মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না: হুঁশিয়ারি আল-খামেনির

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ০৯:১১:৩৬
মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না: হুঁশিয়ারি আল-খামেনির

সত্য নিউজ:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং এক সময় তারা বাধ্য হয়ে এই অঞ্চল থেকে চলে যাবে।”

শনিবার (১৭ মে) তেহরানে এক বিশাল সমাবেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন খামেনি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “ওয়াশিংটনের কৌশল হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে সামরিক সহায়তার ওপর নির্ভরশীল করে রাখা। কিন্তু এই অঞ্চলের জনগণের প্রতিরোধই একসময় যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করবে।”

এই বক্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রেক্ষাপটে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ট্রাম্প কয়েক ট্রিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন। সফরকালেই তিনি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন এবং দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার হুমকি দেন।

এর প্রতিক্রিয়ায় খামেনি বলেন, “এই ধরনের কটুক্তি এতই নিচুস্তরের যে এসব মন্তব্য আমেরিকান জনগণ ও তাদের নেতৃত্বের জন্য লজ্জার।” ট্রাম্পের নাম উল্লেখ না করেই তিনি বলেন, “এসবের জবাব দেয়া প্রয়োজন নেই।”

গাজা সংকটেও যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেন খামেনি। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র শান্তির কথা বললেও গাজায় তারা সন্ত্রাস ও সংঘাত উসকে দিচ্ছে। তাদের সশস্ত্র গোষ্ঠীগুলো যেখানে খুশি আগুন লাগায়, আর তারা সেসবের পৃষ্ঠপোষকতা করে।”

ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে খামেনি বলেন, “এই অঞ্চলেই যুদ্ধ ও অস্থিরতার মূল উৎস ইহুদিবাদী শাসন ব্যবস্থা। এটি এক ভয়াবহ ক্যান্সার, যাকে অবশ্যই নির্মূল করতে হবে।”

তার বক্তব্যের শেষদিকে তিনি শিক্ষা খাতে সরকারের বিনিয়োগের প্রশংসা করেন এবং বলেন, “শিক্ষায় ব্যয় আসলে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, এটি কোনো অপচয় নয়।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ