলনীয়।” বৈঠক শেষে ড. ইউনূস ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশের একজন পরম ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে তাঁর বিদায়লগ্নে শুভকামনা জানান।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত