সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে: বললেন পরীমনি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১১:১১:৫০
সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে: বললেন পরীমনি

সত্য নিউজ:ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি সংবাদমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না।”

পরীমনি জানান, আগে যেসব বিষয় সংবাদে আসতো, তা ছিল অর্থবহ ও তথ্যবহুল। কিন্তু এখনকার প্রেক্ষাপটে ‘যেকোনো কিছুই সংবাদ হয়ে যায়’। তাঁর মতে, “আমি যেটা বলব, সেটা অনেক মূল্যবান একটি জিনিস ছিল। এখন তা হয়ে গেছে খুবই হালকা কিছু।”

তিনি আরও বলেন, “খবরের পাতা উল্টে দেখলে বোঝা যায়, কোন সেলিব্রিটির খবর কবে কোথায় আসবে, সেটা আগে বোঝা যেত। কিন্তু এখন সংবাদ ও হেডলাইনগুলো এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউবসহ নানা মাধ্যমে এতো বেশি ছড়িয়ে যাচ্ছে, যে এর ভেতরে আসল খবর কোথায় হারিয়ে যাচ্ছে।”

নিজেকে একজন ‘দর্শক’ হিসেবে উল্লেখ করে পরীমনি বলেন, “এই মুহূর্তে আমি যেটা বিশ্বাস করি, তা হলো—আপনি যদি কাজটা মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারেন, সেটাই আসল কথা। শুধু ভিউ দিয়ে কিছু হয় না।”

পাঠকের মতামত:

ট্যাগ: পরীমনি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ