মাত্র ৩০ টাকার জন্য খুন করলো বন্ধুকে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ০৮:৪০:৫৭
মাত্র ৩০ টাকার জন্য খুন করলো বন্ধুকে

সত্য নিউজ: তুচ্ছ অর্থনৈতিক দ্বন্দ্বই রক্তাক্ত পরিণতির রূপ নিল রাজধানীর মতিঝিলে। মাত্র ৩০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক বন্ধু। নিহতের নাম মমিন এবং ঘাতক রাকিব। মঙ্গলবার (২০ মে) মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন পীর জঙ্গি মাজার এলাকা থেকে হত্যাকারী রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও তাদের বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোন থেকে আম পেড়ে ৩৯০ টাকায় বিক্রি করে। আলামিন তার অংশ ১৩০ টাকা নিয়ে চলে গেলেও বাকি দুই বন্ধু মমিন ও রাকিবের মধ্যে ২৬০ টাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এর মধ্যে রাকিব ৮০ টাকা খরচ করে ফেললে, বাকি ১৮০ টাকা থেকে ১০০ টাকা মমিনকে দেওয়া হয়। তবে মমিন দাবি করেন, তার প্রাপ্য আরও ৩০ টাকা।

পরদিন ১৩ মে সকালে, মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের পাশে ফের তর্কে জড়ান রাকিব ও মমিন। কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিব প্রথমে মমিনকে থাপ্পড় দেয়। এরপর মমিন ইট নিয়ে আক্রমণের চেষ্টা করলে, রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ছুরিকাঘাত করে। রক্তাক্ত মমিন পড়ে গেলে, তাকে রিকশা ডেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় রাকিব। তবে চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করেন। এরপর কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় রাকিব।

ঘটনার পরদিন মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে রাকিবের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে, রাকিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ