ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ০৯:২৩:৪৫
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক

সত্য নিউজ:ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভোররাতে ইসরায়েলের দিকে ধেয়ে এলে মাঝ আকাশেই সেটিকে সফলভাবে প্রতিহত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর না মিললেও রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোরের এই ঘটনার পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তেল আবিব, রামাত গণ, হোলন ও আশপাশের বিস্তীর্ণ এলাকায়। সাইরেনের শব্দে ঘুম ভেঙে যায় লক্ষাধিক মানুষের, যারা আতঙ্কে দৌড়ে আশ্রয়কেন্দ্রে চলে যান।

আইডিএফের বিবৃতিতে জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি সময়মতো শনাক্ত করা হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ধ্বংস করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে ঘটনাটি তদন্তে একটি বিশেষ ইউনিট গঠন করেছে। যদিও এ হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি, তবে সন্দেহের চোখে দেখা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিকেই। তারা অতীতেও এ ধরনের হামলার সঙ্গে জড়িত ছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। সামরিক সূত্র জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এ ধরনের হামলা অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হুথি গোষ্ঠী এর আগেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, ফলে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বড় ধরনের নিরাপত্তা সংকেত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ