সরকারি চাকরি সংশোধনীতে অসন্তোষ, সচিবালয়ে আন্দোলন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৬ ১২:৩৩:১৫
সরকারি চাকরি সংশোধনীতে অসন্তোষ, সচিবালয়ে আন্দোলন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা পুনরায় আন্দোলনে নামেছেন। ঈদের ছুটির পর সোমবার (১৬ জুন) সকাল থেকেই তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের দাবি জানান।

বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে একত্রিত হয়ে কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন এবং মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে এসে সমাবেশে পরিণত হয়। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সচিবালয় সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভে কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’, এবং ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’।

এই স্লোগানগুলোর মাধ্যমে তারা তাদের অসন্তোষ এবং অধ্যাদেশ বাতিলের দাবি স্পষ্ট করেছেন, যা সরকারি কর্মচারীদের অধিকারের পরিপন্থী এবং তাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তারা মনে করেন। আন্দোলনকারীরা সরকারের কাছে তাদের দাবি মেনে নেয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ