এভারেস্টে ১৯ বার! পর্বতারোহণে কিংবদন্তি কুল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৯:২০:৫১
এভারেস্টে ১৯ বার! পর্বতারোহণে কিংবদন্তি কুল

সত্য নিউজ:হিমালয়ের বরফঢাকা শিখরে আবারও গর্বিতভাবে উড়লো ব্রিটেনের পতাকা। পর্বতারোহণ জগতের পরিচিত নাম কেনটন কুল ১৯তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন। এটি কোনো সাধারণ অর্জন নয়—এভারেস্টের চূড়ায় এতবার ওঠার কৃতিত্ব এর আগে আর কোনো বিদেশি অর্জন করতে পারেননি।

২০০৪ সালে প্রথম এভারেস্ট অভিযানে অংশ নেন কেনটন। সেই যাত্রা শুরু হয়েছিল নিজের সীমা ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থেকে। এরপর সময়ের পরিক্রমায় একে একে ১৯টি অভিযান সফলভাবে সম্পন্ন করেন তিনি। ২০১৪ ও ২০১৫ সালে নেপালের প্রাকৃতিক দুর্যোগ এবং ২০২০ সালের কোভিড-১৯ মহামারির কারণে মাত্র তিনটি মৌসুম বাদ যান তিনি।

এই বছরের অভিযানে কুলের সঙ্গী ছিলেন অভিজ্ঞ শেরপা দর্জি গ্যালজেন। তিনিও নিজের ২৩তম বারের মতো চূড়া ছুঁয়ে দেখেছেন। তবে পর্বতারোহী কামি রিতা এখনও সবচেয়ে বেশি—৩০ বার এভারেস্ট জয়ের রেকর্ডের মালিক।

নেপালের পর্যটন অর্থনীতিতে এভারেস্ট আরোহণ বিশাল ভূমিকা রাখে। চলতি বছর দেশটি ৪৬৮টি অভিযান অনুমোদন দিয়েছে, যার প্রতিটির অনুমতি ফি ১১ হাজার মার্কিন ডলার। এই পর্বতারোহীরা শুধু রেকর্ড গড়ছেন না, বরং এক দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও ভূমিকা রাখছেন।

কেনটন কুল এখন কেবল একজন পর্বতারোহী নন, বরং একটি অনুপ্রেরণার নাম। তার এই ১৯তম অভিযান তরুণ প্রজন্মকে দেখিয়ে দিল, পরিশ্রম, আত্মবিশ্বাস আর লক্ষ্য স্থির থাকলে মানুষ বরফের শিখরও জয় করতে পারে।

এভারেস্টের চূড়ায় তার এই পদচিহ্ন কেবল বরফে নয়, ইতিহাসেও অম্লান হয়ে থাকবে।

#সিএনএন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ