সরকারি চাকরি অধ্যাদেশ: আজ কমিটির সভা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৬ ১২:১৮:৫৬
সরকারি চাকরি অধ্যাদেশ: আজ কমিটির সভা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) বিকেল ৪টায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এই তথ্য তিনি জাতিসংঘের বলপ্রয়োগ ও গুম-সংক্রান্ত কার্যনির্বাহী দলের সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের জানান। গত কয়েক সপ্তাহ ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সরকার অধ্যাদেশটির কিছু ধারা পুনর্বিবেচনার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছিল। ঈদের ছুটির পর কর্মচারীরা পুনরায় সচিবালয়ে আন্দোলনে নেমে অধ্যাদেশ বাতিলের দাবি উত্থাপন করেছেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “সরকারি চাকরি আইন সংশোধন সংক্রান্ত এই অধ্যাদেশে পুনর্বিবেচনার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি বিদেশে থাকায় অধ্যাদেশ প্রণয়নের সময় সরাসরি যুক্ত ছিলাম না, পরে যখন আইনটি পর্যালোচনা করেছি, তখন আমার মনে হয়েছে এই অধ্যাদেশে কিছু বিষয় রয়েছে যেগুলো কর্মচারীদের জন্য সমস্যা বা বিভ্রান্তির কারণ হতে পারে।”

তিনি আরও বলেন, “সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি প্রণয়ন করেনি; তবে যেহেতু আইনটি কিছু নতুন বিধান এনেছে, সেগুলো কর্মচারীদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আমরা এই আশঙ্কা স্বীকার করি। এই অধ্যাদেশ মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে, আমরা শুধু গেজেট নোটিফিকেশন করেছি।”

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আজ বিকেল ৪টায় আমরা প্রথম বৈঠকে বসবো। সরকারি কর্মচারীদের জমা দেওয়া দাবিপত্র আমাদের হাতে রয়েছে, সেগুলো আমরা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করবো এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ তৈরি করবো। তবে মনে রাখতে হবে, সিদ্ধান্ত গ্রহণের অধিকার আমাদের নয়; আমরা শুধুমাত্র সুপারিশ প্রদান করব।”

অবশেষে, তিনি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কমিটির রিপোর্ট দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ থাকার অনুরোধ রইল। আন্দোলন থেকে বিরত থাকা কর্মচারীদের জন্যই বেশি কার্যকর ফল আসবে বলে আমি বিশ্বাস করি।”

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ