পুলিশের বাধা উপেক্ষা: শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা পদযাত্রা

নিশ্চিত কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পদযাত্রা শাহবাগ থানার সামনে আটকে দিয়েছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সংগঠনটির আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে প্রায় ৩৫ থেকে ৪০ জন প্রতিবন্ধী এই পদযাত্রা শুরু করেন। এসময় আন্দোলনকারীরা ব্যারিকেড সরাতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।
দাবিসমূহ ও হুঁশিয়ারি
আন্দোলনকারীরা জানান, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বিষয়টি বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে। তারা অবিলম্বে দাবি পূরণে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন এবং এখন যদি ব্যারিকেড সরানো না হয়, তবে এর সামনেই নিজস্ব সার্টিফিকেট পুড়িয়ে প্রতিবাদ জানাবেন।
পরিষদের সদস্য সচিব আলিফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন পিয়াস তাদের পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো:
১. বিশেষ নিয়োগ: প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
২. কোটা সংরক্ষণ: প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
৩. শ্রুতিলেখক নীতিমালায় সংশোধন: জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।
৪. বিশেষ নিয়োগ (দৃষ্টি প্রতিবন্ধী): সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. বয়সসীমা বৃদ্ধি: প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।
অসময়ের তীব্র ভাঙনে বিলীন শত ঘর-মসজিদ, মানচিত্র থেকে মুছে যাওয়ার আতঙ্কে মন্নিয়ার চর
যমুনা নদীর তীব্র ভাঙনের মুখে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর গ্রামের বাসিন্দারা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত কয়েক দিন ধরে অসময়ে শুরু হওয়া এই নদীভাঙনে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে একটি মসজিদ, শতাধিক একর ফসলি জমি এবং চার শতাধিক বসতঘরসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, চলমান ভাঙনের কারণে মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্নিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা, আটটি মসজিদ এবং আট কোটি টাকা মূল্যের একটি সোলার প্যানেল—এরকম গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি নানা স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। দ্রুত ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেওয়া না হলে মন্নিয়ার চর গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এর আগেও যমুনার ভাঙনে ওই এলাকার বিভিন্ন গ্রাম বিলীন হয়ে গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ:
ভাঙনের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বিদ্যালয় থেকে নদী এখন মাত্র কয়েকশ গজ দূরে। তিনি বলেন, "যেভাবে ভাঙন শুরু হয়েছে, জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নিলে কয়েক দিনের মধ্যেই আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বিলীন হয়ে যেতে পারে। প্রায় ২৫০ জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। এটি রক্ষা করা না গেলে এই অঞ্চলে শিক্ষার মান পিছিয়ে যাবে।"
বিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহম্মেদ জানায়, আর এক মাস পরই তাদের চূড়ান্ত পরীক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠানটি ভেঙে গেলে তাদের পড়ালেখার বড় ধরনের ক্ষতি হবে। নবম শ্রেণির শিক্ষার্থী দিশামনি ও শহীদ মিয়াও একই আশঙ্কার কথা জানিয়েছে। দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার খানমও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, কারণ তার বিদ্যালয়টিও নদী থেকে মাত্র কয়েকশ গজ দূরে অবস্থিত এবং সেখানে শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
প্রশাসন ও স্থানীয়দের দাবি:
বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ জানান, অসময়ের এই ভাঙন তাদের জন্য বড় ক্ষতির কারণ। তিনি সতর্ক করে বলেন, "যদি এখনই ভাঙন ঠেকাতে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে একাধিক সরকারি ও বেসরকারি স্থাপনা, বিপুল ফসলি জমি এবং অসংখ্য বসতঘর নদী গ্রাস করে নেবে।" স্থানীয় ইউপি সদস্য মমতাজ আকন্দ, যার নিজের বাড়িও কয়েক মাস আগে যমুনায় বিলীন হয়েছে, তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ফসলি জমি ও বসতঘর রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানিয়েছেন, ভাঙনের বিষয়টি ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবহিত করা হয়েছে এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান জানান, মন্নিয়াসহ আশপাশের চরাঞ্চলে যমুনা নদীর ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের জন্য সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। তিনি বলেন, "আমরা খুব দ্রুত সেই সমীক্ষার প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এরপর টেকসই কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা হবে।"
রাজধানীতে আজ কোন এলাকায় বন্ধ দোকান ও মার্কেট
ঢাকার দীর্ঘস্থায়ী যানজট, ভিড়ভাট্টা আর ব্যস্ত জীবনের ভেতর দিয়ে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়ে যদি গিয়ে দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে হতাশা অনিবার্য। সময় ও পরিশ্রম—দুটোই যাবে বৃথা। তাই নাগরিক ভোগান্তি রোধে আগে থেকেই জানা জরুরি, আজ রাজধানীর কোন কোন এলাকায় দোকান ও মার্কেট বন্ধ থাকবে।
ঢাকা মহানগর ব্যবসায়ী সমন্বয় পরিষদের নির্ধারিত নিয়ম অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহে একদিন পালাক্রমে দোকানপাট বন্ধ রাখা হয়। এর মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের বিশ্রামের সুযোগ দেওয়া, বিদ্যুৎ সাশ্রয় করা এবং নগরের যানবাহনের চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) রাজধানীর বেশ কিছু এলাকায় দোকান ও বিপণিবিতান বন্ধ থাকবে। আজ নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, বায়তুল মোকাররম, রাজাবাজার, আজিমপুর, শান্তিনগর, মগবাজার ও করিমপুরা এলাকার দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অপরদিকে উত্তরা, মিরপুর-১ থেকে ৬ নম্বর সেকশন এবং দক্ষিণখান এলাকার বেশিরভাগ মার্কেটও আজ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন।
অন্যদিকে ধানমন্ডি, বনানী ও গুলশান এলাকার কিছু শোরুম ও বুটিক বিকেল পর্যন্ত খোলা থাকবে, তবে কিছু রেস্তোরাঁ ও সুপারশপ সীমিত সময়ের মধ্যে সেবা প্রদান করবে। একই সঙ্গে অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও আজ কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।
ভবিষ্যতে নাগরিক সুবিধার কথা বিবেচনা করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন একটি ‘স্মার্ট শপিং ক্যালেন্ডার’ তৈরির উদ্যোগ নিচ্ছে। এতে সপ্তাহের কোন দিন কোন এলাকার দোকান খোলা বা বন্ধ থাকবে তা সহজেই জানা যাবে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে।
নগর বিশেষজ্ঞদের মতে, এই ধরনের তথ্য সহজলভ্য হলে শুধু ক্রেতারই উপকার হবে না, বরং যানজট, জ্বালানি অপচয় ও অপ্রয়োজনীয় জনচাপও অনেকটা হ্রাস পাবে।
তাই আজ যারা কেনাকাটায় বের হওয়ার পরিকল্পনা করছেন, তারা রওনা হওয়ার আগে একবার নিশ্চিত হয়ে নিন গন্তব্যের দোকানপাট খোলা আছে কিনা। অল্প এই সতর্কতা আপনাকে সময়, শ্রম ও মানসিক চাপ সবই থেকে রক্ষা করবে।
ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড পুলিশের
রাজধানীর প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে ভুখামিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়েন। এতে অন্তত ৪৩ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষ ও পুলিশের বক্তব্য
সংঘর্ষ: শিক্ষকরা কিছু দূর এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর সচিবালয়ের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর শিক্ষকেরা আশপাশ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
পুলিশের বক্তব্য: শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, “ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জোর করে সচিবালয়ের দিকে যেতে চাইছিলেন। তাদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করা হলেও তারা তা মানেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানের জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন।
বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লিখে পালাল দুই যুবক
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে হেলমেট পরা দুই যুবক উপজেলা বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ লিখে পালিয়ে গেছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পৌর সদরের কলেজ গেট এলাকায় অবস্থিত বিএনপি অফিসে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, রাত আনুমানিক ১২টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক অফিসের সামনে এসে এই স্লোগানগুলো দ্রুত লিখে পালিয়ে যান।
রাজনৈতিক উসকানি ও ভিডিও ফুটেজ
শনাক্তকরণ: মুখ হেলমেটে ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দুই যুবক মোটরসাইকেল থামিয়ে দ্রুতগতিতে অফিসের দেয়ালে স্লোগান লিখছেন—তা দেখা যায়।
বিএনপির অভিযোগ: পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “হেলমেট পরে দুই যুবক বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়ালসহ কয়েকজন নেতার বাড়ির দেয়ালেও ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা’ লিখে গেছেন। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।” তিনি মনে করেন, বিষয়টি রাজনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা।
পুলিশের তৎপরতা
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
খুলনা-২ আসনে ত্রিমুখী লড়াই: কার হাতে উঠবে ধানের শীষ?
খুলনা-২ আসন নিয়ে জমে উঠেছে বিএনপির মনোনয়ন লড়াই। নানা নাটকীয়তার পর সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু হাইকমান্ডের ডাক পাওয়ায় এ আসন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন, এই আসনে ধানের শীষের কাণ্ডারী কে হচ্ছেন, সেটি নিয়ে বড় চমক অপেক্ষা করছে।
এই আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনজন হেভিওয়েট নেতা: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
মঞ্জুকে নিয়ে কেন এত আলোচনা?
সংগঠন থেকে বাদ: ২০২১ সালের ডিসেম্বর মাসে খুলনা মহানগর বিএনপির সভাপতির পদ হারান নজরুল ইসলাম মঞ্জু। আহ্বায়ক কমিটিতে শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিনকে পদ দেওয়া হয়। এরপর মঞ্জু তার অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এবং তাকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।
মাঠে সক্রিয়তা: মঞ্জু পদ থেকে বাদ দেওয়ার পরও মাঠ ছাড়েননি। বিভিন্ন ব্যানারে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন এবং সমাবেশে কর্মীদের নিয়ে শোডাউন করেছেন। এমনকি সমাবেশের মঞ্চে আসন না পেয়ে কর্মীদের সঙ্গে মাঠে বসে সমাবেশে অংশ নেওয়ার নজিরও রয়েছে।
হাইকমান্ডের ডাক: সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নজরুল ইসলাম মঞ্জুর ডাক পড়ায় চার বছরের সব হিসাব-নিকাশ ওলোট-পালট হয়ে যায়।
অন্যান্য প্রার্থীর তৎপরতা
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে সবচেয়ে বেশি প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন সাঁটিয়েছেন। এরপর নগর সভাপতি শফিকুল আলম মনাও সংসদ সদস্য প্রার্থী হিসাবে প্রচারণা শুরু করেন। বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হলে কেন্দ্রীয় বিএনপির এক নেতার হস্তক্ষেপে মনা ও তুহিন যৌথভাবে ধানের শীষের প্রচারণা শুরু করেন।
মঞ্জু ২০০৯-২০১৪ সাল পর্যন্ত এই আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাকে পরাজিত করে। সেই হিসাবে এই আসনটিতে তার গ্রহণযোগ্যতা তিনজনের মধ্যে বেশি বলে ভোটাররা জানিয়েছেন।
দলের বার্তা
সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ বলেন, “দীর্ঘদিন পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জুকে ডেকেছেন, এটা আমাদের বড় পাওয়া। আমরা চাই আগামীতে খুলনা-২ আসনে তাকে মনোনয়ন দেওয়া হোক।”
তবে কেন্দ্রীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান সব আগ্রহী প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ডেকেছেন। কাউকে মনোনয়ন দেওয়ার উদ্দেশ্যে নয়। বিষয়টি এমনও হতে পারে, তিনজনের মধ্যে কাউকে না দিয়ে নতুন কোনো চমকও থাকতে পারে।
মেট্রোরেল দুর্ঘটনায় বাবা হারানো: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর আকুল আবেদন
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদরাসা মাঠে নিহতের জানাজা শেষে তাকে দাফন করা হয়। নিহত আজাদের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আর পারিসা এখনো বুঝে উঠতে পারেনি তাদের বাবা আর এই পৃথিবীতে নেই। বাবার মৃত্যুতে নিমিষেই শিশু দুটির ভবিষ্যৎ ঢেকে গেছে কালো মেঘে।
পরিবারের আহাজারি ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতা
আবুল কালাম আজাদ ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে তার ওপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন। তার আয়ের টাকায় পুরো পরিবার চলতো। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে দুই শিশু সন্তান নিয়ে স্ত্রী প্রিয়া অথৈ সাগরে পড়েছেন।
স্ত্রীর আকুতি: নিহত আবুল কালাম আজাদের স্ত্রী প্রিয়া বলেন, “আমার হাজবেন্ড ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। আমাদের সংসার এখন কীভাবে চলবে। ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে সামনে কীভাবে চলবো বুঝতে পারছি না। সরকারের কাছে একটাই দাবি, আমার স্বামীর মতো যাতে আর কারো মৃত্যু না হয়।”
স্বজনদের ক্ষোভ: নিহতের চাচাতো ভাই আব্দুল গণি বলেন, “সরকারিভাবে পাঁচ লাখ টাকা অনুদানের কথা ঘোষণা দেওয়া হলেও সংশ্লিষ্ট অধিদপ্তরের কেউ আমাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করেনি। আমরা দাবি জানাই, তার পরিবারের কথা ভেবে সরকার অন্তত কোটি টাকা ক্ষতিপূরণ দেবে।”
কর্তৃপক্ষের মন্তব্য: নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, “আমরা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।”
ক্ষতিপূরণের আশ্বাস
সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে স্বজন ও এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত পদক্ষেপ: উচ্চকক্ষ গঠনে বিশেষ শর্তসহ ‘আদেশ’ আসছে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার বিভেদ নিরসনে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন ‘জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করেছে, যেখানে বিশেষ করে ভোটের অনুপাত (পিআর) পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মতামতের সমন্বয় করা হয়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, এই সুপারিশ দু-এক দিনের মধ্যে সরকারপ্রধানের কাছে জমা দেওয়া হবে।
পিআর নিয়ে সমঝোতার কৌশল
জুলাই সনদের বাস্তবায়নে প্রধান বাধা ছিল উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। বিএনপি এর ঘোর বিরোধী হলেও জামায়াত, এনসিপি এবং অন্যান্য দল পিআর-এর দাবিতে অনড়। এই বিরোধ মেটাতে খসড়া আদেশে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে:
বাধ্যতামূলক অনুমোদন: খসড়ায় বলা হয়েছে, আদেশ গণভোটে পাস হলে সংবিধান সংস্কার পরিষদ উচ্চকক্ষ গঠন অনুমোদন করতে বাধ্য থাকবে।
অগ্রাধিকার: অন্যান্য সংস্কারে পরিষদ ৯ মাস সময় পেলেও, উচ্চকক্ষ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে এবং অনুমোদনের ১৫ দিনের মধ্যে প্রক্রিয়া শুরু হবে।
মধ্যস্থতা: এই শর্তের মাধ্যমে বিএনপির অবস্থানকে (সংসদে সুরাহা) গ্রহণ করা হয়েছে এবং উচ্চকক্ষ গঠনের অনুমোদন বাধ্যতামূলক করে অন্যদের দাবিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
আদেশের আইনি ভিত্তি ও গণভোট
কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন ও টেকসই করার জন্য আদেশ জারি ছাড়া বিকল্প পথ নেই। এই আদেশের ওপরই গণভোট হবে।
দ্বৈত ভূমিকা: খসড়ায় বলা হয়েছে, আদেশ গণভোটে জনগণের অনুমোদন পেলে আগামী নির্বাচনে গঠিত সংসদ দ্বৈত ভূমিকা রাখবে—নিয়মিত সংসদ (সরকার গঠন ও আইন প্রণয়ন) এবং সংবিধান সংস্কার পরিষদ (যা সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে)।
ভূমিকম্পের ক্ষমতা: খসড়া আদেশে বলা হয়েছে, এই আদেশ জারি হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থানে ব্যক্ত করা জনগণের কর্তৃত্বে’, যাতে এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন না ওঠে।
নোট অব ডিসেন্ট: গণভোটে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) থাকবে না, কারণ বিশেষজ্ঞরা মনে করেন দলগুলোর ভিন্নমতের চেয়ে গণভোটে পাওয়া জনরায়ের আইনি ভিত্তি অনেক ঊর্ধ্বে। ভিন্নমতের বিষয়গুলো আগামী সংসদে কীভাবে বাস্তবায়ন হবে, তা আদেশে ঠিক করা হবে।
শেষ মুহূর্তের তৎপরতা
আদেশ কে জারি করবে এবং গণভোট কখন হবে—এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না থাকায় সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এ বিষয়ে গতকাল শনিবার বিএনপি, জামায়াত এবং এনসিপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শেষ মুহূর্তের অনানুষ্ঠানিক বৈঠক হয়। কমিশন আগামী সোমবারের মধ্যে সরকারকে সুপারিশ করার পরিকল্পনা নিয়েছে।
ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে নির্বাচন: নুরুল হক নুরের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই দিতে হবে। তিনি মনে করেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত ভালো হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সংঘাত ও ষড়যন্ত্রের শঙ্কা
সংঘাতের কারণ: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচন সংঘাতমুখর নাকি শান্তিপূর্ণ হবে, তা শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও নির্ভর করবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।
কালো মেঘের আশঙ্কা: তিনি বলেন, সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে।
গণঅধিকার পরিষদের পটভূমি
গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন।
মূলনীতি: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়।
স্লোগান: গণঅধিকার পরিষদের স্লোগান হলো, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
সেনাবাহিনীর অভিযানে বিমানবন্দর রেলস্টেশনে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রভর্তি ট্রলিব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
৮টি বিদেশি পিস্তল
১৬টি ম্যাগাজিন
২৬ রাউন্ড অ্যামুনিশন
২.৩৯ কেজি গান পাউডার
২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪ ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
- শয়তানের আক্রমণ থেকে বাঁচুন রাতে ঘুমানোর আগে যে দোয়া পড়তেন নবীজি (সা.)
- ঘুমের ওষুধ নয় অনিদ্রা দূর করবে আপনার রান্নাঘরের ৬ খাবার
- ৩১ অক্টোবর বাংলাদেশের প্রধান অঞ্চলের নামাজের সময়সূচি
- সামরিক প্রস্তুতি লেবাননে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় প্রেসিডেন্টের কঠোর নির্দেশ
- শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা শিশুদের দল: সামান্তা
- রেকর্ড বৃদ্ধি পরদিনই দরপতন শুক্রবার থেকে কার্যকর হবে নতুন স্বর্ণের মূল্য
- অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে অনুমোদন পেল নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ
- আমরা কীভাবে কী করব, বুঝতে পারছি না: আসিফ নজরুল
- ৩০ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ৩০ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ৩০ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- এনসিপি সমন্বয়কের হুঁশিয়ারি গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায়ভার প্রধান উপদেষ্টার
- উন্মোচিত হল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সত্যতা
- এক শতাব্দী পর সৈকতে ভেসে এলো প্রথম বিশ্বযুদ্ধের বোতলবন্দি চিঠি
- ঐকমত্য কমিশনের সুপারিশ একপাক্ষিক ও জাতির সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
- বিটিআরসি'র নতুন নিয়ম ১৬ ডিসেম্বর থেকে: আপনার ফোন বৈধ কিনা, জেনে নিন প্রক্রিয়া
- কর্মসংস্থানকে কেন্দ্রে রেখে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য তারেক রহমানের
- গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের কাছে ৮ দলের ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ
- বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার প্রকাশিত
- ওয়ান ব্যাংক পিএলসি-এর Q3 ২০২৫ আর্থিক ফলাফল প্রকাশ
- ফ্রিজে ঘন ঘন বরফ জমছে? স্থায়ী সমাধান দেবে ৩টি সহজ টিপস
- ফ্রিজে ঘন ঘন বরফ জমছে? স্থায়ী সমাধান দেবে ৩টি সহজ টিপস
- RELIANCINS-এর Q3 ২০২৫ আর্থিক ফলাফল প্রকাশ
- উচ্চ রক্তচাপই স্ট্রোকের ঝুঁকি বাড়ায়: জীবন রক্ষায় প্রতিরোধের উপায়গুলি জেনে নিন
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে কি বিশ্ব? ট্রাম্পের নির্দেশে বাড়ছে উদ্বেগ
- মেঘনা ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ট্রাম্প-শি আলোচনা সম্পন্ন: বৈঠকের পর কী বড় সিদ্ধান্ত এলো?
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরের মধ্যেই প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর নতুন হামলা
- বাণিজ্য উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র-চীনের ঐতিহাসিক চুক্তি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর!
- ঐকমত্য কমিশনের সুপারিশমালায় ক্ষুব্ধ বিএনপি: দেখছে জামায়াত ও এনসিপির মতের প্রতিফলন
- মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ফ্রড, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ
- চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপির কড়া পদক্ষেপ
- নারী শিক্ষা ও ক্রীড়া নিয়ে বিএনপি’র পরিকল্পনা জানালেন আমীর খসরু
- অসময়ের তীব্র ভাঙনে বিলীন শত ঘর-মসজিদ, মানচিত্র থেকে মুছে যাওয়ার আতঙ্কে মন্নিয়ার চর
- ঢাকা ও আশেপাশের এলাকার আজকের আবহাওয়ার পূর্বাভাস
- ফিটনেস জগতে আলোড়ন: জনপ্রিয় প্রোটিন পাউডারে ক্ষতিকর সীসার মাত্রা ফাঁস
- বাজুস জানালো নতুন দাম: আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন মূল্য
- ছাত্রজীবনেই আত্মনির্ভরশীলতা: আয় করার ৭টি সহজ ও পরীক্ষিত উপায়
- রাজধানীতে আজ কোন এলাকায় বন্ধ দোকান ও মার্কেট
- অ্যাটলাস আসছে: চ্যাটজিপিটি এখন ব্রাউজারে, নিজেই করবে আপনার সব কাজ
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- বিপিএল ফিক্সিং তদন্তে ৯০০ পৃষ্ঠার রিপোর্টে বিস্ফোরক তথ্য
- প্রচলিত রুট এড়িয়ে সাবেক প্রতিমন্ত্রীর ১০,০০০ কোটি টাকার পাচার রহস্য
- নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক, মুখোমুখি ‘হ্যাঁ’ ও ‘না’ পক্ষ
- দুই পক্ষের ঘোষণার পরও থামছে না গাজায় সহিংসতা
- রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
- ছবি, ভিডিও আর ভয়ের ব্যবসা: অনলাইনে হানিট্র্যাপের অন্ধকার দুনিয়া
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ২৮ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ২৯ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রভাবে ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- রাসুল (সা.) কেন অন্যের পাপকাজ প্রকাশ করতে নিষেধ করেছেন?
- আজকের বাজারের সেরা এবং খারাপ পারফরমার: লাভের সম্ভাবনা কোথায়?
- ২৮ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ২৭ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ: আনসার বাহিনী এখন ব্যক্তিনির্ভর নয়, সিস্টেম নির্ভর হবে
- মেট্রোরেল দুর্ঘটনায় বাবা হারানো: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর আকুল আবেদন
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
 
								 
                          








 
                     
                     
                     
                    