প্রচণ্ড গরমে দাহ করছে দাম! ডাব এখন ২০০ টাকা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১১ ১৪:১৫:১৮
প্রচণ্ড গরমে দাহ করছে দাম! ডাব এখন ২০০ টাকা

সত্য নিউজ:রাজধানীসহ সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পানীয় ফল ডাবের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দামও। গরমে সাময়িক স্বস্তির আশায় ডাবের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। তবে সাম্প্রতিক সময়ে ডাবের বাজারে যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তা নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষও স্পষ্ট।

রাজধানীর মোহাম্মদপুর, কারওয়ান বাজার, শেখেরটেক, বিমানবন্দর এলাকার হাজি ক্যাম্পসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, মাঝারি আকারের ১২০ থেকে ১৫০ টাকায় এবং বড় আকারের ডাবের দাম হাঁকানো হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। অথচ এক মাস আগেও এই ডাবগুলো মিলতো গড়ে ৭০–১২০ টাকার মধ্যে।

পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধি, দায় চাপাচ্ছেন বিক্রেতারা

ডাব বিক্রেতারা বলছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে পাইকারি পর্যায়ে সরবরাহব্যবস্থার ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকট। মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিক্রেতা জুলহাস আলম জানান, মাসখানেক আগেও প্রতি ১০০টি ডাব কিনতে লেগেছে ৮–১০ হাজার টাকা; এখন তা দাঁড়িয়েছে ১২ থেকে ১৪ হাজার টাকায়। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন খরচ, ফলের আকারভেদে ক্ষয়ক্ষতি ও মৌসুমি চাহিদার চাপ।

ডাব ব্যবসায়ী মিনু মণ্ডল, যিনি কারওয়ান বাজারে সাত বছর ধরে ব্যবসা করছেন, বলেন, “এখন দিনে ২০০ থেকে ২৫০টি ডাব বিক্রি করছি। কিন্তু চালানের টাকা তোলার জন্যই দাম বাড়াতে হচ্ছে। আমরা মুনাফা বাড়াইনি, শুধু ক্ষতি এড়াতে দাম একটু বাড়াতে হয়েছে।”

‘স্বস্তি’ চাই, ‘শাস্তি’ নয়: ভোক্তার অভিযোগ

ক্রেতারা অবশ্য বিক্রেতাদের এই যুক্তিকে পুরোপুরি মানতে রাজি নন। তাঁদের মতে, অতিরিক্ত গরমের সুযোগ নিয়ে খুচরা বাজারে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। শেখেরটেক বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী ইমতিয়াজ ফাহিমের সঙ্গে। তিনি বলেন, “আগে সপ্তাহে তিন-চারটা ডাব খেতাম, এখন বাজেট ভেবে ভাবতে হচ্ছে। ১২০ টাকার নিচে কোনো ডাব নেই—এটা অনেকের নাগালের বাইরে।”

বাজার বিশ্লেষণ: সরবরাহ ও মৌসুম নির্ধারণ করছে দর

বর্তমানে রাজধানীর বাজারে ডাবের প্রধান উৎস হিসেবে বরিশাল, পিরোজপুর, খুলনা, নোয়াখালী ও ময়মনসিংহ অঞ্চল থেকে আসা সরবরাহ নির্ভর করছে স্থানীয় উৎপাদন ও সরবরাহ চেইনের ওপর। এপ্রিলের শেষ দিক থেকে শুরু হওয়া তাপপ্রবাহে চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় সরবরাহব্যবস্থা চাপে পড়েছে। এতে পাইকারি পর্যায়ে ১০০টি ডাবে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বাড়তি খরচ যুক্ত হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা দামে।

বিকল্প ফল ও বাজারচিত্র

ডাবের পাশাপাশি গরমে অন্য মৌসুমি ফল যেমন তালশাঁস, লিচু, জাম, কাঁঠাল ও আনারসের চাহিদাও বেড়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের তাল বিক্রেতা এনামুল জানান, “বড় আকারের কচি তাল বিক্রি করছি ৪০ টাকায়, ছোটগুলো ৩০ টাকায়। প্রতিদিন ৩০০ থেকে ৪০০টি তাল বিক্রি হচ্ছে।” তবে এখনও রাজধানীর বেশির ভাগ বাজারে এসব গ্রীষ্মকালীন ফল পুরোপুরি উঠেনি। মৌসুমের শুরুতে থাকা ফলগুলোও বিক্রি হচ্ছে চড়া দামে।

মৌসুমী নজরদারির ঘাটতি?

বিশ্লেষকদের মতে, বারবার মৌসুমী চাহিদার সময় এই মূল্যবৃদ্ধি হওয়া, বিশেষ করে ডাব ও তালের মতো মৌলিক তৃষ্ণা নিবারক পণ্যে, বাজার তদারকির ঘাটতিরই পরিচয় দেয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণ বাড়ানো এবং ভোক্তাদের জন্য কিছু নির্ধারিত মূল্যসীমা নির্ধারণ করা যেতে পারে, এমনটি মত অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের।

বর্তমান পরিস্থিতিতে তীব্র গরমে ডাবের মতো স্বল্পমূল্যের স্বাস্থ্যকর পানীয় অনেকের জন্য আর 'সহজ প্রাপ্তি' নয়। বরং এটি এখন হয়ে উঠছে 'বিলাসিতা'। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের সময়কাল বাড়ার আশঙ্কা থাকায় এ ধরনের মৌসুমি বাজার ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


৪ বছরে টাকার বড় দরপতন, ইউরো ও ডলারের বিপরীতে কতটা কমল?

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:৩২:০০
৪ বছরে টাকার বড় দরপতন, ইউরো ও ডলারের বিপরীতে কতটা কমল?
সত্য নিউজ গ্রাফিক্স

গত চার বছরে প্রধান বিদেশি মুদ্রার বিপরীতে টাকার দরপতন হয়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মার্কিন ডলারের দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ। এই সময়ে ইউরোর দাম ৩৪ দশমিক ৭০ শতাংশ, পাউন্ডের ৩০ দশমিক ৬৮ শতাংশ এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর ৩৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈদেশিক মুদ্রাবাজারে এই অস্থিরতা তীব্র হয়েছে। সরবরাহ বিঘ্ন ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে টাকার মান দ্রুত কমতে থাকে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একসময় ডলারের দর বেঁধে দেয়, যা মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন, সংকটকালে কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে, তবে দাম সরাসরি বেঁধে দেওয়া বাজারের স্বাভাবিকতাকে ব্যাহত করে এবং সংকট বাড়ায়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দাবি করেন, বাজার শিথিল করার পরও অনেকে আশঙ্কা করেছিল ডলারের দর ১৬০-১৭০ টাকা ছাড়াবে, কিন্তু তা হয়নি। এতে মুদ্রাবাজার স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়া বা কমে যাওয়া—দুটোই অর্থনীতির জন্য ক্ষতিকর। এ কারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করছে।


বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১৫:৪৭:০০
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা
ছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনীতিতে মুদ্রার শক্তি সাধারণত পরিমাপ করা হয় মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার দিয়ে। অর্থাৎ, একটি মুদ্রার একক দিয়ে কত মার্কিন ডলার ক্রয় করা যায়, সেটিই মূলত সেই মুদ্রার শক্তিমত্তার সূচক। সাম্প্রতিক এক প্রতিবেদনে আন্তর্জাতিক খ্যাতনামা মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় লক্ষণীয়ভাবে প্রথম চারটি স্থানই দখল করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রা, যা অঞ্চলের অর্থনৈতিক সক্ষমতার এক সুস্পষ্ট প্রমাণ।

১. কুয়েতি দিনার — বিশ্বের শীর্ষ মুদ্রা

তালিকার শীর্ষে রয়েছে কুয়েতি দিনার (KWD), যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে স্বীকৃত। এক কুয়েতি দিনারের বিপরীতে পাওয়া যায় প্রায় ৩.২৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯৭ টাকার সমান। কুয়েতের এই অর্থনৈতিক ক্ষমতার মূল উৎস হলো তেল রপ্তানি থেকে অর্জিত বিপুল রাজস্ব, যা দেশটিকে বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

২. বাহরাইনি দিনার — দ্বিতীয় স্থানে

দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনি দিনার (BHD), যার এক ইউনিটের মূল্য ২.৬৫ মার্কিন ডলার বা প্রায় ৩২২ টাকা। যদিও বাহরাইনও একটি তেলসমৃদ্ধ দেশ, তবে এর অর্থনীতি বহুমুখী খাতের ওপর নির্ভরশীল, যেমন ফাইন্যান্স, বাণিজ্য এবং পর্যটন। এই বৈচিত্র্য মুদ্রাটিকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. ওমানি রিয়াল — তৃতীয় শক্তিশালী মুদ্রা

ওমানি রিয়াল (OMR) বর্তমানে ২.৬০ মার্কিন ডলার বা প্রায় ৩১৬ টাকার সমমূল্যের, যা একে বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা হিসেবে স্থান দিয়েছে। তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির পাশাপাশি কৌশলগত ভৌগোলিক অবস্থান ও স্থিতিশীল নীতিমালা ওমানের মুদ্রার মান ধরে রাখতে সহায়তা করে।

৪. জর্ডানি দিনার — মধ্যপ্রাচ্যের চতুর্থ প্রতিনিধি

তালিকার চতুর্থ স্থানে রয়েছে জর্ডানি দিনার (JOD), যার এক ইউনিটের মূল্য ১.৪১ মার্কিন ডলার বা প্রায় ১৭১ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, জর্ডান তেল ও গ্যাসের উপর তুলনামূলকভাবে কম নির্ভরশীল, বরং এটি সেবা খাত, পর্যটন এবং বৈদেশিক সহায়তার ওপর বেশি নির্ভর করে।

৫ থেকে ১০ নম্বর — পশ্চিমা মুদ্রার আধিপত্য

পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ পাউন্ড (GBP), যার এক ইউনিটের মান ১.৩৩ মার্কিন ডলার। ষষ্ঠ স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড, যা ব্রিটিশ পাউন্ডের সঙ্গে সমমান। সপ্তম স্থানে রয়েছে সুইস ফ্রাঁ (CHF) ১.২১ ডলার মূল্যে, যা স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা ও শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত। অষ্টম স্থানে রয়েছে কেম্যান ডলার (KYD), যার মান ১.২০ মার্কিন ডলার। নবম স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের যৌথ মুদ্রা ইউরো (EUR), যা ১.১৩ মার্কিন ডলারের সমান।

দশম স্থানে রয়েছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলার (USD) নিজেই। যদিও আন্তর্জাতিক লেনদেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং বৈশ্বিক বাণিজ্যে ডলারের ব্যবহার সর্বাধিক, তবুও বিনিময় হার বিচার করলে এটি বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় শেষ স্থানে রয়েছে।


দেশে রেমিট্যান্সের জোয়ার: আগস্টে প্রথম ১২ দিনে আয় বাড়ল ৩৪ শতাংশ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ২০:১৮:৪৮
দেশে রেমিট্যান্সের জোয়ার: আগস্টে প্রথম ১২ দিনে আয় বাড়ল ৩৪ শতাংশ
ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনেই দেশে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ের (আগস্ট ২০২৪) তুলনায় এই রেমিট্যান্স আসার পরিমাণ প্রায় ৩৪ শতাংশ বেশি। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় এ বছর প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছিল মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

এই সময়ের মধ্যে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। এর মধ্যে রয়েছে—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়া বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।


নির্বাচনে কালো টাকার লাগাম টানতে চায় অর্থ মন্ত্রণালয়, কিন্তু বাধা রাজনীতিবিদরা: ড. সালেহউদ্দিন

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৮:০৮:০১
নির্বাচনে কালো টাকার লাগাম টানতে চায় অর্থ মন্ত্রণালয়, কিন্তু বাধা রাজনীতিবিদরা: ড. সালেহউদ্দিন
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং এই নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে এটি নির্ভর করবে রাজনীতিবিদদের সদিচ্ছার ওপর। বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের 'ইউ পেনশন অ্যাপ' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, স্কিমটি চালু হলেও এখনও চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন না। কেন এই অনীহা, সেটি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, যদি স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকে, তবে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মানুষের মধ্যে আরও প্রচারের উদ্যোগ বাড়াতে হবে।


জানুন আজকের সোনার বাজারদর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১২:১৮:০১
জানুন আজকের সোনার বাজারদর
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বাজারে আজ বুধবার স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান ধাতুটি বিক্রি হচ্ছে। বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত আছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়। বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা। নতুন দাম কার্যকর হয়েছিল ওই দিনের মধ্যেই।

এদিকে, স্বর্ণের দাম কিছুটা কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

-শরিফুল


খাদের কিনারা থেকে এইচডিইউ: অর্থনীতির বর্তমান অবস্থা জানালেন উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:২৬:৩৫
খাদের কিনারা থেকে এইচডিইউ: অর্থনীতির বর্তমান অবস্থা জানালেন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত এক বছরে দেশের অর্থনীতি ‘খাদের কিনারা’ থেকে ‘আইসিইউ’ হয়ে বর্তমানে ‘হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)’ অবস্থান করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে সরকারের এক বছরের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশের অর্থনীতি কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরবে—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি এখনো ‘কেবিনে’ ফেরার পর্যায়ে পৌঁছায়নি। তার ভাষায়, “গরিব দেশের অর্থনীতি কেবিনে ফিরবে না; পেয়িং বেড বা সাধারণ ওয়ার্ডে ফিরবে, তারপর বাড়ি যাবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জানুয়ারির মধ্যে অর্থনীতি ‘ওয়ার্ডে’ ফেরার মতো সুস্থ অবস্থায় পৌঁছাবে।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যে অর্থনীতিতে কিছু মৌলিক সংস্কার করা হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় জানুয়ারি পর্যন্ত এই সংস্কার কার্যক্রম চালানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, “আমরা রাজনীতিবিদদের বলেছি, এসব সংস্কার কার্যক্রমে যদি তোমরা বাধা দাও, তাহলে এর দায় তোমাদের সরকারের ওপর পড়বে।”

/আশিক


বাণিজ্য উপদেষ্টার আশা যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে দ্রুতই

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৭:৫৮:৫৮
বাণিজ্য উপদেষ্টার আশা যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে দ্রুতই
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব পক্ষ থেকে যৌথ প্রচেষ্টা চলছে। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল এ মাসের শেষে চুক্তির খসড়া তৈরি করবে বলে জানা গেছে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি উন্মুক্ত করা হবে। যে দেশে সস্তায় পেঁয়াজ পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি আনা হবে বলে বাণিজ্য উপদেষ্টা জানান।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধের প্রভাব লক্ষ্যণীয় হবে না বলেও তিনি জানান। যদিও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতির বিষয়টি বিদ্যমান, ব্যবসায়ীরা তা মোকাবিলা করছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের জন্য চিঠি দেয়া হয়েছে, তবে এখনো সাড়া মেলেনি।

এসব কথা তিনি মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান।

/আশিক


পেঁয়াজ আমদানিতে সরকারের নতুন সিদ্ধান্ত

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৫:৪৬:২৫
পেঁয়াজ আমদানিতে সরকারের নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে শিগগিরই আমদানি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পেঁয়াজ আমদানি সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে এবং বিশ্বের যে কোনও দেশ থেকে সস্তায় পেঁয়াজ আনা হবে।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই নিষেধাজ্ঞা দেশের রপ্তানি লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কিছু ঘাটতি থাকলেও ব্যবসায়ীরা তা মোকাবিলা করছে এবং বিষয়টি নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

/আশিক


যুক্তরাষ্ট্র থেকে আসছে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন জাহাজ 

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৪:৫৬:২৮
যুক্তরাষ্ট্র থেকে আসছে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন জাহাজ 
ছবি: সংগৃহীত

সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৫৫-৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা, যা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রদান করা হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘দুটি জাহাজের প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে আন্তর্জাতিক দর আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। কারিগরি মূল্যায়নে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়। মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। চূড়ান্ত চুক্তি অনুযায়ী ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি টাকা) এই জাহাজ দুটি কেনা হবে।

এছাড়া অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’–এর (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ) অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্যাকেজগুলোর মধ্যে রয়েছে বিআরডব্লিউটিপি-ডব্লিউ২-০১, বিআরডব্লিউটিপি-ডব্লিউ৩-০১ এবং বিআরডব্লিউটিপি-ডব্লিউ১-০২।

/আশিক

পাঠকের মতামত:

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন... বিস্তারিত