গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধের কাছাকাছি’: সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ০৮:০৯:৪৯
গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধের কাছাকাছি’: সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

সত্য নিউজ:ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় চলমান সামরিক অভিযানকে "যুদ্ধাপরাধের খুব কাছাকাছি" বলে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড শুধু মানবিকভাবেই নয়, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও ভয়াবহ।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকা ওলমার্ট বলেন,"এই যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন, ইসরায়েলি সেনারাও মারা যাচ্ছেন—সবদিক থেকেই এটি জঘন্য ও ঘৃণিত।"

তিনি আরো বলেন, “আমরা হামাসের খুনিদের বিরুদ্ধে লড়ছি, বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে নয়। এটা স্পষ্ট হওয়া উচিত।”

সরকারের কড়া প্রতিক্রিয়া

* ওলমার্টের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান ক্ষমতাসীন নেতারা।

* শিক্ষামন্ত্রী ইয়োয়াভ কিশ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "আইডিএফ যখন জীবন বাজি রেখে লড়ছে, তখন তিনি উসকানি দিয়ে তাদের পেছনে ছুরি মারছেন।"

* সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মাই গোলান বলেন, “এই যুদ্ধের একমাত্র অপরাধ আপনি যোদ্ধাদের মুখে থুতু ছিটাচ্ছেন।”

* লিকুদ পার্টির এমপি নিসিম ভাতুরি ওলমার্টকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে বলেন, তিনি এখন হামাসের মুখপাত্রের ভূমিকা পালন করছেন।

ওলমার্টের এই মন্তব্যের আগের দিনই যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও আরও কয়েকটি দেশ ইসরায়েলকে গাজায় সামরিক পদক্ষেপ ও অবরোধ বন্ধে হুঁশিয়ারি দিয়েছে। এসব দেশ জানিয়েছে, সহিংসতা বন্ধ না হলে তারা কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

জাতিসংঘের মানবাধিকার প্যানেল গত সপ্তাহে জানিয়েছে, গাজায় প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি চরম খাদ্যসংকটে ভুগছেন।

ইসরায়েল ২ মার্চ থেকে গাজায় পূর্ণ অবরোধ জারি করেছে। মানবিক সহায়তা না থাকায় খাদ্য, ওষুধ, এমনকি পানিও সংকটাপন্ন। যদিও ইসরায়েল দাবি করেছে, কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, তবে স্থানীয় সূত্রে তা নিশ্চিত করা যায়নি।

গত সপ্তাহেও ওলমার্ট বিবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বলেন, “গাজার পূর্ণ অবরোধ অগ্রহণযোগ্য, ক্ষমার অযোগ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে হয়তো আমরা ইতোমধ্যেই যুদ্ধাপরাধে লিপ্ত বলে বিবেচিত হচ্ছি।”

ওলমার্টের মতো একজন সাবেক প্রধানমন্ত্রী যখন ইসরায়েল সরকারের বিরুদ্ধে এভাবে মুখ খুলছেন, তখন এটা স্পষ্ট যে শুধু বাইরের দিক থেকেই নয়, দেশের ভেতর থেকেও সরকারের গাজানীতির সমালোচনা বাড়ছে।

একদিকে যুদ্ধের কৌশলগত ব্যর্থতা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ এবং মানবিক সংকট—সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ