তরুণ নাহিদ রানার ওপর চাপ বাড়ছে, পাশে থাকতে চান কোচ শন টেইট

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৯ ২২:০১:১৬
তরুণ নাহিদ রানার ওপর চাপ বাড়ছে, পাশে থাকতে চান কোচ শন টেইট

বাংলাদেশ ক্রিকেটে শুরু থেকেই বাড়তি আগ্রহের কেন্দ্রে নাহিদ রানা। উচ্চতা, গতিময় বোলিং আর আক্রমণাত্মক ভঙ্গির কারণে তাঁকে ঘিরে গড়ে উঠেছে বিশাল প্রত্যাশার চাপ। তবে সেই প্রত্যাশার ভারেই যেন ভবিষ্যৎ তারকা পথ হারিয়ে না ফেলেন, সে বিষয়ে সতর্ক বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট।

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে বল হাতে খুব একটা সফল ছিলেন না নাহিদ রানা। পুরো দিনে ১৬ ওভার বোলিং করেও পাননি একটি উইকেট, বরং খরচ করেছেন ৮০ রান। প্রতিটি ওভারেই প্রায় ৫ রান করে দিয়েছেন তিনি।

দিন শেষে গলের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোচ টেইট বলেন,“ওর ওপর অনেক মনোযোগ, অনেক প্রত্যাশা। আমি জানি না, বাংলাদেশ এর আগে এমন কোনো রোমাঞ্চকর পেসার পেয়েছে কি না। মিডিয়া ও সাধারণ মানুষের কাছ থেকেও চাপ রয়েছে। এই চাপ কীভাবে সামলাবে, সেটা নিয়ে ওর সঙ্গে আমাকে কাজ করতে হবে।”

চাপ নয়, শিখতে হবে ধৈর্য ও ধারাবাহিকতাএকজন তরুণ ফাস্ট বোলারের জন্য শুধুই বল করা নয়, চাপ সামলে তারকা হয়ে ওঠাও শিখতে হয়—এ কথা মনে করিয়ে দিলেন টেইট। তিনি বলেন,“আজকের পারফরম্যান্স নিয়ে বলতে গেলে—নতুন বলে ও আরও ভালো করতে পারত। খারাপ নয়, তবে আরও উন্নতি করা যেত। ওর শেখার এখনও অনেক বাকি আছে।”

হাসান মাহমুদের ঝলক, স্বস্তি পেল বাংলাদেশযেখানে রানা উইকেটশূন্য ছিলেন, সেখানে দিন শেষে খানিক স্বস্তি এনে দিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। দিনের একদম শেষ ভাগে দ্বিতীয় নতুন বল হাতে পেয়েই পাতুম নিশাঙ্কাকে বোল্ড করেন তিনি। তখন নিশাঙ্কার রান ১৮৭, তিনি ছুটছিলেন ডাবল সেঞ্চুরির পথে।

এই উইকেট প্রসঙ্গে টেইট বলেন,“এটাই ওর কাজ। স্পিনাররাই তো বেশিরভাগ ওভার করে, পেসারদের দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু আনা। মাহমুদ মিডল স্টাম্পে আঘাত করেছিল—ডেলিভারিটা অসাধারণ ছিল।”

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইছে, পেস আক্রমণের ভবিষ্যৎ ভরসা হয়ে ওঠা তরুণদের সঙ্গে ধৈর্য ও কাঠামোগতভাবে কাজ করতে। আর এই প্রক্রিয়ায় নাহিদ রানার চাপ ব্যবস্থাপনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হাসানের মতো স্পট-অ্যাকশনও দরকার ধারাবাহিকভাবে।


কাল মাঠে নামার কথা ছিল চট্টগ্রামের, আজই উধাও ফ্র্যাঞ্চাইজি মালিক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১২:২৬:২৯
কাল মাঠে নামার কথা ছিল চট্টগ্রামের, আজই উধাও ফ্র্যাঞ্চাইজি মালিক
ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পর সিলেটে পর্দা ওঠার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। তবে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ঠিক আগেই বড়সড় এক ধাক্কা খেল আয়োজক কর্তৃপক্ষ। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক আব্দুল কাইয়ুম হঠাৎ করেই দলের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর এক চিঠির মাধ্যমে তিনি নিজের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

ইফতেখার রহমান জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষের একটি চিঠি পেয়েছেন যেখানে মালিকানা ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে বিসিবি খেলোয়াড়দের সাথে সরাসরি আলোচনা শুরু করেছে এবং টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব এখন বিসিবির ওপর বর্তানোর কথা। তবে পুরো বিষয়টি কীভাবে আইনগত ও সাংগঠনিকভাবে সম্পন্ন হবে তা নিয়ে বিসিবি এখন নিবিড়ভাবে কাজ করছে। টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বিপিএলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।

সূত্রে জানা গেছে যে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। দলের বিদেশি ক্রিকেটাররা তাদের অগ্রিম পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করেছেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজিটি বিসিবিকে দেওয়ার কথা থাকা ব্যাংক গ্যারান্টির পুরো অর্থও পরিশোধ করেনি। এই অবস্থায় দলের খেলোয়াড়দের বেতন ও থাকার খরচসহ আনুষঙ্গিক ব্যবস্থাপনা কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে বিসিবি চরম দুশ্চিন্তায় পড়েছে। বিশেষ করে বিদেশি তারকাদের অনুপস্থিতিতে দলটির শক্তিমত্তা নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্ন।

উল্লেখ্য যে বিপিএলের উদ্বোধনী দিনে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। এখন পর্যন্ত এই ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিসিবি চেষ্টা করছে বিপিএলের নিজস্ব তহবিল থেকে বা নতুন কোনো পৃষ্ঠপোষকের মাধ্যমে আপাতত দলটি পরিচালনা করতে যাতে টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন আনতে না হয়। তবে শেষ মুহূর্তে এমন মালিকানা ত্যাগ বিপিএল ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।


আরবের মরুভূমি কাঁপিয়ে বাংলার সবুজ গালিচায় তাসকিন ও মোস্তাফিজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১২:১৭:৪৮
আরবের মরুভূমি কাঁপিয়ে বাংলার সবুজ গালিচায় তাসকিন ও মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুর্দান্ত সময় কাটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশের দুই পেস সেনসেশন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজের সাথে বিমানে বসে একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করে তাসকিন জানিয়েছেন যে তাঁরা এখন আসন্ন বিপিএলে নিজেদের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন। তাসকিন তাঁর পোস্টে শারজা ওয়ারিয়র্সকে চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশের মাটিতে ফেরার উত্তেজনা প্রকাশ করেছেন।

এবারের আইএল টি-টোয়েন্টি আসরে বল হাতে রীতিমতো ‘ফিজ’ জাদু দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ৮ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৮.০৮ ইকোনমিতে ১৫টি উইকেট শিকার করেছেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্স তাঁকে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় জায়গা করে দিয়েছে। বিশেষ করে ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দেন। তাঁর বুদ্ধিদীপ্ত স্লোয়ার ও কাটার বিশ্বের নামকরা ব্যাটারদের জন্য রীতিমতো ধাঁধায় পরিণত হয়েছিল যা দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আহমেদ ৬ ম্যাচে অংশ নিয়ে ৯টি উইকেট ঝুলিতে পুরেছেন। মোস্তাফিজের চেয়ে পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে থাকলেও তাসকিনের বোলিংয়ের ধার ছিল চোখে পড়ার মতো। ২০ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি যা ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ২০০তম ম্যাচ। যদিও তাসকিনের দল শারজা ওয়ারিয়র্স পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় তাদের প্লে-অফ ভাগ্য এখনো সুতোয় ঝুলে আছে। তবুও ব্যক্তিগত নৈপুণ্যে তাসকিন শারজার বোলিং আক্রমণে প্রধান ভরসা হয়ে উঠেছিলেন।

আইএল টি-টোয়েন্টি পর্ব শেষ করে এই দুই তারকা এখন বিপিএলের প্রস্তুতিতে মন দেবেন। বিপিএলের নতুন মৌসুমে তাসকিন আহমেদ খেলবেন নবাগত দল ‘ঢাকা ক্যাপিটালস’-এর হয়ে এবং মোস্তাফিজুর রহমান মাঠ মাতাবেন ‘রংপুর রাইডার্স’-এর জার্সিতে। তাসকিন জানিয়েছেন যে শনিবার তাঁর দলের প্রথম ম্যাচেই তিনি মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন। অন্যদিকে মোস্তাফিজের দল রংপুরের প্রথম ম্যাচ আগামী ২৯ ডিসেম্বর। আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে ফেরা এই দুই পেসারের হাত ধরে বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠবে বলে আশা করছেন ক্রিকেট ভক্তরা।


এক নজরে আজকের খেলা: ২৫ ডিসেম্বর ২০২৫

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১১:২৬:২৪
এক নজরে আজকের খেলা: ২৫ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড় দিন উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ততা কিছুটা কম। অধিকাংশ প্রধান লিগ ও টুর্নামেন্টে আজ বিরতি দেওয়া হয়েছে। তবে বিরতির রেশ কাটতে না কাটতেই আগামীকাল 'বক্সিং ডে' থেকে শুরু হচ্ছে মাঠের জমজমাট লড়াই। বিশেষ করে ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই হিসেবে পরিচিত অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে মেলবোর্নে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে।

ফুটবল প্রেমীদের জন্য আজকের দিনে সরাসরি কোনো লাইভ ম্যাচ না থাকলেও টেলিভিশন পর্দায় থাকছে বিশেষ আয়োজন। বিকেল ৫টায় সনি স্পোর্টস ২ চ্যানেলে দেখা যাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা মুহূর্তগুলো নিয়ে সাজানো বিশেষ হাইলাইটস। এছাড়া বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা আর্লিং হলান্ডকে নিয়ে রাত ১০টায় স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে প্রচারিত হবে বিশেষ শো ‘আর্লিং হলান্ড’স ১০০’। যেখানে তাঁর ক্যারিয়ারের দুর্দান্ত সব গোলের নেপথ্যের গল্প উঠে আসবে। বড় দিনের এই অলস বিকেলে ফুটবল প্রেমীদের জন্য এটি হবে বাড়তি পাওনা।

ক্রিকেট অনুরাগীদের চোখ থাকবে আগামীকাল ভোরের মেলবোর্ন টেস্টের দিকে। সিরিজের ভাগ্য নির্ধারণে এই চতুর্থ টেস্টটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টার স্পোর্টস ১ এবং ২ চ্যানেলে খেলাটি সরাসরি দেখা যাবে। মেলবোর্নের ঐতিহাসিক পিচে অজি পেসারদের গতি আর ইংলিশ ব্যাটারদের লড়াই দেখার জন্য ক্রিকেট বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের এই লড়াই গ্যালারি ও টিভি পর্দার দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা জোগাবে বলে আশা করা হচ্ছে।

আজ বড় দিনের শান্ত পরিবেশ কাটিয়ে আগামীকাল থেকে প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় ফুটবলের অন্যান্য ব্যস্ততাও শুরু হতে যাচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের ঘরোয়া লিগে বক্সিং ডের ম্যাচগুলোর আলাদা একটি ঐতিহ্য রয়েছে। তবে আজকের দিনের বিনোদনের জন্য ফুটবল হাইলাইটস এবং হলান্ডের বিশেষ অনুষ্ঠানটিই হতে যাচ্ছে সেরা পছন্দ। আগামীকাল ভোর থেকেই শুরু হবে ক্রিকেটের সেই পরিচিত গর্জন।


তিন তারকাকে হারিয়ে বিপিএলের শুরুতেই বিপাকে চট্টগ্রাম রয়্যালস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৩ ২১:১১:২৬
তিন তারকাকে হারিয়ে বিপিএলের শুরুতেই বিপাকে চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো দ্বাদশ আসর শুরু হতে বাকি মাত্র আর তিন দিন। টুর্নামেন্টের দামামা বাজার ঠিক আগমুহূর্তে বড় ধরণের সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। দলের তিন প্রভাবশালী বিদেশি ক্রিকেটার আসন্ন এই আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধরণের ধাক্কা খেল বন্দরনগরীর দলটি। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে পাকিস্তানের রহস্যময় লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার বিপিএল খেলা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আবরার আহমেদ ছাড়াও বিপিএল থেকে ছিটকে যাওয়া বাকি দুই ক্রিকেটার হলেন আয়ারল্যান্ডের মারকুটে ওপেনার পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার অভিজ্ঞ নিরোশান ডিকভেলা। সংশ্লিষ্ট ক্রিকেটারদের নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র বা এনওসি না পাওয়ায় তারা টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না বলে জানা গেছে। বিশেষ করে আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই কঠোর অবস্থানের কারণে চট্টগ্রাম রয়্যালসের শুরুর পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আবরারের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আসন্ন বিশ্বকাপের বিশেষ পরিকল্পনায় রেখেছে এবং সে কারণেই তার এনওসি স্থগিত করার প্রক্রিয়া শুরু করেছে।

হঠাৎ করেই বিদেশি খেলোয়াড়দের এই সরে দাঁড়ানোয় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন চট্টগ্রামের নীতিনির্ধারকেরা। হাতে সময় নেই বললেই চলে তাই অতি দ্রুত তাদের বিকল্প ক্রিকেটার খুঁজে বের করে দলে অন্তর্ভুক্ত করতে হবে। বিপিএলের মতো দীর্ঘ টুর্নামেন্টে শুরু থেকেই ভারসাম্যপূর্ণ দল না থাকলে লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বিদেশি কোটায় এই তিন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি দলের বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের নতুন আসরের পর্দা ওঠার কথা রয়েছে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে নোয়াখালী এক্সপ্রেস। মাঠের লড়াইয়ে নামার আগে হাতে থাকা এই অল্প সময়ের মধ্যে কীভাবে দলটি বিদেশি খেলোয়াড়দের ঘাটতি পূরণ করে তা এখন দেখার বিষয়। ভক্তদের প্রত্যাশা ছিল আবরার-স্টার্লিংদের বিধ্বংসী পারফরম্যান্স কিন্তু বোর্ডগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিপিএল প্রেমীদের সেই অপেক্ষা দীর্ঘায়িত হলো।


বিপিএল প্রীতি ম্যাচ সহ টিভিতে আজকের খেলা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১১:০৫:৪৩
বিপিএল প্রীতি ম্যাচ সহ টিভিতে আজকের খেলা
ছবি : সংগৃহীত

মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ৪৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় বাহিনী মাত্র ১৩৮ রানেই অলআউট হয়ে যায়। বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ কিউই বোলার জ্যাকব ডাফির তোপের মুখে পড়ে। ডাফি একাই ৫ উইকেট শিকার করে সফরকারীদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। ওপেনার ব্র্যান্ডন কিং দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করলেও অন্য কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি। এই জয়ের ফলে নিউজিল্যান্ড কেবল ম্যাচই জেতেনি বরং সিরিজে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে।

বিপিএল ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে দিতে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিপিএলের মূল আসরের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে। রংপুরের হয়ে মাঠে নামার কথা রয়েছে তারকা সব দেশি-বিদেশি ক্রিকেটারদের এবং রাজশাহীর তরুণ তুর্কিরাও প্রস্তুত জয়ের লক্ষ্যে। এই প্রীতি ম্যাচটি দর্শকদের জন্য বিপিএলের মূল আসরের আগে বিশেষ বিনোদন জোগাবে বলে আশা করা হচ্ছে।

দিনের শেষ ভাগে অর্থাৎ আজ রাত ৮টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হবে শারজা ওয়ারিয়র্স। এই ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে কারণ শারজা ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি টি স্পোর্টস টিভিতে সরাসরি দেখা যাবে। বিশ্বমানের তারকাদের উপস্থিতিতে টি-টোয়েন্টি সংস্করণের এই লড়াইটি টানটান উত্তেজনার হবে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন।

ক্রিকেট ভক্তদের জন্য আজ দিনভর টেলিভিশনের পর্দায় রোমাঞ্চকর সব আয়োজন রয়েছে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট লড়াই থেকে শুরু করে দেশের মাঠের বিপিএল প্রীতি ম্যাচ এবং বিদেশের লিগে বাংলাদেশি তারকার উপস্থিতি সব মিলিয়ে সোমবারের ক্রীড়াঙ্গন বেশ জমজমাট। বিশেষ করে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের দাপুটে জয় বিশ্ব ক্রিকেটে তাদের টেস্ট সক্ষমতার আরেকটি উজ্জ্বল প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে।


 ভারতের যুবাদের নিয়ে ছেলেখেলা: এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১৯:০৬:৪২
 ভারতের যুবাদের নিয়ে ছেলেখেলা: এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান
ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ওপর চরম আধিপত্য বিস্তার করে ১৯১ রানের বিশাল ব্যবধানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আজ রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করেছে পাকিস্তানি যুবারা। ব্যাট হাতে সামির মিনহাজের অবিশ্বাস্য সেঞ্চুরি এবং বল হাতে আলি রাজার বিধ্বংসী বোলিং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। শক্তিশালী ভারত এই ম্যাচে কোনো বিভাগেই পাকিস্তানের মোকাবিলা করতে পারেনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ওপেনার সামির মিনহাজ শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর তান্ডব চালান। মাত্র ১১৩ বলে ১৭২ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন তিনি। তার এই বিধ্বংসী ইনিংসে ১৭টি চারের পাশাপাশি ছিল ৯টি বিশাল ছক্কার মার। মিনহাজের ব্যাটে ভর করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পাহাড় গড়ে। আহমেদ হুসাইনের ৫৬ এবং উসমান খানের ৩৫ রান পাকিস্তানকে বড় পুঁজি পেতে সাহায্য করে। ভারতের পক্ষে দিপেশ দেবেন্দ্রনাথ ৩টি উইকেট নিলেও পাকিস্তানি রানের গতি থামাতে ব্যর্থ হন।

৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিকভ্রান্ত হয়ে পড়ে ভারতীয় ব্যাটাররা। পাকিস্তানি বোলারদের নিখুঁত লাইন-লেন্থের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ভারতের ওপেনার আয়ুশ মাত্র ২ রানে সাজঘরে ফেরেন এবং অপর ওপেনার বৈভব সূর্যবংশি ২৬ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মাঝপথে অ্যারোন জর্জ ও বিহান মালহোত্রারা ব্যর্থ হলে ভারতের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষদিকে ১০ নম্বরে নামা দিপন দেবেন্দ্রন সর্বোচ্চ ৩৬ রান করলেও ভারত মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আলি রাজা। তিনি মাত্র ৬.২ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান প্রত্যেকে ২টি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এশিয়া কাপের ফাইনালে ভারতের মতো দলের বিপক্ষে এমন একতরফা জয় পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। এই জয়ের মাধ্যমে পাকিস্তানি যুবারা প্রমাণ করল যে জুনিয়র ক্রিকেটে এই মুহূর্তে তারা এশিয়ার সেরা শক্তি।


অ্যাশেজের ইতিহাস গড়া জয় অস্ট্রেলিয়ার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১০:৪৬:৪৯
অ্যাশেজের ইতিহাস গড়া জয় অস্ট্রেলিয়ার
ছবি : সংগৃহীত

অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো ইংল্যান্ড দল চরম হতাশার মধ্য দিয়ে সিরিজ হাতছাড়া করল। অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে ৮২ রানে হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইংলিশরা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন টেস্ট জিতে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিজেদের করে নিল প্যাট কামিন্সের দল। বিস্ময়কর তথ্য হলো মাত্র ১১ দিনের খেলার মধ্য দিয়ে সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গেল যা অ্যাশেজের দীর্ঘ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সিরিজ নিষ্পত্তির ঘটনা।

অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৪৩৫ রানের যা টপকে জয়ের কোনো নজির ক্রিকেটের ইতিহাসে আগে ছিল না। ইংল্যান্ডের বর্তমান ফর্ম বিবেচনায় নিয়ে তাদের কট্টর সমর্থকরাও হয়তো এমন অসাধ্য সাধনের আশা করেননি। চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২০৭ রান তুলে হারের প্রহর গুনছিল ইংল্যান্ড। জ্যাক ক্রলি ৮৫ রানের এক লড়াই করা ইনিংস খেললেও জো রুট বা অধিনায়ক বেন স্টোকসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারেননি।

পঞ্চম দিনে জেমি স্মিথ ও উইল জ্যাকস ৯১ রানের জুটি গড়ে সাময়িক প্রতিরোধ তৈরি করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। স্মিথ ৬০ এবং জ্যাকস ৪৭ রান করে আউট হলে ইংল্যান্ডের ইনিংস দ্রুতই ধসে পড়ে। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বোলিং তোপে শেষ পর্যন্ত ৩৫২ রানে অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, কামিন্স ও নাথান লায়ন প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেছেন।

পুরো ম্যাচে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। প্রথম ইনিংসে ১০৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পাশাপাশি উইকেটের পেছনে তিনি ৬টি ক্যাচ লুফে নেন। অ্যাডিলেডে এই জয়ের ফলে অস্ট্রেলিয়া এখন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে। অন্যদিকে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই এখন ইংলিশদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


জন্মদিনে এমবাপের মাইলফলক: রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ফরাসি তারকা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ০৯:০৩:৫৪
জন্মদিনে এমবাপের মাইলফলক: রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ফরাসি তারকা
ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে শাবি আলোন্সোর শিষ্যরা। ম্যাচে জুড বেলিংহ্যামের চমৎকার গোলের পর শেষ দিকে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে বছর শেষ করল মাদ্রিদের ক্লাবটি।

ঘরের মাঠে টানা দুই হারের পর এই ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৩৮তম মিনিটে ডান দিক থেকে রদ্রিগোর বাড়ানো ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে রিয়ালকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এর আগে সেভিয়া গোল করার বেশ কিছু সুবর্ণ সুযোগ পেলেও রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় তারা জালের দেখা পায়নি। বিরতির পর লড়াই আরও জমে উঠলেও ৬৬তম মিনিটে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড আলেক্সিস সানচেসের শট আটকে দিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। ৬৮তম মিনিটে বেলিংহ্যামকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়া ডিফেন্ডার মার্কাও যা দলটিকে আরও চাপে ফেলে দেয়।

ম্যাচের ৮৬তম মিনিটে বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। নিজের জন্মদিনে মাঠে নামা কিলিয়ান এমবাপে স্পট কিক থেকে নিখুঁতভাবে গোল করে ব্যবধান ২-০ করেন। এই গোলের মাধ্যমে এমবাপে ২০২৫ সালে নিজের ৫৯তম গোল পূর্ণ করেন যা রিয়ালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোর সঙ্গী করল তাকে। ২০১৩ সালে এই অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন পর্তুগিজ মহাতারকা। গোল করার পর রোনালদোর সেই আইকনিক ‘সিউ’ উদযাপনের মাধ্যমে গ্যালারি মাতান এমবাপে।

বর্তমানে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা এমবাপে ১৮ ম্যাচে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করেছেন। রিয়ালের এই জয় লিগের শিরোপা লড়াইকে বছরের শেষ মুহূর্তে এসে আরও রোমাঞ্চকর করে তুলল।


বিপিএলের টিকিট কিনবেন যেভাবে, দাম কত

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ০৮:১০:৫৮
বিপিএলের টিকিট কিনবেন যেভাবে, দাম কত
ছবি: সংগৃহীত

আজ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর দ্বাদশ আসরের সিলেট পর্বের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আজ বিকাল ৪টা থেকে দর্শকরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে চার-ছক্কার উত্তেজনা উপভোগের সুযোগ থাকছে, আর সর্বোচ্চ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, এবার বিপিএলের কোনো টিকিট সরাসরি বুথ বা কাউন্টারে বিক্রি করা হবে না। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী দর্শকদের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd যেখানে নির্ধারিত সময় থেকে টিকিট পাওয়া যাবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারিতে টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। শহীদ তুরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি বা গ্রিন হিল এরিয়ার টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে দর্শকদের গুনতে হবে ২৫০ টাকা।

ক্লাব হাউস আপার গ্যালারির টিকিটের মূল্য ৫০০ টাকা এবং ক্লাব হাউসের জিরো ওয়েস্ট জোনে বসার টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। সবচেয়ে ব্যয়বহুল গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

বিসিবি জানিয়েছে, দর্শকদের ভিড় ও অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে অনলাইন টিকিট ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে করে দেশের যেকোনো প্রান্ত থেকে সমান সুযোগে টিকিট কেনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিপিএলের সিলেট পর্ব ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

-রফিক

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত

এক নজরে আজকের মুদ্রার বিনিময় হার

এক নজরে আজকের মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারিগর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের... বিস্তারিত