পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৪০

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৮ ১৮:০৩:৩০
পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৪০

গত ২৪ ঘণ্টায় পুলিশের দেশব্যাপী বিশেষ অভিযানে ১,৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৬৯ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল, বাকিদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

অভিযান চলাকালে বিপুল সংখ্যক অস্ত্রও উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পাইপগান, একটি বার্মিজ চাকু, দুটি ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি দা ও দুটি তলোয়ার।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এই অভিযানকে ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ