পাকিস্তানে স্কুল বাসে হামলার বিষয়ে কি বলছে ভারত?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ২১:৪৮:৪৯
পাকিস্তানে স্কুল বাসে হামলার বিষয়ে কি বলছে ভারত?

সত্য নিউজ:পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার শহরে একটি স্কুল বাসে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে চার শিশু। এই নৃশংস ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জনের বেশি শিক্ষার্থী। স্থানীয় সময় বুধবার (২১ মে) সকালে ঘটে যাওয়া এই হামলায় গোটা দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এই হামলার জন্য ভারতীয় ‘সন্ত্রাসী প্রোক্সি’ গোষ্ঠীগুলোকে দায়ী করে বিবৃতি দিয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল হিন্দুস্তান টাইমসকে বলেন, "খুজদারে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। পাকিস্তান আবারো তার ব্যর্থতা ঢাকতে এবং আন্তর্জাতিক দৃষ্টি অন্য দিকে সরাতে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এই কৌশল অতীতেও ব্যর্থ হয়েছে, এবারও হবে।"

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছে, ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে নিরীহ স্কুলশিশুদের লক্ষ্য করে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এই হামলা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসনীতির অংশ, যা প্রোক্সি গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনারও ঘোষণা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, এই হামলা ২০১৪ সালে পেশোয়ারে সামরিক স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হাতে নিহত ১৩০-রও বেশি শিশুর ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত মার্চে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি ট্রেনে হামলা চালিয়ে রেলপথ ধ্বংস করে ও অন্তত ৩১ জনকে হত্যা করে। এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

এই বর্বর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পড়েছে, তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ঘটনার প্রভাব আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ