গাজার জনপদ পরিণত হচ্ছে সমাধিক্ষেত্রে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৮:৩৫:২৪
গাজার জনপদ পরিণত হচ্ছে সমাধিক্ষেত্রে

সত্য নিউজ: গাজায় আরেক ভয়াবহ দিন, ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় সোমবারও কেটেছে আরেকটি ভয়াল দিন। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন কমপক্ষে ১২৬ জন। এর মধ্যে রাত ১২টার পর নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৮ জন।

সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় মুসা বিন নুসাইর স্কুলে, যেখানে বহু সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে নিহত হন অন্তত ১২ জন। এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে মারা যান আরও ১৫ জন, এবং দেইর আল-বালাহ এলাকায় নিহত হন ১২ জন বেসামরিক ব্যক্তি।

এর আগেও নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপর চালানো হামলায় নিহত হয় ৭ জন। তাদের মধ্যে একজন নারী ও একজন শিশু ছিল। আহত হয়েছে আরও অন্তত ১৮ জন, যাদের বেশিরভাগই শিশু।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে গাজার ঘনবসতিপূর্ণ জনপদ ও শরণার্থী শিবিরগুলোতে এসব হামলায় বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার অধিকাংশই।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আবারও গাজার পরিস্থিতিকে “মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যায়িত করেছে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো আভাস নেই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ