গাজা আক্রমণের পাল্টা জবাবে হাইফা বন্দর অবরোধের হুঁশিয়ারি হুথিদের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৮:৩৩:৪০
গাজা আক্রমণের পাল্টা জবাবে হাইফা বন্দর অবরোধের হুঁশিয়ারি হুথিদের

সত্য নিউজ:ইসরাইলের গাজায় চলমান সামরিক অভিযানের জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের হাইফা বন্দরের বিরুদ্ধে ‘সমুদ্র অবরোধ’ ঘোষণা করেছে। সোমবার (২০ মে) ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।

ভাষণে সারিয়া বলেন, “এই ঘোষণার মুহূর্ত থেকে হাইফা বন্দরটিকে আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।” তিনি আরও জানান, বন্দর বা এতে চলাচলকারী জাহাজগুলো সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে এবং তাদের এই অঞ্চল থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

হুথি বিদ্রোহীরা ইসরাইলের বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে আগে থেকেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর অন্যতম। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের পর হুথিরা কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে।

ইসরাইল কর্তৃপক্ষ দাবি করেছে, হুথিদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্র চলতি বছরের ১৫ মার্চ থেকে ইয়েমেনে একাধিক বিমান ও নৌ-আক্রমণ চালায়। এই অভিযানটি ডোনাল্ড ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি। এ সময় হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। যদিও ৮ মে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ইয়েমেনে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ