প্রধান উপদেষ্টার লন্ডন সফর

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ২০:৪৮:১৫
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরকালীন ড. ইউনূস লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং সেখানেই রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন বিষয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নীতিনির্ধারণী প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত একটি সংলাপে অংশগ্রহণ করবেন, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ইস্যু হিসেবে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এবং যুক্তরাজ্যের সক্রিয় সহযোগিতা চাওয়া হবে।

ড. ইউনূস আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক


নিকোটিন পাউচ ও ই-সিগারেটের দিন শেষ আসছে নতুন আইন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১২:৩৭:১৪
নিকোটিন পাউচ ও ই-সিগারেটের দিন শেষ আসছে নতুন আইন
ছবি : সংগৃহীত

বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান ভেপিং ও ই-সিগারেটের আসক্তি বন্ধে এবং তামাকজনিত অসংক্রামক রোগের বিস্তার রোধে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বুধবার অনুষ্ঠিত বৈঠকে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই অধ্যাদেশের ফলে এখন থেকে দেশে সব ধরনের ই-সিগারেট, ভ্যাপ এবং উত্তপ্ত তামাকজাত পণ্যের ব্যবহার, উৎপাদন ও বিপণন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি তামাকজাত দ্রব্যের প্যাকেটে বিদ্যমান ৫০ শতাংশ সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার পরিবর্তে এখন থেকে ৭৫ শতাংশ এলাকা জুড়ে সতর্কবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

তথ্যবিবরণী অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন। এই বিশাল মৃত্যুঝুঁকি মোকাবিলায় ২০০৫ সালের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটিকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ‘নিকোটিন পাউচ’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইন্টারনেটসহ যেকোনো প্রচারমাধ্যমে তামাকের বিজ্ঞাপন এবং খুচরা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের প্যাকেট সাজিয়ে রাখা বা প্রদর্শন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তামাকবিরোধী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল যা তরুণদের তামাকের প্রতি আকর্ষণ কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

নতুন এই অধ্যাদেশে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে যাতে সাধারণ মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা পায়। আগে বিভিন্ন স্থানে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা (ডিএসএ) রাখার সুযোগ থাকলেও এখন থেকে তা সরকারের কঠোর নির্দেশনার শর্তাধীন করা হয়েছে। তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রাজস্ব হারানোর অজুহাত দেখিয়ে এই আইনের বিরোধিতা করলেও সরকার জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে গত ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে প্রায় ৪০ হাজার ৪১১ কোটি টাকা রাজস্ব আদায় হলেও তামাকজনিত রোগের চিকিৎসায় রাষ্ট্রের এর চেয়েও বড় অংকের অর্থ ব্যয় হয় বলে বিশেষজ্ঞদের মত।

অধ্যাদেশটি চূড়ান্তভাবে জারির লক্ষ্যে বর্তমানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তামাকের প্রচার ও প্রসারের পথ স্থায়ীভাবে বন্ধ করতে বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে যা তামাক নিয়ন্ত্রণে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে আইনটি পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটির দীর্ঘ কার্যক্রম শেষে এই যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। সরকারের এই পদক্ষেপের ফলে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।


যিশু খ্রিষ্টের মানবমুক্তির বার্তা সবার অনুপ্রেরণা: উপদেষ্টা ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ০৯:৫৪:৪৬
যিশু খ্রিষ্টের মানবমুক্তির বার্তা সবার অনুপ্রেরণা: উপদেষ্টা ড. ইউনূস
ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসব উপলক্ষে তিনি দেশ বিদেশের সকল অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে যিশু খ্রিষ্টের জীবন ও দর্শনের কথা স্মরণ করে বলেন যে মহান এই পুরুষ পৃথিবীতে শান্তি, ন্যায় এবং মানবমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। মানবজাতিকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। ড. ইউনূস উল্লেখ করেন যে যিশু খ্রিষ্ট আমৃত্যু বিপন্ন ও অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এবং ক্ষমা ও ভালোবাসার যে মহিমা তিনি প্রচার করেছেন তা আজও বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। তাঁর মহৎ চারিত্রিক গুণাবলি ধারণ করেই সুন্দর সমাজ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস দৃঢ়তার সাথে বলেন যে বাংলাদেশ দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে। আবহমানকাল ধরে এদেশের মানুষ একে অপরের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। তিনি প্রত্যাশা করেন যে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন এই সম্প্রীতির বন্ধনকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে। বাণীর শেষ অংশে তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশের সকল মানুষের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

বর্তমানে দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং নতুন প্রশাসনিক সংস্কারের যে প্রক্রিয়া চলছে সেখানে সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বড়দিনের এই আনন্দ উৎসব যেন সকল ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় বাঁধতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।


তারেক রহমানের প্রত্যাবর্তনে যানজট এড়াতে যেসব রাস্তা পরিহার করবেন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ০৯:১১:২৯
তারেক রহমানের প্রত্যাবর্তনে যানজট এড়াতে যেসব রাস্তা পরিহার করবেন
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে আসা একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে তিনি গুলশানের বাসভবনে পৌঁছাবেন। এই দীর্ঘ পথে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে।

ডিএমপির নির্দেশনায় জানানো হয়েছে যে মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহনের জন্য এড়িয়ে চলাই শ্রেয়। উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের এয়ারপোর্ট সড়ক পরিহার করে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী ও কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান–১, পুলিশ প্লাজা ও মহাখালী রুট ব্যবহার করতে পারবেন। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী বাসগুলোকে মিরপুর–গাবতলী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। কাঞ্চন ব্রিজ হয়ে আসা যানবাহনগুলো বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী অ্যাভিনিউ হয়ে চলাচল করতে পারবে।

অভ্যর্থনায় আসা নেতাকর্মীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ। জানানো হয়েছে যে কেউ কোনো ধরণের ব্যাগ, লাঠি বা সন্দেহজনক বস্তু বহন করতে পারবেন না। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো মোটরসাইকেল বা বহিরাগত গাড়ি তাঁর ব্যক্তিগত গাড়িবহরে যুক্ত হতে পারবে না। গুলশান ও বনানী থেকে এয়ারপোর্ট অভিমুখে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিদেশগামী যাত্রী এবং হজযাত্রীদের যানজট এড়াতে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের জন্য মেট্রোরেলকে সবচেয়ে সুবিধাজনক বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার গাড়িগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নেতাকর্মীদের ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জন্য টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচল নীলা মার্কেট, বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠ এবং মতিঝিল বাণিজ্যিক এলাকা নির্ধারণ করে দিয়েছে ডিএমপি। কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন যে ট্রাফিক আইন ও এই বিশেষ নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে এক ধরণের উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও জানমালের নিরাপত্তা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন।


সরকারি পদ ছেড়ে ভোটের ময়দানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ২১:০৬:২২
সরকারি পদ ছেড়ে ভোটের ময়দানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
মো. আসাদুজ্জামান

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান তাঁর পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে জানান যে আগামী ২৭ ডিসেম্বর তিনি এই পদ থেকে ইস্তফা দেবেন। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে গত ২১ ডিসেম্বর তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্রমতে ইতিমধ্যে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের এই পদত্যাগ কেবল আইনি বাধ্যবাধকতা নয় বরং তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়। গত ২৩ ডিসেম্বর শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আসাদুজ্জামান এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে ৮ আগস্ট তিনি দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

দায়িত্ব গ্রহণের সময় আসাদুজ্জামান নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছিলেন। প্রধান আইন কর্মকর্তা হিসেবে তাঁর মেয়াদকালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিল শুনানি অন্যতম। তবে দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি পুনরায় সরাসরি ভোটের রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৭ ডিসেম্বর পদত্যাগের মধ্য দিয়ে তাঁর সরকারি আমলাতান্ত্রিক দায়িত্বের অবসান ঘটবে।

ঝিনাইদহ-১ আসনটি মূলত একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত যেখানে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজারেরও বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আসাদুজ্জামানের মতো একজন জ্যেষ্ঠ আইনজীবীর অংশগ্রহণ এই আসনে নির্বাচনী লড়াইকে বেশ জমজমাট করে তুলবে। তিনি নিজে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এখন ২৭ ডিসেম্বর পদত্যাগের পর তিনি পুরোপুরিভাবে নির্বাচনী প্রচারণায় মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।


আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের কড়া বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৫৫:৩২
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের কড়া বার্তা
ছবি : সংগৃহীত

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো পথ আর খোলা নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে বলেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে দলটির নিবন্ধন বাতিল করেছে এবং এ কারণে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। সরকারের এই অবস্থান অত্যন্ত সুনির্দিষ্ট এবং দলটির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। দীর্ঘ ১৬ বছরের শাসন আমলের পর আওয়ামী লীগ বিহীন এক নতুন রাজনৈতিক বাস্তবতার পথে হাঁটছে বাংলাদেশ।

ব্রিফিংয়ে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শফিকুল আলম বলেন যে এই নির্মম ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ভিডিও এবং ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেস সচিব জানান যে এই মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে এটি ‘দ্রুত বিচার আইনে’ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন আইন উপদেষ্টা। সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং যেকোনো ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃহস্পতিবারের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রেস সচিব বলেন যে সরকার তাঁর ফিরে আসাকে ইতিবাচকভাবে স্বাগত জানাচ্ছে। তাঁর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা চলছে এবং তাঁরা যতটুকু নিরাপত্তা বা সহযোগিতা চেয়েছেন সরকার তা সরবরাহ করছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। শফিকুল আলম জানান যে ভিডিও ফুটেজ দেখে এই হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে অপরাধের আলামতও উদ্ধার করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাঁদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। অপরাধী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন।


৪৬তম বিসিএসের ভাইভার সময়সূচি প্রকাশ, জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:২৩:৪৯
৪৬তম বিসিএসের ভাইভার সময়সূচি প্রকাশ, জানুন বিস্তারিত
ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে সফল প্রার্থীদের একটি বড় অংশের জন্য মৌখিক পরীক্ষার (ভাইভা) বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, এই ধাপে সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

পিএসসি জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষার তারিখ ও সময় সংক্রান্ত সব তথ্য কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিশেষ কোনো যুক্তিসংগত কারণ দেখা দিলে এই সময়সূচিতে প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd–এ পাওয়া যাবে। প্রার্থীদের নিয়মিতভাবে এসব ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যেকোনো হালনাগাদ তথ্য দ্রুত জানা যায়।

উল্লেখ্য, এর আগে গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। ওই ফলাফলে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই ধাপে ধাপে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের ডাকা হচ্ছে, যা ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

-রফিক


নতুন বছরে কত দিন ছুটি? জানাল সরকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১৩:৩৯:০৩
নতুন বছরে কত দিন ছুটি? জানাল সরকার
ছবি: সংগৃহীত

সরকার ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার চূড়ান্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। তবে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ অবকাশের সুযোগ পাবেন। বিশেষ করে ঈদুল ফিতরে টানা ৮ দিন এবং ঈদুল আজহায় ৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় কর্মজীবীদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছুটির ক্যালেন্ডারে এবার একটি নতুন জাতীয় দিবস যুক্ত হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ২০২৬ সালের ছুটির সূচিকে নতুন মাত্রা দিয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই দিনটি জাতীয় পর্যায়ে পালন করা হবে।

মাসভিত্তিক ছুটির হিসাবে দেখা যায়, ২০২৬ সালের প্রথম সরকারি ছুটি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ৪ ফেব্রুয়ারি পবিত্র শব-ই-বরাত এবং ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছুটি থাকবে। মার্চ মাসে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ছুটি, যার কেন্দ্রবিন্দু ঈদুল ফিতর। ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা এবং ২১ থেকে ২৫ মার্চ নির্বাহী আদেশে ঈদুল ফিতরের টানা ছুটির পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হবে।

এপ্রিল মাসে বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ দুটি দিন চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি নির্ধারিত হয়েছে। মে ও জুন মাসে মহান মে দিবস, বুদ্ধ পূর্ণিমা এবং ঈদুল আজহা উপলক্ষে ধারাবাহিক ছুটি থাকবে। ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৮ মে থেকে, যা নির্বাহী আদেশে টানা ২ জুন পর্যন্ত বিস্তৃত থাকবে। এ ছাড়া ২৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে ছুটি থাকবে।

আগস্ট ও সেপ্টেম্বর মাসে ধর্মীয় ও জাতীয় দিবস মিলিয়ে বেশ কয়েকটি ছুটি রয়েছে। এর মধ্যে ৫ আগস্ট নতুন সংযোজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী অন্তর্ভুক্ত রয়েছে। বছরের শেষভাগে অক্টোবর মাসে দুর্গাপূজার নবমী ও দশমী উপলক্ষে দুই দিনের ছুটি এবং ডিসেম্বর মাসে বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শব-ই-বরাত, শব-ই-কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ইসলামি ধর্মীয় ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রয়োজনে তারিখ পরিবর্তন হতে পারে। তবুও পূর্ণাঙ্গ ছুটির তালিকা প্রকাশ পাওয়ায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকেই ব্যক্তিগত ভ্রমণ, পারিবারিক আয়োজন ও অন্যান্য পরিকল্পনা আগাম নির্ধারণ করতে পারবেন।

-রফিক


বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১১:২৩:২৯
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক বা ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী রোববার নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের লণ্ডন থেকে আন্তর্জাতিক আইনের ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। পৈতৃক ধারাবাহিকতা এবং নিজস্ব মেধার সমন্বয়ে তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থায় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

কর্মজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর বিচারিক দক্ষতা এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী করা হয়। দীর্ঘ বিচারিক জীবনে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মামলার রায় প্রদান করেছেন যা দেশের বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য যে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছিলেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার ছিল তাঁর শেষ কার্যদিবস এবং রীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আইনজীবী সমিতি থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ বিচার বিভাগের ধারাবাহিকতা এবং আইনগত স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা। দেশের সাধারণ মানুষের বিচারিক অধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করতে তাঁর ভূমিকা এখন সময়ের দাবি।


চরম টানাপড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাড়ছে উত্তেজনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ০৯:৫১:৫৬
চরম টানাপড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাড়ছে উত্তেজনা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন এখন এক জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতের রাজধানী দিল্লি এবং প্রধান বাণিজ্যিক শহর কলকাতা ও মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সামনে বড় ধরণের বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল এই বিক্ষোভের ডাক দেয়। দিল্লিতে বিক্ষোভকারীরা পুলিশের তিন স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের চিত্র ছিল আরও ভয়াবহ। বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠনের মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে হাইকমিশন ঘেরাও করতে গেলে বেকবাগান এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কলকাতা পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজনের মাথা ফেটে যায় এবং পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। অন্যদিকে মুম্বাইয়েও বিক্ষোভ প্রদর্শন করা হলেও সেখানে কোনো বড় সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তাজনিত এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে দিল্লি এবং শিলিগুড়ির পর এবার আগরতলা ও গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি এবং শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের পর দুই দেশের রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বিরূপ বক্তব্য এই উত্তেজনাকে আরও উসকে দিয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর দুই দেশের হাইকমিশনারদের তলব করার ঘটনা ঘটেছিল। বাংলাদেশের পক্ষ থেকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের বিষয়েও ভারতকে সতর্ক করা হয়েছে। বর্তমানে দুই দেশের সম্পর্কের যে শীতল অবস্থা বিরাজ করছে তা কাটিয়ে উঠতে উভয় পক্ষ থেকেই কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করছেন বিশেষজ্ঞরা। তবে ভিসা কার্যক্রম বন্ধ হওয়া এবং ক্রমাগত বিক্ষোভের ফলে দুই দেশের সাধারণ নাগরিকদের যাতায়াত এবং পারস্পরিক আস্থায় বড় ধরণের ফাটল দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত

এক নজরে আজকের মুদ্রার বিনিময় হার

এক নজরে আজকের মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারিগর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের... বিস্তারিত