মনোনয়ন ফরম সংগ্রহ: এনসিপি আহ্বায়ক কোন ‘গুরুত্বপূর্ণ’ আসন থেকে লড়বেন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ০৯:৩৮:৩৫
মনোনয়ন ফরম সংগ্রহ: এনসিপি আহ্বায়ক কোন ‘গুরুত্বপূর্ণ’ আসন থেকে লড়বেন
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিলসহকারে সম্ভাব্য প্রার্থীরা কার্যালয়ে আসছেন। এরই মধ্যে এনসিপি থেকে ঢাকা-১৮ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

প্রার্থী তালিকা ও আসন পরিচিতি

ঢাকা-১৮ আসন ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ৬টি থানা) নিয়ে গঠিত।

প্রতিদ্বন্দ্বিতা এ আসনে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

অন্যান্য আসনের সম্ভাব্য প্রার্থীরা

এনসিপি থেকে অন্যান্য আসনে নির্বাচন করতে যারা ফরম কিনেছেন, তারা হলেন:

আব্দুল হান্নান মাসউদ যুগ্ম মুখ্য সমন্বয়ক, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন।

হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন।

সারজিস আলম উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন।

আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ) আসন।

সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক, নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ) আসন।

ডা. তাসনিম জারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ) আসন।

সাইফ মোস্তাফিজ যুগ্ম সদস্য সচিব, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন।

জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) আসন।


কোরআন ও সুন্নাহই হবে আইনের ভিত্তি: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:২৪:৪৮
কোরআন ও সুন্নাহই হবে আইনের ভিত্তি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলমান হওয়ায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম–ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণকে সময়োপযোগী আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বিভেদ নয়, ঐক্যই দেশকে নিরাপদ রাখবে।

মির্জা ফখরুল আরও জানান, দেশ এক সংকটময় পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। পর্দার আড়াল থেকে কিছু গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তি তৈরি হলে তার সুযোগ নেবে দেশবিরোধী শক্তি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন ব্যর্থ করার নানা চক্রান্ত চলছে। তিনি জোর দিয়ে বলেন, এই অপচেষ্টা রুখে দেওয়াই বিএনপির প্রধান লক্ষ্য। ব্যক্তিগত বক্তব্যে তিনি উল্লেখ করেন, এটি তার জীবনের শেষ নির্বাচন হতে পারে তাই জনগণের সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর প্রসঙ্গ তুলে বলেন, দীর্ঘ ছয় বছর কারাবন্দি থাকার পর তিনি মুক্ত হলেও বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম–ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।

-শরিফুল


টাঙ্গাইল-৩ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জমা পড়ল মনোনয়ন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:১৯:২১
টাঙ্গাইল-৩ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জমা পড়ল মনোনয়ন
ছবি: সংগৃহীত

ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল–৩ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (আজ) দুপুরে তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের কর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন, যা নির্বাচনী মাঠে দলটির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওবায়দুল হক নাসির বলেন, দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগণের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে তিনি ঘাটাইলবাসীর দোয়া, সমর্থন ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল–৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই ঘাটাইল উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

-রফিক


তাসনিম জারার পর এবার তাজনূভা: এনসিপিতে বিদ্রোহের আগুন থামছেই না

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১৩:৫৮:৩১
তাসনিম জারার পর এবার তাজনূভা: এনসিপিতে বিদ্রোহের আগুন থামছেই না
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দীর্ঘদিনের অভ্যন্তরীণ অসন্তোষ এবার প্রকাশ্য বিচ্ছেদে রূপ নিয়েছে। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার পদত্যাগের রেশ কাটতে না কাটতেই আজ রোববার দুপুরে দল ছাড়ার ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। ঢাকা-১৭ আসনের এই মনোনীত প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের কথা জানিয়ে বলেন, দলের বর্তমান রাজনৈতিক গতিপথ ও জামায়াতের সাথে সমঝোতার সিদ্ধান্তের সাথে তিনি একমত হতে পারছেন না। নির্বাচনী ডামাডোলের মাঝে দুই প্রভাবশালী নারী নেত্রীর প্রস্থান এনসিপির সাংগঠনিক শক্তিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অন্যদিকে, এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। আজ বিকেলের মধ্যেই এই আলোচিত জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এনসিপি সূত্রমতে, দলের ২১৬ জন কেন্দ্রীয় নেতার মধ্যে ১৮৪ জনই জামায়াতের সাথে সমঝোতার পক্ষে মত দিয়েছেন। তবে ৩০ জন কেন্দ্রীয় সদস্য এই জোটের বিরুদ্ধে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তাঁদের উদ্বেগ জানিয়েছেন। তা সত্ত্বেও দলের মূল অঙ্গসংগঠনগুলো—জাতীয় যুব শক্তি, শ্রমিক শক্তি এবং ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তিকে বর্তমান নেতৃত্বের পক্ষেই শক্ত অবস্থান নিতে দেখা গেছে।

জানা গেছে, জামায়াত-এনসিপির এই জোটে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) সহ আরও কয়েকটি ছোট দল যুক্ত হতে পারে। এনসিপি এই বৃহত্তর সংস্কার জোটের অধীনে অন্তত ৫০টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত ৪০টি আসনে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমঝোতা হলে এনসিপি নিজেদের ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা থেকে সরিয়ে এনে কেবল চূড়ান্ত ৪০টি আসনেই লড়াই করবে এবং বাকি আসনগুলোতে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এককভাবে লড়াই করার চেয়ে বৃহত্তর জোটের অংশ হওয়া নির্বাচনী কৌশলের দিক থেকে বেশি ফলপ্রসূ হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই ভাঙন এবং নতুন জোটের সমীকরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করবে। একদিকে আদর্শিক কারণে পদত্যাগ এবং অন্যদিকে নির্বাচনী সফলতার জন্য কৌশলগত ঐক্য—এই দুইয়ের লড়াইয়ে এনসিপি শেষ পর্যন্ত কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে দলের ভেতরের এই বিদ্রোহ নির্বাচনী প্রচারণায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয়: এনসিপি নেত্রী সামান্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১১:১৯:০১
জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয়: এনসিপি নেত্রী সামান্তা
সামান্তা শারমিন- ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতিনির্ধারণী পর্যায়ে জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে যে অস্থিরতা চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতকে ‘অনির্ভরযোগ্য মিত্র’ হিসেবে চিহ্নিত করেন। তাঁর মতে, জামায়াতের রাজনৈতিক দর্শন ও অবস্থানের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মাশুল দিতে হবে। সামান্তার এই অবস্থান মূলত দলের গত দেড় বছরের আদর্শিক লড়াইয়েরই প্রতিফলন বলে তিনি দাবি করেছেন।

সামান্তা শারমিন তাঁর পোস্টে উল্লেখ করেন, এনসিপি গঠিত হয়েছিল বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। অথচ জামায়াত নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি মনে করিয়ে দেন যে, এনসিপির আহ্বায়ক নিজেই একসময় বলেছিলেন—যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট সম্ভব নয়। এই নীতির ওপর ভিত্তি করেই সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করে ৩০০ আসনে এককভাবে লড়ার ঘোষণা দিয়েছিল এনসিপি। এখন সেই অবস্থান থেকে সরে আসা মানেই সাধারণ মানুষ ও প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা।

এনসিপির এই প্রভাবশালী নেত্রী আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করার অর্থ এই নয় যে তিনি বিএনপির পক্ষে। বরং বিএনপি কিংবা জামায়াত—যেকোনোটির সঙ্গে জোট গঠন করা এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে বিচ্যুত হওয়া। তিনি নিজেকে এনসিপির আদি আদর্শের ‘সৈনিক’ দাবি করে বলেন, একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে স্বতন্ত্র পরিচয় টিকিয়ে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াতের জুলাইয়ের স্পিরিট এবং বাংলাদেশ নিয়ে পরিকল্পনার বিষয়ে একমত হওয়ার যে দাবি, তার সঙ্গে এনসিপির রাষ্ট্রকল্পের মৌলিক পার্থক্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সামান্তা শারমিনের এই প্রকাশ্য বিদ্রোহের ফলে এনসিপির শীর্ষ নেতৃত্বে ফাটল এখন স্পষ্ট। গতকাল দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা জামায়াত-জোটের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার পর সামান্তার এই কঠোর বার্তা দলটিকে বড় ধরনের ভাঙনের মুখে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের এই অংশটি যদি জোটের সিদ্ধান্তে অনড় থাকে, তবে নির্বাচনী ময়দানে এনসিপির সাংগঠনিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।


জামায়াত সমঝোতা নিয়ে মুখ খুললেন এনসিপি সদস্যসচিব

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:৩১:৪২
জামায়াত সমঝোতা নিয়ে মুখ খুললেন এনসিপি সদস্যসচিব
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই ইস্যুতে দলের নীতিগত অবস্থান স্পষ্ট করেন। আখতার হোসেনের মতে, রাষ্ট্র সংস্কার এবং নতুন একটি রাজনৈতিক কাঠামো গড়ে তোলার যে অঙ্গীকার এনসিপি করেছে, সেই বৃহত্তর স্বার্থেই জামায়াতসহ সমমনা দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা বিবেচনা করা হচ্ছে।

ফেসবুক বার্তায় তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে প্রধান দলগুলোর (বিএনপি ও অন্যান্য) মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও এনসিপি ও জামায়াতসহ আরও কয়েকটি দল সংস্কারের সুনির্দিষ্ট বিষয়গুলোতে একমত হয়েছে। তাঁর ভাষায়, কেবল নির্বাচনী পাটিগণিত নয়, বরং দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যেই এই সমঝোতা বা জোটের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি মনে করেন, পুরাতন রাজনৈতিক দ্বিমেরুকরণ ভেঙে একটি নতুন ধারা তৈরি করতে হলে এই কৌশলগত ঐক্য প্রয়োজন।

তবে সদস্যসচিব এই বার্তা দিলেও এনসিপির অভ্যন্তরীণ চিত্র বেশ টালমাটাল। জামায়াতের সাথে এই জোটের বিরোধিতায় দলের কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা ইতিমধ্যে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের দাবি, জামায়াতের সাথে জোট করা এনসিপির মৌলিক আদর্শের পরিপন্থী। এই বিরোধের জের ধরে দলের অন্যতম জ্যেষ্ঠ নেত্রী ও ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী ডা. তাসনিম জারা গতকালই পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আখতার হোসেনের এই মধ্যরাতের বার্তা মূলত দলের ভেতরে এবং বাইরে ওঠা সমালোচনার জবাব দেওয়ার একটি প্রচেষ্টা। একদিকে সংস্কারের দোহাই দিয়ে জামায়াতের সাথে জোটের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা চলছে, অন্যদিকে এনসিপির তৃণমূল ও একটি বড় অংশ জামায়াত বিরোধিতায় অনড়। এই রশি টানাটানির মধ্যে এনসিপি শেষ পর্যন্ত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে নাকি বড় ধরনের ভাঙনের মুখে পড়বে, তা আগামী কয়েক দিনেই স্পষ্ট হবে।


ভোটের আগে রাজনীতিতে চলছে ভাঙাগড়ার নতুন খেলা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:০০:৩৩
ভোটের আগে রাজনীতিতে চলছে ভাঙাগড়ার নতুন খেলা
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়ের ঠিক আগেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে বড় ধরনের ওলটপালট শুরু হয়েছে। দীর্ঘদিনের মিত্রদের অনেকে এখন বিএনপির মূল দলে বিলীন হয়ে যাচ্ছেন অথবা ‘ধানের শীষ’ প্রতীক পেতে নিজেদের প্রতিষ্ঠিত দল বিলুপ্ত করছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গণঅধিকার পরিষদে। দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এবং তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। তবে এই দলবদলের পরপরই গণঅধিকার পরিষদ থেকে তাঁকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি’ কাজের দায়ে বহিষ্কার করা হয়েছে। তাঁর সাবেক সহযোদ্ধা মো. ফারুক হাসান এই পদক্ষেপকে ‘দুই নৌকায় পা দেওয়া’র সাথে তুলনা করে কড়া সমালোচনা করেছেন।

অন্যদিকে, আসন সমঝোতায় ব্যর্থ হয়ে বিএনপির ২০ বছরের পুরনো মিত্র বাংলাদেশ লেবার পার্টি জোট ছেড়ে বেরিয়ে গেছে। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এখন জামায়াতে ইসলামীর সাথে নতুন করে সখ্য গড়ে তুলছেন বলে গুঞ্জন রয়েছে। একইভাবে, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদও বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদিও তাঁর মহাসচিব রেদোয়ান আহমেদ ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসনে ধানের শীষের টিকিট নিশ্চিত করেছেন। অলি আহমদ এখন জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জোটের এই সংকট কেবল বিএনপিতেই সীমাবদ্ধ নয়। জামায়াতে ইসলামীর সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা নিয়েও দলের ভেতরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। জোটের এই রাজনৈতিক সমীকরণের প্রতিবাদে ঢাকা-৯ আসনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন। এছাড়া, জেএসডি-র আ স ম আবদুর রবও আসন না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যেখানে তাঁর স্ত্রী তানিয়া রব বিএনপির প্রতি ‘অসম্মান প্রদর্শনের’ অভিযোগ তুলেছেন।

ববি হাজ্জাজের মতো নেতারা নিজের দল এনডিএম-কে সচল রেখেও সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বিএনপির সমর্থনে নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এবারের নির্বাচনকে কেন্দ্র করে আদর্শের চেয়ে ‘আসন’ এবং প্রতীকের লড়াই অনেক বেশি প্রবল হয়ে উঠেছে, যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন মোড় নির্দেশ করছে।


অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্তে খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০৮:৩৮:৫৮
অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্তে খালেদা জিয়া
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত স্থিতিশীল নয় এবং তিনি এক সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি হয়নি এবং তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে রাতে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তাঁরা দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাঁকে সাধারণ কেবিন থেকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দেশি-বিদেশি মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

চিকিৎসক জাহিদ হোসেন আরও বলেন যে, তারেক রহমান ও জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্যের জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী এবং চিকিৎসক-নার্সদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার জন্য তারেক রহমান সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসার যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বর্তমানে বেগম জিয়ার লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ধরা পড়েছে বলে মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে। ডা. জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন যে, আল্লাহ যদি মেহেরবানি করেন এবং চিকিৎসা সঠিক পথে এগোয়, তবে এই সংকটকাল কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসনের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো দেশ, এবং তাঁর দ্রুত সুস্থতার কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করছেন দলীয় নেতাকর্মীরা।


এনসিপি কি দুই ভাগ হচ্ছে: জামায়াত জোট ঠেকাতে ৩০ নেতার কঠোর বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ২১:৩০:৫১
এনসিপি কি দুই ভাগ হচ্ছে: জামায়াত জোট ঠেকাতে ৩০ নেতার কঠোর বার্তা

নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে দলটির ভেতরেই এখন আগ্নেয়গিরির মতো অসন্তোষ ফেটে পড়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এক যৌথ চিঠির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ৩০ জন প্রভাবশালী সদস্য এই জোটের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট ও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইনসহ আরও অনেকে। তাঁদের মতে, জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া মানেই এনসিপির ঘোষিত আদর্শ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতার সাথে বেইমানি করা।

চিঠিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। নেতারা দাবি করেছেন, গত এক বছর ধরে জামায়াত-শিবির অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ চালিয়েছে। এমনকি এনসিপি ও তাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্র হনন এবং অনলাইন ফোর্সের মাধ্যমে অপপ্রচার চালানোর মতো নিকৃষ্ট কাজও করেছে তারা। এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা এবং গণহত্যার সহযোগিতার বিষয়টি উল্লেখ করে নেতারা বলেন, এমন কোনো দলের সাথে জোট গঠন এনসিপির গণতান্ত্রিক চেতনার সাথে মৌলিকভাবে সাংঘর্ষিক।

বিক্ষুব্ধ নেতারা মনে করিয়ে দিয়েছেন যে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বারবার ৩০০ আসনে এককভাবে লড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি করে ইতিমধ্যে ১২৫ জন প্রার্থীও ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় মাত্র কয়েকটি আসনের লোভে জামায়াতের মতো দলের সাথে সমঝোতা করাকে তাঁরা 'জাতির সঙ্গে প্রতারণা' বলে অভিহিত করেছেন। চিঠিতে আরও বলা হয়েছে যে, জোটের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দলের মধ্যপন্থী সমর্থক ও নতুন প্রজন্মের কর্মীরা এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন।

নেতৃত্বের এই বিশাল অংশের আপত্তির ফলে এনসিপি এখন বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, নীতিগত অবস্থান বিসর্জন দিয়ে কোনো কৌশলগত জোট গ্রহণ করা হবে না। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারানোর আশঙ্কায় ৩০ জন নেতা আহ্বায়ককে অনুরোধ করেছেন যাতে জামায়াতের সাথে কোনো ধরনের রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে দ্রুত স্পষ্ট অবস্থান নেওয়া হয়। এখন দেখার বিষয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ৩০ নেতার দাবি মেনে নিয়ে একক লড়াইয়ের পথে ফেরেন, নাকি জামায়াত জোটের সিদ্ধান্তেই অটল থাকেন।


গোপালগঞ্জের নৌকার ১৭ মাঝি এখন ধানের শীষের সারথি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ২১:১৩:৩৭
গোপালগঞ্জের নৌকার ১৭ মাঝি এখন ধানের শীষের সারথি
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) এক নজিরবিহীন রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের সুযোগ্য নেতৃত্বে আস্থা রেখে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেড়রী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ এবং হাবি শেখ। যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও সভাপতি ইউসুফ আলী দাড়িয়াসহ স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাঁদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগ ছেড়ে আসা নেতা আনোয়ার হোসেন বলেন যে, তাঁরা স্বেচ্ছায় এবং দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁরা আগামীতে বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার নবাগতদের স্বাগত জানিয়ে মন্তব্য করেন যে, কোটালীপাড়ায় আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদানের অপেক্ষায় রয়েছেন, যা আগামী নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, গোপালগঞ্জের মতো জেলায় আওয়ামী লীগের ভেতর থেকে এভাবে নেতাকর্মীদের বিএনপিতে চলে যাওয়া শাসক দলটির স্থানীয় সাংগঠনিক দুর্বলতাকে স্পষ্ট করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দলবদল কোটালীপাড়ার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। নবাগত এই ১৭ কর্মীর যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি শিবিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত