বাইডেনের ক্যানসার: তবে কি স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা মানা হয়নি?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ২১:৩৫:১৫
বাইডেনের ক্যানসার: তবে কি স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা মানা হয়নি?

সত্য নিউজ:যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘোষণা তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে নানা প্রশ্ন তুলেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মন্তব্য করেছেন, বাইডেনের উচিত ছিল তাঁর স্বাস্থ্য সম্পর্কে জনসাধারণের কাছে আরও স্বচ্ছতা দেখানো। রোম সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তাঁর আসলে কী সমস্যা হয়েছিল, কেন সে সম্পর্কে জনগণ যথাযথ তথ্য পাননি? এটা তো একটা গুরুতর বিষয়।” পাশাপাশি তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে ভ্যান্সের এ বক্তব্যটি ৮২ বছর বয়সী বাইডেনের স্বাস্থ্য ঘিরে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করে। সম্প্রতি প্রকাশিত ‘অরিজিনাল সিন’ বইয়ে দাবি করা হয়, ২০২৪ সালের নির্বাচনের প্রস্তুতির সময় বাইডেনের মানসিক স্থিরতা নিয়ে তাঁর সহযোগীরা এবং দলের ভেতরের নেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রশ্ন উঠছে, বাইডেনের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে কোনো তথ্য কি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল? যদিও বাইডেনের ঘনিষ্ঠরা এসব সন্দেহ খণ্ডন করে বলেছেন, তিনি তখনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন।

বাইডেনের এক মুখপাত্র রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি, তবে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, তাঁর মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তার পেছনে কোনো প্রমাণ নেই। ৮ মে এবিসি’র ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “এই অভিযোগের পক্ষে কোনো ভিত্তি নেই।”

২০২৪ সালের জুলাইয়ে বাইডেন পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তাঁর দুর্বল পারফরম্যান্সের ফলে ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে তাঁর প্রতি সমর্থন হ্রাস পায়। এরপর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রার্থী হন, কিন্তু শেষ পর্যন্ত নভেম্বর ২০২৪ সালের নির্বাচনে তিনিও ট্রাম্পের কাছে হেরে যান।

বাইডেনের দপ্তর জানিয়েছে, সম্প্রতি তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে এবং এটি হাড়েও ছড়িয়ে পড়েছে। বিষয়টি চিকিৎসকদের মাঝেও বিস্ময় তৈরি করেছে। নর্থওয়েস্টার্ন হেলথ নেটওয়ার্কের ক্যানসার কর্মসূচির পরিচালক ডা. ক্রিস জর্জ বলেন, “আমি ধারণা করি সাবেক প্রেসিডেন্ট প্রতিবছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এমন অবস্থায় এই ক্যানসার এত দেরিতে ধরা পড়েছে এটা বিস্ময়কর।” ইউরোলজিস্ট ডা. হার্বার্ট লেপোরও বলেন, “এত পরীক্ষা-নিরীক্ষার যুগে এত দেরিতে ক্যানসার ধরা পড়া অস্বাভাবিক।” সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ প্রোস্টেট ক্যানসার রোগীর ক্ষেত্রে এটি ছড়িয়ে পড়ার আগেই ধরা পড়ে।

আরও বিতর্ক তৈরি হয়েছে প্রেসিডেন্টের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় এই ক্যানসার সম্পর্কিত রক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল কি না, তা নিয়ে। কারণ, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রতিবছর রক্ত পরীক্ষা করানো উচিত।

এদিকে, বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে রাজনৈতিক প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পসহ অনেকে তাঁর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বাইডেন নিজেও সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ক্যানসার আমাদের সবার জীবনকেই স্পর্শ করে। অনেকের মতো, জিল আর আমি শিখেছি, আমরা আমাদের সবচেয়ে নাজুক জায়গাগুলোতেই সবচেয়ে বেশি শক্তি খুঁজে পাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ