নজরদারি ফাঁকি দিয়ে ডিজিটাল ধোঁকায় ভারতে পালালেন হাদির হামলাকারীরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ০৯:২৩:৩৭
নজরদারি ফাঁকি দিয়ে ডিজিটাল ধোঁকায় ভারতে পালালেন হাদির হামলাকারীরা
শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন। ছবি : সংগৃহীত

নিবিড় নজরদারি আর অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড দুই আততায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেনের ভারতে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি।

তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন হাদির ওপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে চতুর সন্দেহভাজনরা তাদের মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করানো হচ্ছিল। পুলিশ যখন ডিভাইসের অবস্থান ধরে ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল ঠিক তখনই তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট সীমান্তে পৌঁছায়।

গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে হাদিকে গুলি করার পরই তারা মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলামটোর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়। সেখান থেকে প্রাইভেট কারে আশুলিয়া ও গাজীপুর হয়ে সড়কপথে ময়মনসিংহ যায়। ময়মনসিংহের ব্রিজের পাড় থেকে বাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে তারা। সেখান থেকে তিনজন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। রাত আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান করে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরায় পৌঁছায় বলে জানা গেছে।

এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পর রোববার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে।


নির্বাচন কমিশনের রিপোর্টে চিহ্নিত ১২ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্র

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ০৮:৪৭:৪৪
নির্বাচন কমিশনের রিপোর্টে চিহ্নিত ১২ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্র
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ভোটকেন্দ্র অবকাঠামো নিয়ে বড় ধরনের উদ্বেগের তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক মাঠপর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে, সারাদেশে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই। এসব বিদ্যালয়ের একটি বড় অংশে নেই সীমানা প্রাচীর, অনেক ভবনের দরজা ও জানালা ভাঙাচোরা, আবার কোথাও কোথাও শ্রেণিকক্ষের কাঠামোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে নির্বাচনকালীন নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এই বাস্তবতায় জরুরি সংস্কার ও মেরামতের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ১২৪ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কাছে ডিও পত্রের মাধ্যমে এই অর্থ চাওয়া হয়েছিল। প্রস্তাবটি পর্যালোচনার পর নির্বাচন-সংশ্লিষ্ট বিষয় হওয়ায় বাজেটের বাইরে গিয়ে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও মেরামতের জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি গণমাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় নির্বাচন পরিচালনায় অর্থের কোনো ঘাটতি হবে না এবং প্রয়োজন অনুযায়ী সব ব্যয় নির্বাহ করা হবে। সেই নীতির আলোকে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিগত নির্বাচনগুলোতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতেও ব্যবহৃত হতে পারে, সেগুলোর অবস্থা দ্রুত যাচাই করে জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশনার পর সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রায় এক-পঞ্চমাংশ বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার প্রয়োজন।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার ডিও পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। যেহেতু জাতীয় নির্বাচন সরাসরি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতন্ত্রের সঙ্গে যুক্ত, তাই নিয়মিত বাজেটের বাইরে গিয়ে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হলেও পরিস্থিতির কারণে তা জরুরি ছিল।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয় পরিচালন ব্যয়ের আওতায় ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতে বিশেষ বরাদ্দ হিসেবে ১২৪ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়। তিনি বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত অর্থ ছাড়ের অনুরোধ করেছিলেন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দকৃত ৮৩৭ কোটি টাকা এবং ছোটখাটো মেরামত খাতে বরাদ্দ ১ হাজার ৩৪০ কোটি টাকা ইতোমধ্যে পুরোপুরি ব্যয় হয়ে গেছে। ফলে ওই খাতগুলো থেকে নতুন করে অর্থ সরানোর সুযোগ ছিল না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালন ব্যয়ের আওতায় ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ কোডে মাত্র ৮০ কোটি টাকা থাকলেও তা দিয়ে ১২ হাজারের বেশি বিদ্যালয় সংস্কার করা সম্ভব নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যদি ওই সীমিত অর্থ দিয়েই সব কাজ চালানো হতো, তাহলে অবশিষ্ট ৫৩ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো সংস্কার কাজ করা যেত না। এতে ভবিষ্যতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতো। সে কারণেই শুধুমাত্র ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে আলাদা বরাদ্দ চাওয়া হয়েছিল।

বরাদ্দ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত সংস্কার কাজ শুরু করেছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় উভয়ই আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই এসব বিদ্যালয় ভোটগ্রহণের জন্য নিরাপদ ও উপযোগী করে তোলা সম্ভব হবে।

-রফিক


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যাচ্ছেন গুলিবিদ্ধ হাদি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ০৮:৩৬:১৭
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যাচ্ছেন গুলিবিদ্ধ হাদি
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এবং পরিবারের সম্মতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। এই আলোচনার ভিত্তিতেই হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

গত দুদিন ধরে সরকার ওসমান হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি উন্নত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। শেষ পর্যন্ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পরই তাকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।


অনিয়ম ঠেকাতে বিচারিক কর্মকর্তাদের মাঠে নামাল ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ২১:২১:০২
অনিয়ম ঠেকাতে বিচারিক কর্মকর্তাদের মাঠে নামাল ইসি
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসি। নির্বাচনী অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য দেশের ৩০০ সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেছে কমিশন।

রোববার ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়।

কমিটি গঠন প্রক্রিয়া ও দায়িত্ব

ইসি জানিয়েছে আইন ও বিচার বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এই ৩০০ কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করা এবং নির্বাচনী অপরাধ বা অনিয়ম নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।

কর্মকর্তাদের স্থিতি ও মেয়াদকাল

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে কমিটির কর্মকর্তারা প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন এবং সরাসরি নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন। অর্থাৎ তারা এখন থেকে ইসির অধীনে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। তারা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত মাঠে থাকবেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

ইসির এই পদক্ষেপকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে একটি বড় ও কার্যকর সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১৮:৪১:৪১
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি
ছবি : সংগৃহীত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। রোববার মেডিকেল বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে দ্বিতীয় দিনে পুনরায় করা সিটিস্ক্যানে দেখা গেছে ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরও বেড়েছে যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করছে। চিকিৎসকরা জানিয়েছেন রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

মস্তিষ্ক ও স্নায়বিক অবস্থা

মেডিকেল বোর্ড জানিয়েছে ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। রোববার রোগীর হৃৎস্পন্দন বা হার্ট রেট স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। মস্তিষ্কের এই পরিস্থিতিকে চিকিৎসকরা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন বলে অভিহিত করেছেন।

ফুসফুস ও কিডনির কার্যকারিতা

রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি এবং চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে। অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে।

হরমোন ও মেটাবলিক জটিলতা

ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এ কারণে এসিড বেস ব্যালেন্স ফ্লুইড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে। এছাড়া এ ধরনের জটিল শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে। তবে স্বস্তির খবর হলো রোগীর রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।

বিদেশে চিকিৎসা প্রসঙ্গ

মেডিকেল বোর্ড তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য যদি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন এই ছাত্রনেতা।


হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১৪:৫১:০৭
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী
ছবি : সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এক অনন্য নজির গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা হাতে আকাশ থেকে নেমে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিয়েছেন। এই ৫৪ জনের দলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তবে তার এই আকাশছোঁয়া দুঃসাহসিক অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এক আবেগঘন বার্তা। তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।

রোববার ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

হাদির জন্য বিশেষ শ্রদ্ধা ও প্রার্থনা

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হচ্ছে। আশিক চৌধুরী হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করার মাধ্যমে আহত এই নেতার প্রতি সংহতি ও শ্রদ্ধা জানাবেন।

অনুষ্ঠানের সময়সূচি ও আয়োজন স্বাধীনতার

৫৪ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজনটি হবে বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং প্রদর্শনী। ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটবে।

বেলা ১১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে।

একই সঙ্গে চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।

বেলা ১১টা ৪০ মিনিট থেকে টিম বাংলাদেশ এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং শুরু করবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষ তেজগাঁও পুরাতন বিমানবন্দরে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন।


নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১৪:০০:০৪
নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
ছবি : সংগৃহীত

বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রোববার ১৪ ডিসেম্বর পাঠানো এই নোটিশে অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের যে মর্মান্তিক মৃত্যু ঘটেছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। দাবিসমূহের মধ্যে রয়েছে সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ করা এবং রাষ্ট্রীয় ব্যয়ে সিল বা ভরাট করে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করা। এছাড়া অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি বা এসওপি প্রণয়নের দাবিও জানানো হয়েছে।

আইনজীবী মনিরুল ইসলাম মিয়া নোটিশে আরও উল্লেখ করেছেন অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে সব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা বা পিআইএল হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।


লাইফ সাপোর্টে হাদি কিন্তু খুনিদের সিন্ডিকেট ঘুরছে হাসপাতালেও

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১১:২৭:৩৩
লাইফ সাপোর্টে হাদি কিন্তু খুনিদের সিন্ডিকেট ঘুরছে হাসপাতালেও
ছবি : সংগৃহীত

সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক দাবি করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। তিনি দাবি করেছেন হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে সেই হামলাকারীদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে জুমা এই গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন এই প্লান একজন করেনি এবং একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো এক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে।

ঘটনার দুই দিন পার হতে চললেও এখন পর্যন্ত মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবুও তাকে চিহ্নিত করতে পারছে না বা আটকাতে পারছে না এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।

হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে এমন গুঞ্জনকেও উড়িয়ে দিয়েছেন ডাকসু সদস্য জুমা। তিনি বিশ্বাস করেন আসামি এখনও দেশ ছেড়ে পালায়নি। তার মতে আসামি পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে অথবা পালাতে সহযোগিতা করার একটা প্লান এটা।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে জুমা ওসমান হাদিসহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা কিন্তু সেটা বেশিক্ষণ পারব না।


পেশায় শ্রমিক হান্নানের মোটরসাইকেলটি যেভাবে ব্যবহৃত হলো হাদির ওপর হামলায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১১:১৯:২৭
পেশায় শ্রমিক হান্নানের মোটরসাইকেলটি যেভাবে ব্যবহৃত হলো হাদির ওপর হামলায়
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ১৪ ডিসেম্বর সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কে এই আব্দুল হান্নান

র‍্যাবের দেওয়া তথ্যমতে গ্রেপ্তারকৃত হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায়। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪ ৬৩৭৫। তবে হাদির ওপর হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কি না নাকি তার বাইকটি অন্য কেউ ব্যবহার করেছে সে বিষয়টি এখন খতিয়ে দেখছে র‍্যাব ও পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট

এর আগে গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় একটি মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

হামলার পর আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এবং পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে তার চিকিৎসা চলছে এবং তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।


শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ০৮:৩০:৫২
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা
ছবি : সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।

সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয় যা পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশ তৈরি করে।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে সেখানে উপস্থিত উপদেষ্টামণ্ডলী এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তারা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত