শত্রু পক্ষের ১৩ ঘাঁটি মাত্র তিন মিনিটে ধ্বংসের দাবি ভারতের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ১৪:৪১:৪৮
শত্রু পক্ষের ১৩ ঘাঁটি মাত্র তিন মিনিটে ধ্বংসের দাবি ভারতের

সত্য নিউজ: জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে মাত্র তিন মিনিটের ব্যবধানে পাকিস্তানি শিবিরের ১৩টি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের মর্টার হামলার পরপরই এই পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়। বুধবার (২১ মে) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে আর্টিলারি, মর্টার এবং শোল্ডার-মাউন্টেড মিসাইল ব্যবহার করে শত্রুপক্ষের অবস্থানে এই হামলা চালানো হয়। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোল (এলওসি)-এর কাছে একটি উচ্চভূমির ঘাঁটি থেকে এই জবাবি হামলা চালানো হয়, যেটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় এবং পাকিস্তানি ঘাঁটি থেকে মাত্র ১০০ মিটার দূরে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৬ ও ৭ মে মধ্যরাতে পাকিস্তানি বাহিনী ভারতের পুঞ্চ পোস্টে দুটি মর্টার বোমা নিক্ষেপ করে। এর মাত্র তিন মিনিটের মধ্যেই ভারতীয় সেনা সদস্যরা পূর্ব পরিকল্পিত হামলা শুরু করে। এক কর্মকর্তা বলেন, “প্রতিটি সেনা জানত কোন অস্ত্র ব্যবহার করতে হবে, কতক্ষণ গোলাবর্ষণ চালাতে হবে এবং কীভাবে সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করতে হবে। এই সমন্বিত কৌশলেই আমরা মাত্র তিন মিনিটে শত্রুর ১৩টি বাঙ্কার ধ্বংস করতে সক্ষম হই।”

এই অভিযানের কিছুদিন পরেই, ১০ মে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, "সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দিয়ে দুই দেশ একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।" এ ঘোষণা দেন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও পাকিস্তান এখন একটি নিরপেক্ষ স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভারতের এক সিনিয়র সেনা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, “৬ ও ৭ মের রাতে পাকিস্তান যেভাবে ভুল করেছিল, তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এমন কিছু করার আগে শতবার ভাববে।”

সাম্প্রতিক সময়ে সীমান্তে উভয় দেশের উত্তপ্ত অবস্থানের মধ্যে এই হামলার খবর নতুন করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আলোচনায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির পরবর্তীতে শান্তিপূর্ণ আলোচনা এবং টেকসই সমাধানের ওপর জোর দিচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ