নির্বাচিত সরকারে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না: ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ২০:২১:৩২
নির্বাচিত সরকারে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না: ড. ইউনূস

জাতীয় নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, তাতে কোনোভাবেই অংশগ্রহণের ইচ্ছা বা পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের প্রভাবশালী থিঙ্ক-ট্যাঙ্ক চ্যাথাম হাউজে এক সংলাপে অংশগ্রহণকালে বুধবার (১১ জুন) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের জন্য কোনো পথ খোলা নেই একেবারেই নেই। আমি মনে করি, উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই এই সরকারের অংশ হতে চান না।”

প্রশ্নোত্তর পর্ব শেষে ড. ইউনূস রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, যেখানে তিনি নির্বাচনী প্রক্রিয়া এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। এটাই আমাদের অগ্রাধিকার।”

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, বিচারাধীন অবস্থায় দলটির সব কর্মকাণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, “বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত থাকবে। জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি দাবি করেন, “বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে যে স্বাধীনতা উপভোগ করছে, অতীতে তা কখনো দেখা যায়নি।” তার মতে, বর্তমান সরকার সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার না করে তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করেছে।

এই বক্তব্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করে, বর্তমান তত্ত্বাবধায়ক প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের আয়োজন এবং পরবর্তীকালে জনগণের রায় অনুযায়ী শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিজেরা ক্ষমতার অংশীদার না হয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ