যত কোটি টাকাসহ মুন্নি সাহার হিসাব জব্দ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ২০:১০:০১
যত কোটি টাকাসহ মুন্নি সাহার হিসাব জব্দ

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা জমা রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার (২৪ মে) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, মুন্নি সাহা, তার স্বামী এবং তাদের ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা মোট ৪৬টি ব্যাংক হিসাবের মধ্যে ৩৫টি সক্রিয় রয়েছে, যেখানে ১৮৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

সিআইডির তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত এই ৩৫টি হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন। অনুসন্ধান চলাকালে এসব হিসাবের লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিআইডি জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় অনুসন্ধান অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় দেশের সাংবাদিকতা জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং গণমাধ্যমে পেশাগত দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ