খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরলেন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ২৩:৪৫:৩৫
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরলেন

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর নিজ বাসভবন গুলশানের ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানস্থ এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তার নিয়মিত কিছু মেডিকেল টেস্ট ও চেকআপ সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত কিছু দীর্ঘমেয়াদি জটিলতা রয়েছে। তাই তার রুটিন মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে এই সফর সম্পন্ন হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য ও রাজনৈতিক প্রেক্ষাপটপ্রসঙ্গত, ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। ২০২১ সাল থেকে কয়েক দফায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিচারিক মুক্তিতে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

দীর্ঘদিন ধরেই বিএনপি দাবি করে আসছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হোক। তবে সরকারিভাবে এখনো সে অনুমতি মেলেনি।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ