ট্রাম্পের হুমকি ঠেকাতে শুল্ক ছাড়ের পথে বাংলাদেশ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৯:৪২:০৫
ট্রাম্পের হুমকি ঠেকাতে শুল্ক ছাড়ের পথে বাংলাদেশ

সত্য নিউজ:যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৈষম্য হ্রাস এবং বাড়তি শুল্কের চাপ সামলাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তত ১০০ ধরনের আমদানি পণ্যে শুল্ক কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৯ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এনবিআর ১০০টি ‘ট্যারিফ লাইন’ বা এইচএস কোডভুক্ত পণ্যে শুল্ক শূন্য করার প্রস্তাব করে। এর মধ্যে অস্ত্র, যুদ্ধবিমান, মিসাইল, জ্বালানি ও সরকারি প্রকল্পভিত্তিক পণ্য রয়েছে- যেগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়ে থাকে এবং সরকারি ব্যবস্থাপনাতেই কেনা হয়।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় মাত্র ২ বিলিয়ন ডলারের পণ্য। এই বাণিজ্য ঘাটতির প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। বর্তমানে মার্কিন বাজারে প্রবেশ করতে বাংলাদেশের পণ্যের ওপর ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপিত হচ্ছে।

বিষয়টি মাথায় রেখেই প্রধান উপদেষ্টা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে এক চিঠিতে শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ করেন। সেখানে তিন মাস শুল্কারোপ স্থগিত রাখার অনুরোধও জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে, অতিরিক্ত ১০০ ধরনের পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে। এর আগে বাংলাদেশ ১৯০ ধরনের পণ্যে শুল্ক শূন্য রেখেছিল যুক্তরাষ্ট্রের জন্য।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে- নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হবে, ব্যক্তি করদাতাদের ন্যূনতম কর নির্ধারণ করা হবে ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ পর্যন্ত উন্নীত করা হবে। তবে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ে এমন ক্ষেত্রে কর না বসাতে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সুসংহত করতে এবং সম্ভাব্য শুল্কারোপ এড়াতে কৌশলগতভাবে এগোচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ