আইফোন ১৭ এখন বাংলাদেশে: কিনতে গেলে যে ঝুঁকিগুলো জেনে রাখা জরুরি

আইফোন ১৭ সিরিজের বাংলাদেশে আগমন: ‘সবচেয়ে বড় অগ্রগতি’ ও গ্রে মার্কেট ঝুঁকিঅ্যাপল ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করার পর থেকে নানা পরিবর্তন এনেছে। তবে এবার আইফোন ১৭ সিরিজকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। নতুন ডিজাইনের পাশাপাশি ক্যামেরার মান ও পারফরম্যান্সের গতি বাড়িয়ে আইফোন ১৭ সিরিজ এখন বাংলাদেশের জনপ্রিয় স্মার্টফোন বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের আগ্রহ স্পষ্টভাবে চোখে পড়ছে।
আইফোন ১৭-এর দাম ও বাজার পরিস্থিতি
বর্তমানে আইফোন ১৭ (২৫৬ জিবি) বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। আইফোন ১৭ প্রো মডেলের দাম রয়েছে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। আর সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম পেরিয়ে গেছে ২ লাখ টাকা।
তবে জানা যায়, আগামী কয়েক সপ্তাহে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নামতে পারে।
গ্রে মার্কেট থেকে আইফোন কেনার ঝুঁকি
নতুন আইফোন ১৭ কেনার আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে, বিশেষ করে গ্রে মার্কেট থেকে কেনার সময়। গ্রে মার্কেট থেকে আইফোন কেনার ক্ষেত্রে যেসব ঝুঁকি দেখা দিতে পারে:
অফিসিয়াল ওয়ারেন্টির অভাব: বিদেশ থেকে কেনা আইফোনে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি নাও থাকতে পারে। সেক্ষেত্রে ফোন নষ্ট হলে অ্যাপলের অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সুযোগ পাওয়া যায় না।
ভুয়া বা রিফার্বিশড হওয়ার ঝুঁকি: অনেক সময় আসল মডেলের সঙ্গে নকল বা পুনর্নির্মিত (রিফার্বিশড) সেট মিশে যেতে পারে।
সফটওয়্যার আপডেটের সীমাবদ্ধতা: কিছু মডেলে ভবিষ্যতে সফটওয়্যার বা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। ৫জি / এলটিই / ৪জি ব্যান্ডগুলো ভালোভাবে কাজ করছে কি না দেখতে হবে। কিছু বিদেশি ইউনিটে স্থানীয় ব্যান্ড সাপোর্ট নাও থাকতে পারে।
অতিরিক্ত খরচ: অফিসিয়াল রিটেইলার/অথরাইজড ডিলার হলে প্রাইস একটু বেশি হতে পারে। এছাড়া অফিসিয়াল সাপোর্ট না থাকায় রিপেয়ারিং বা পার্টস পরিবর্তনে বাড়তি খরচ বহন করতে হয়।
সীমিত বিক্রয়োত্তর সেবা: ট্রাবলশুটিং বা টেক সাপোর্টের ক্ষেত্রে ভোক্তাদের সম্পূর্ণভাবে রিসেলারদের ওপর নির্ভর করতে হয়।
বিশ্ববাজার ও বাংলাদেশের সম্ভাবনা
বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজ ইতোমধ্যেই দারুণ সাড়া জাগিয়েছে, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য ও ভারতীয় বাজারে। এর মধ্যে প্রো ম্যাক্স মডেল বিক্রির শীর্ষে রয়েছে। বাংলাদেশে এখনো অফিসিয়াল লঞ্চ না হলেও আইফোন ১৭-এর আগমন প্রমাণ করে দিয়েছে, অ্যাপলের জন্য এ দেশ একটি সম্ভাবনাময় বাজার। গ্রে মার্কেটে ক্রেতাদের উচ্ছ্বাসই পরিষ্কার করে দিচ্ছে—এখানে ব্র্যান্ডটির প্রভাব যথেষ্ট শক্তিশালী।
সূত্র : জুমবাংলা
৫০ লাখ আসক্ত: জুয়া-পর্নোগ্রাফি ঠেকাতে ফেসবুক-গুগলকে কঠোর বার্তা বিটিআরসি'র
বাংলাদেশে অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফিতে আসক্তির প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা ৫০ লাখেরও বেশি। এই ক্রমবর্ধমান প্রবণতা সমাজে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ এবং অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সরকার।
এই উদ্বেগজনক পরিস্থিতিতে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি ইতোমধ্যে ফেসবুক, গুগল ও টিকটকের মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে চিঠি পাঠিয়েছে। গত ৩ নভেম্বর পাঠানো ওই চিঠিতে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার বিজ্ঞাপন, প্রচার এবং সাইট বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
আইনি ব্যবস্থা ও সামাজিক অবক্ষয়ের কারণ
বিটিআরসি'র চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে সমাজে আত্মহত্যা, পারিবারিক বিরোধ, আর্থিক ক্ষতি এবং সামগ্রিক সামাজিক অবক্ষয় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, "বিটিআরসি থেকে নিয়মিতভাবে ফেসবুক, গুগল, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মকে ই-মেইল পাঠানো হচ্ছে। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে এবং আরও পদক্ষেপ নেওয়া হবে।"
মোবাইল অপারেটর ও এমএফএস-এর ওপর নজরদারি
শুধু আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, মোবাইল অপারেটর এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকেও কঠোর নজরদারিতে আনা হয়েছে। রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক শাহ মো. ফজলে খুদা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে অনলাইন জুয়ার সাইটগুলো ব্লক করার কাজ চলছে।
এদিকে, এমএফএস প্রতিষ্ঠান উপায়-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ সামসুজ্জোহা বলেন, অনলাইন জুয়ার সাইটে ডেটা অ্যাক্সেস বন্ধ করা সম্ভব। তবে এর পাশাপাশি বিকল্প লেনদেন চ্যানেলগুলোও (ESSD) নিয়ন্ত্রণে আনা অপরিহার্য।
স্বতন্ত্র এজেন্সি গঠনের প্রস্তাব
সম্প্রতি বিটিআরসি'র এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। তারা মনে করছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতোই অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র সংস্থা বা এজেন্সি গঠন করা উচিত।
সরকারি মহল মনে করছে, সমাজে ক্রমবর্ধমান এই আসক্তি রোধ করতে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত আইন প্রয়োগই একমাত্র কার্যকর সমাধান।
আপনার সুরক্ষা এখন ক্রোমের হাতে: অনিরাপদ ওয়েবসাইটে ঢুকতে দেবে না নতুন ফিচার
ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা আরও এক ধাপ এগিয়ে নিতে গুগল ক্রোম ব্রাউজারে আসছে নতুন শক্তিশালী নিরাপত্তা ফিচার 'Always Use Secure Connections'। ২০২৬ সালের অক্টোবর মাসে ক্রোমের ১৫৪তম সংস্করণে এই নতুন সুবিধাটি যুক্ত হবে। গুগল আশা করছে, এই ফিচারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা অনিরাপদ ওয়েবসাইট থেকে আরও সুরক্ষিত থাকতে পারবেন।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারটি সক্রিয় করা থাকলে, কোনো ওয়েবসাইট যদি নিরাপদ HTTPS সংযোগ ব্যবহার না করে (অর্থাৎ HTTP সংযোগ ব্যবহার করে), তবে ব্রাউজার ব্যবহারকারীকে আগে থেকেই সতর্ক করবে এবং সেই সাইটে প্রবেশের অনুমতি চাইবে।
কেন প্রয়োজন এই নতুন ফিচার?
গুগলের মতে, অনিরাপদ বা HTTP সাইটে প্রবেশ করলে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে বা ক্ষতিকর কনটেন্ট পাঠাতে পারে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। নতুন ফিচারটির ফলে ব্যবহারকারীরা অনিরাপদ সাইটে ঢোকার আগেই সতর্কবার্তা পাবেন, যা অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে ক্রোম এই সতর্কবার্তা বারবার একই সাইটের জন্য দেবে না। ব্যবহারকারী যদি কোনো অনিরাপদ ওয়েবসাইট নিয়মিত ব্যবহার করেন, তবে পরবর্তীতে সেই সতর্কতা আর দেখা যাবে না। কিন্তু নতুন বা অচেনা কোনো অনিরাপদ সাইটে ঢোকার সময় সতর্কবার্তা দেখা যাবে।
ব্যবহারকারীরা চাইলে এই ফিচারটি শুধুমাত্র পাবলিক ওয়েবসাইটের জন্য চালু রাখতে পারেন, অথবা ব্যক্তিগত নেটওয়ার্কসহ (Personal Network) সব সাইটের জন্যও সক্রিয় করতে পারেন। ব্যক্তিগত নেটওয়ার্ক সাধারণত কম ঝুঁকিপূর্ণ হলেও, অতিরিক্ত নিরাপত্তার জন্য এই ফিচারটি সক্রিয় করা কার্যকর হতে পারে।
ওয়েব ডেভেলপারদের প্রতি পরামর্শ
বর্তমানে ইন্টারনেটের প্রায় ৯৫ থেকে ৯৯ শতাংশ ওয়েবসাইটই নিরাপদ HTTPS সংযোগ ব্যবহার করছে। যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০ থেকে ৪৫ শতাংশ। এই কারণে গুগল মনে করছে, অধিকাংশ ব্যবহারকারীর জন্য এই নতুন নিরাপত্তা পরিবর্তনটি খুব একটা ঝামেলা তৈরি করবে না।
গুগল জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসেই ক্রোম ১৪৭ সংস্করণ থেকে Enhanced Safe Browsing ফিচারের মাধ্যমে প্রায় একশ কোটি ব্যবহারকারীর জন্য এই সিকিউর কানেকশন সুবিধা চালু হবে। তাই ওয়েব ডেভেলপারদের এখন থেকেই তাদের সাইটগুলো পরীক্ষা করে নিরাপদ সংযোগ বা HTTPS নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও, ২০২৩ সালের অক্টোবরে গুগল HTTPS Upgrade ফিচার চালু করেছিল, যা ওয়েবপেজের ভেতরের HTTP লিংকগুলোকে স্বয়ংক্রিয়ভাবে HTTPS-এ রূপান্তর করে দিত।
সূত্র : প্রযুক্তি
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পলিসি সংশোধন না করা হলে ইন্টারনেট সেবার খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।
খরচের হিসাব তাঁর হিসাব অনুযায়ী, ৫০০ টাকার ইন্টারনেট সংযোগে গ্রাহকদের খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে এই খরচ বাড়বে ২০০ টাকা।
ডিজিটাল শাটডাউন আইএসপিএবি সভাপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে।
মোহাম্মদ আমিনুল হাকিম আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, দ্রুত এই সমস্যার সমাধান না করা হলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা বড় ধরনের সংকটে পড়বেন।
ভিডিও ডাউনলোডের ঝামেলা শেষ কম ডেটায় দ্রুত কাজ করবে এই অ্যাপগুলো
আজকাল ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন খুবই সাধারণ। তবে নির্ভরযোগ্য এবং সঠিক অ্যাপ নির্বাচন করতে না পারলে এই কাজটি বেশ ঝামেলার হতে পারে। বাজারে প্রচলিত অসংখ্য অ্যাপের মধ্যে থেকে এখানে আমরা সাতটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য ভিডিও ডাউনলোডার অ্যাপের কথা সহজ ভাষায় তুলে ধরছি, যা আপনার সময় ও ডেটা সাশ্রয় করবে।
৭টি জনপ্রিয় ভিডিও ডাউনলোডার অ্যাপ
১. স্ন্যাপটিউব (Snaptube) এই অ্যাপটির মাধ্যমে ভিডিও ফাইলকে সরাসরি এমপি৩ বা এম৪এ ফরম্যাটে ডাউনলোড করা যায়, যা মিউজিকপ্রেমীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এটি পিকচার-ইন-পিকচার মোড, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড এবং একটি কার্যকর ফাইল ম্যানেজার সুবিধাও প্রদান করে।
২. নিউপাইপ (NewPipe) যারা বিজ্ঞাপনমুক্ত এবং ঝামেলাবিহীন ডাউনলোড পছন্দ করেন, তাদের জন্য নিউপাইপ একটি আদর্শ অ্যাপ। এতে কোনো বিজ্ঞাপন বা পপআপ নেই এবং ভিডিও ডাউনলোড করার জন্য নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। অ্যাপটি কম র্যাম ও ব্যাটারি ব্যবহার করায় পুরোনো ফোনেও দ্রুত কাজ করে।
৩. ভিডিও ডাউনলোডার এইচডি – ভিডো (Viddio) এই অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজ। ব্যবহারকারীরা কেবল ভিডিওর ইউআরএল (URL) পেস্ট করেই নির্দিষ্ট রেজল্যুশনে ভিডিও ডাউনলোড করতে পারেন। এর সহজ কাঠামো এটিকে কম প্রসেসরযুক্ত স্মার্টফোনেও দক্ষতার সঙ্গে কাজ করতে সাহায্য করে।
৪. ভিডিওডার (Videoder) আধুনিক এবং কাস্টমাইজযোগ্য ইন্টারফেসের জন্য ভিডিওডার পরিচিত। এটি বিভিন্ন ওয়েবসাইট সমর্থন করে এবং ভিডিও ফাইলকে কনভার্ট করার সুযোগ দেয়। একাধিক ভিডিও একসঙ্গে ডাউনলোডের জন্য এতে ব্যাচ ডাউনলোডিং সুবিধা রয়েছে।
৫. হিটিউব (Hitube) হিটিউব বিশেষভাবে মোবাইল-ফ্রেন্ডলি হওয়ায় এটি দ্রুত কাজ করে। এটি একাধিক ফরম্যাটে ডাউনলোড সুবিধা দেয় এবং ভিডিও কম জায়গায় সেভ হয়।
৬. স্ন্যাপডাউনলোডার (SnapDownloader) এই অ্যাপটি শুধু মোবাইলে নয়, উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়। যারা উচ্চ রেজল্যুশনের ভিডিও পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ। অ্যাপটি ৪কে ও ৮কে রেজল্যুশনে ভিডিও ডাউনলোড করতে পারে এবং এতে ফাইল কনভার্ট ও স্বয়ংক্রিয়ভাবে ফাইলের নাম পরিবর্তনের (অটো রিনেমিং) সুবিধা রয়েছে।
৭. ভিডিও ও মিউজিক ডাউনলোডার (Video & Music Downloader) সহজ ইন্টারফেস ও নির্ভরযোগ্যতার জন্য অ্যাপটি জনপ্রিয়। সাধারণ ও এইচডি উভয় মানের ভিডিও ডাউনলোড করা যায় এতে। এটি ফাইল ম্যানেজমেন্ট সুবিধা দিলেও প্লেলিস্ট ক্যাপচার বা ডাউনলোডের সুবিধা নেই।
ভিডিও ডাউনলোড শুরু করার আগে অ্যাপটির নিরাপত্তা এবং আপনি যে ফরম্যাট সমর্থন চান, তা যাচাই করে নিন। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক অ্যাপ নির্বাচন করলে সময়, ইন্টারনেট ডেটা এবং স্টোরেজ—তিনটিই সাশ্রয় করা সম্ভব হবে।
সূত্র : প্রযুক্তি
অ্যাটলাস আসছে: চ্যাটজিপিটি এখন ব্রাউজারে, নিজেই করবে আপনার সব কাজ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন ওয়েব ব্রাউজার 'অ্যাটলাস' উন্মোচন করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। এআই-এর ক্রমবর্ধমান ব্যবহারকে কাজে লাগিয়ে আয় বাড়ানো এবং ব্যবহারকারীদের অনলাইন জীবনে আরও গভীরে প্রবেশ করার লক্ষ্য নিয়ে অ্যাটলাস বাজারে আনা হয়েছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি জানান, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৮০০ মিলিয়নে পৌঁছেছে, যা গত ফেব্রুয়ারি মাসে ছিল মাত্র ৪০০ মিলিয়ন। অ্যাটলাসের মাধ্যমে এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর অনলাইন জীবনের আরও গভীরে প্রবেশ করতে চাইছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
অ্যাটলাসের মূল বৈশিষ্ট্য:
অ্যাটলাসের প্রধান লক্ষ্য হলো দৈনন্দিন ব্রাউজিং অভিজ্ঞতাকে এআই-কেন্দ্রিক করে তোলা। মি. অল্টম্যানের ভাষ্যমতে, ব্রাউজারটি প্রচলিত অ্যাড্রেস বারকে সরিয়ে দিয়ে 'চ্যাটজিপিটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে'। ব্যবহারকারীরা যেকোনো ওয়েব পেজে চ্যাটজিপিটির সাইডবার খুলে বিষয়বস্তু সংক্ষিপ্ত করতে, বিভিন্ন পণ্যের তুলনা করতে বা কোনো তথ্য বিশ্লেষণ করতে পারবেন।
অ্যাটলাসে অর্থের বিনিময়ে 'এজেন্ট মোড' কেনার সুযোগও থাকছে। এই বিশেষ মোড চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর পক্ষে ওয়েবসাইট অনুসন্ধান ও তথ্য আদান-প্রদানের সুযোগ দেবে। এমনকি ভ্রমণ পরিকল্পনা করা বা অনলাইনে কেনাকাটার মতো কাজগুলোও এটি পরিচালনা করতে পারবে।
গত মঙ্গলবার ওপেনএআই-এর ডেভেলপাররা এক প্রদর্শনীতে দেখান যে কীভাবে অ্যাটলাস একটি রান্নার রেসিপি খুঁজে নিয়ে মুদি সামগ্রী সরবরাহকারী মার্কিন প্রতিষ্ঠান ইন্সটাকার্টের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ কিনেছে। ওপেনএআই ইতোমধ্যে এটসি, শপিফাইয়ের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং এক্সপেডিয়া, বুকিং ডটকমের মতো ভ্রমণ সেবাদানকারী প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছে।
কিংস কলেজ লন্ডনের ইন্সটিটিউট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান অধ্যাপক এলেনা সিমপার্ল বলেন, "অ্যাটলাস খুবই সুবিধাজনক, কারণ এটি বিভিন্ন লিংকে না গিয়ে ওয়েবপেজগুলোর প্রাসঙ্গিক সংক্ষিপ্তসার ব্যবহারকারীর সামনে হাজির করে।"
নির্ভুলতা ও নিরাপত্তা ঝুঁকি:
অধ্যাপক সিমপার্ল অবশ্য সতর্ক করে দিয়েছেন যে, অ্যাটলাসের তৈরি করা সংক্ষিপ্তসারগুলির নির্ভুলতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি উল্লেখ করেন, "প্রত্যেক চ্যাটবটেরই একটি সমস্যা হল, এই নতুন ধরনের এআই ব্রাউজারটি নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য সূত্রের লেখার মধ্যে আসলে পার্থক্য করতে পারে না।"
ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তারা স্বীকার করেছে যে, ব্যবহারকারীর হয়ে পদক্ষেপ নিতে সক্ষম এই 'এজেন্ট ফিচার'-এ এখনো কিছু ঝুঁকির কারণ রয়েছে। সুরক্ষার অংশ হিসেবে ব্রাউজারটি কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্যান্য অ্যাপে যেতে পারবে না এবং ব্যাংকের মতো সংবেদনশীল সাইটগুলিতে এটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। ব্যবহারকারীরা চাইলে লগ-আউট করেও এজেন্ট ফিচারটি চালাতে পারবেন, যাতে ডেটার সংস্পর্শ সীমিত থাকে।
তবে ওপেনএআই সতর্ক করে বলেছে যে, ক্ষতিকর নির্দেশাবলী ওয়েবপেজ বা ইমেইলে লুকিয়ে থাকতে পারে, যা অনিচ্ছাকৃত পদক্ষেপ বা ডেটা চুরি ঘটাতে পারে। অধ্যাপক সিমপার্লও গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা অনেক ব্যক্তিগত তথ্য প্রম্পট হিসেবে দিচ্ছি যা ব্রাউজিং হিস্ট্রিতে থাকছে, সেটি এমন একটি কোম্পানির হাতে যাচ্ছে যাদের মানুষের গোপনীয়তা রক্ষা এবং ডেটা সুরক্ষিত রাখার প্রমাণিত রেকর্ড নেই।"
অ্যাটলাসে একটি 'ব্রাউজার মেমোরি' ফিচার রয়েছে, যা ব্রাউজিং ইতিহাস মনে রাখে, তবে ওপেনএআই নিশ্চিত করেছে এটি 'সম্পূর্ণ ঐচ্ছিক' এবং ব্যবহারকারীর হাতেই এর নিয়ন্ত্রণ থাকে।
গুগলের জন্য চ্যালেঞ্জ:
গুগলের চিরাচরিত কি-ওয়ার্ডভিত্তিক ফলাফলের বদলে চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) থেকে সমন্বিত উত্তর পেতে ব্যবহারকারীরা ক্রমশ আলাপচারিতার টুলগুলোর দিকে ঝুঁকছেন। গবেষণা প্রতিষ্ঠান দাতোস জানিয়েছে, ২০২৫ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ ব্রাউজিং অনুসন্ধানের ৫.৯৯ শতাংশ এলএলএম-এর মাধ্যমে হয়েছে, যা এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
তবে গুগলও এআইতে প্রচুর বিনিয়োগ করেছে এবং ইতোমধ্যে তাদের জেমিনি এআই মডেলকে ক্রোমের সাথে সমন্বয় করেছে।
মুর ইনসাইট ও স্ট্র্যাটেজির সিইও প্যাট মুরহেড মনে করেন, অ্যাটলাস বাজারে এলে প্রাথমিক ব্যবহারকারীরা এটিকে যাচাই করে দেখবেন। তবে তিনি এই ব্রাউজারের ক্রোম বা মাইক্রোসফট এজের মতো বড় ব্রাউজারগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা নিয়ে সন্দিহান। কারণ সাধারণ ব্যবহারকারীরা তাদের পরিচিত ব্রাউজারেই এআই ফিচারের জন্য অপেক্ষা করবেন।
স্ট্যাট কাউন্টারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরেও গুগল ক্রোম বৈশ্বিক ব্রাউজিং মার্কেটের ৭১.৯ শতাংশের আধিপত্য ধরে রেখেছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, ওপেনএআই-এর এই নতুন ব্রাউজারটি অনলাইন বিজ্ঞাপনের বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। আর্থিক সেবাদানকারী কোম্পানি ডি. এ. ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ওপেনএআই একবার বিজ্ঞাপন বিক্রি শুরু করলে তা গুগলের সার্চ বিজ্ঞাপনের বড় অংশ দখল করতে পারে, যেখানে গুগলের দখলে রয়েছে ৯০ শতাংশ।
চ্যাটজিপিটি অ্যাটলাস বর্তমানে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের ফ্রি, প্লাস, প্রো এবং গো ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। উইন্ডোজ, অ্যাপল অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েডের জন্য এটি পরে চালু করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।
সূত্র: বিবিসি
নেটওয়ার্ক না থাকলেও চলবে কথা: বাংলাদেশে চালু হলো VoWiFi সেবা
মোবাইল নেটওয়ার্ক না থাকলেও এবার ওয়াই-ফাই ব্যবহার করে কথা বলা যাবে মোবাইলে। বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা 2G, 3G, 4G বা 5G সিগন্যালের ওপর নির্ভর না করে যেকোনো ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করেই সাধারণ ভয়েস কল করতে পারবেন।
সুবিধা ও কার্যকারিতা
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই সেবা চালুকে বাংলাদেশের জন্য ‘আরেকটি ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছেন। বাংলালিংককে এই সেবা চালুর জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন।
সুবিধা: এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা দুর্বল সিগন্যাল এলাকাতেও পরিষ্কার ভয়েস কল, এইচডি মানের ভয়েস কোয়ালিটি এবং কম কল ড্রপ পাবেন। আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রেও খরচ বাঁচবে।
যেভাবে কাজ করে: কোনো ফোনে VoWiFi চালু থাকলে এবং সেটি ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হলে, তা অপারেটরের সার্ভারে পরিচয় যাচাই করে একটি নিরাপদ সংযোগ তৈরি করে। ফলে ব্যবহারকারী ওয়াই-ফাইয়ের মাধ্যমে কল করলেও কার্যত অপারেটরের নিজস্ব নেটওয়ার্কেই থাকেন।
সরকারের লক্ষ্য
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “সরকার আশা করছে, দ্রুত সময়ের মধ্যেই সব মোবাইল অপারেটর VoWiFi সেবা চালু করবে, যাতে নগর ও গ্রামীণ উভয় এলাকার ব্যবহারকারীরা সমানভাবে উপকৃত হন।” এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) -কে নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “VoWiFi, VoLTE ও 5G–এর মতো আধুনিক প্রযুক্তির সফল বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখব। এই উদ্যোগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।”
অনারের রোবোটিক ফোন: কল্পবিজ্ঞান থেকে বাস্তবে, এ যেন আপনার স্মার্ট সঙ্গী!
আইফোন আর স্যামসাংয়ের তুমুল প্রতিযোগিতার বাজারে এবার সম্পূর্ণ নতুন এক চমক নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার (Honor)। তারা এমন একটি ডিভাইস নিয়ে আসছে, যা শুধু একটি স্মার্টফোন নয়, এটি যেন প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করছে। অনার ঘোষণা করেছে তাদের 'রোবোটিক ফোন', যা মাল্টিমডেল বুদ্ধিমত্তা, উন্নত রোবোটিক্স এবং পরবর্তী প্রজন্মের ইমেজিং প্রযুক্তিকে এক সুতোয় বেঁধে দেবে। এটি শুধু একটি ফোন নয়, এ যেন আপনার নিত্যসঙ্গী, একজন স্মার্ট বন্ধু!
'অবিশ্বাস্য' নয়, 'সত্যি' আসছে রোবোটিক ফোন! অনেকের কাছে এটি কোনো কল্পবিজ্ঞানের দৃশ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কাল্পনিক ভিডিও মনে হতে পারে, কিন্তু অনার নিশ্চিত করেছে যে এই অবিশ্বাস্য প্রযুক্তি বাস্তবে রূপ নিতে চলেছে। অনার বিশ্বব্যাপী একটি শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি হিসেবে এআই সুবিধার মাধ্যমে শিল্পজগতের সকল অংশীদারদের সাথে উন্মুক্ত এবং বাধাহীন সহযোগিতার মাধ্যমে একটি ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে। আর তারই ধারাবাহিকতায় এই রোবোটিক ফোন আনতে চলেছে তারা।
মূল আকর্ষণ: রোবোটিক আর্মের ক্যামেরা! এই রোবোটিক ফোনের মূল আকর্ষণ লুকিয়ে আছে এর একটি রোবোটিক আর্মের মধ্যে। ফোনটির পেছনের অংশ থেকে বেরিয়ে আসবে একটি গিম্বল-মাউন্টেড ক্যামেরা, যা দেখতে একটি ছোট রোবটের মতো। এতে উন্নত রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের মতো সম্মিলিত শক্তি থাকবে।
নিজেই ছবি তুলবে, পোশাক বেছে দেবে, হবে আপনার বন্ধু: এই ডিভাইসের সবচেয়ে মজার দিক হলো, ছবি তোলার জন্য আপনাকে আর ফোন ধরতে হবে না। ক্যামেরাটি নিজেই নিজের অ্যাঙ্গেল ঠিক করে নেবে এবং আপনার ঝকঝকে ছবি তুলে দেবে। এটি কেবল ছবি তুলেই থেমে থাকবে না, কোন পোশাকে আপনাকে সবচেয়ে ভালো লাগবে, সেটিও এই রোবোটিক ফোন আপনাকে বলে দিতে পারবে। এটি আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে ঠিক একজন বন্ধুর মতোই। আপনার পোশাক বেছে দেওয়া থেকে শুরু করে আপনাকে বোঝা পর্যন্ত, সবকিছুতেই এটি আপনার সঙ্গী হবে।
কবে আসছে এই প্রযুক্তি? যদিও বাজারে আসার সঠিক তারিখ এখনও নিশ্চিত নয়, তবে অনার ঘোষণা করেছে যে তারা ২০২৬ সালের এমডব্লিউসি (MWC - Mobile World Congress) ইভেন্টে তাদের এই রোবোটিক ফোনের সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে হাজির হবে।
প্রযুক্তির নতুন দিগন্ত: বর্তমানে স্মার্টফোন বাজারে আইফোন এবং স্যামসাংয়ের মতো বড় ব্র্যান্ডগুলোর আধিপত্য থাকলেও, অনার এমন কিছু নিয়ে আসছে যা প্রযুক্তির আলোচনাকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যাবে। নেটিজেনরা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে, স্মার্টফোন কি তাহলে শুধু একটি ডিভাইস থাকবে, নাকি হয়ে উঠবে মানুষের ইমোশনাল কম্প্যানিয়ন বা আবেগিক সঙ্গী? অনারের এই নতুন রোবোটিক ফোন প্রযুক্তির ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চলেছে, যেখানে মানব জীবন আরও সহজ, স্মার্ট এবং অনুভূতিময় হয়ে উঠবে।
আপনার নামে কয়টি সিম নিবন্ধিত? যাচাই করবেন যেভাবে
এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে, সেগুলো আগামী বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ (নিবন্ধন বাতিল) করতে হবে। রোববার (২৬ অক্টোবর) এ নিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সিম জালিয়াতি ও বিপদ
অনেকের অজান্তেই যে কেউ তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে ফেলতে পারে। পরে ওই সিম কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করলে প্রকৃত মালিক বিপদে পড়বেন। তাছাড়া ১০টির বেশি সিম রেজিস্ট্রেশন থাকলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, যার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ সিমটিও থাকতে পারে।
বিটিআরসি সিম জালিয়াতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা কমানোর সিদ্ধান্ত নেয়।
আপনার নামে কয়টি সিম, জানবেন যেভাবে?
বর্তমানে আপনি চাইলে খুব সহজেই জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে।
পদ্ধতি: যে কোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে ফোনের ডায়াল মেনুতে গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করতে হবে।
এনআইডি যাচাই: এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ ৪টি সংখ্যা চাওয়া হবে।
ফলাফল: সেই সংখ্যা পাঠানোর পর ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে, আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে (নম্বরগুলোর শুধু শুরু ও শেষের তিন ডিজিট দেখানো হবে)।
আপনার নামে নিবন্ধিত, কিন্তু আপনি যেসব সিম ব্যবহার করছেন না, সেগুলো বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে আবেদন করতে পারবেন।
ফোন হ্যাং করলে কী করবেন? পাওয়ার বাটন ছাড়াই রিস্টার্টের সহজ টিপস
অনেক সময় আমাদের ফোনের পাওয়ার বাটন ঠিকমতো কাজ করে না। এমন পরিস্থিতিতে অনেকে মনে করেন ফোন রিস্টার্ট করা সম্ভব নয়, বিশেষ করে যখন হঠাৎ কোনো অ্যাপ ক্র্যাশ করে বা ফোন হ্যাং হয়ে যায়। কিন্তু সুখবর হলো, অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন থেকেই সহজেই ফোন পুনরায় চালু করা যায়।
এটি শুধু জরুরি মুহূর্তে কাজ দেয় না, বরং আপনাকে হার্ডওয়্যার মেরামতের ঝামেলা এড়িয়ে নিরাপদে ফোন ব্যবহার চালিয়ে যেতে সাহায্য করে। এই ছোট কিন্তু কার্যকরী পদ্ধতিটি জানা থাকলে ফোন ব্যবহারে ঝামেলা অনেক কমে যায়।
স্ক্রিন ব্যবহার করে ফোন রিস্টার্টের ধাপ
পাওয়ার বাটন নষ্ট থাকলেও অ্যান্ড্রয়েড ফোন রিস্টার্ট করার পদ্ধতিটি খুবই সহজ:
১. নোটিফিকেশন শেড খুলুন: প্রথমে ফোনের স্ক্রিনের উপরের অংশ থেকে নিচে টেনে আনুন। এতে ‘নোটিফিকেশন শেড’ বা কুইক সেটিংস প্যানেল খুলে যাবে, যেখানে ওয়াই-ফাই, ব্লুটুথ, ফ্ল্যাশলাইট ইত্যাদি অপশন থাকে।
২. পাওয়ার আইকন খুঁজে বের করুন: নোটিফিকেশন শেডের উপরের ডান দিকে একটি ছোট পাওয়ার আইকন দেখা যাবে। এটি সাধারণত একটি বৃত্তের মধ্যে বিদ্যুৎ চিহ্ন বা পাওয়ার সিম্বল হিসেবে থাকে।
৩. পাওয়ার আইকনে ট্যাপ: পাওয়ার আইকনে স্পর্শ করলে একটি নতুন মেনু প্রদর্শিত হবে। এই মেনুতে সাধারণত ‘Power Off’, ‘Restart’ এবং ‘Emergency’ অপশন থাকে।
৪. ‘Restart’ অপশন নির্বাচন: মেনু থেকে ‘Restart’ অপশনটি নির্বাচন করুন। এতে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আবার চালু হবে। এই পদ্ধতিতে কোনো হার্ডওয়্যার বাটনের প্রয়োজন হয় না।
সূত্র : প্রযুক্তি
পাঠকের মতামত:
- শান্তিপূর্ণ নির্বাচন কি সম্ভব? যা আছে আইআরআইর আট দফার সুপারিশে
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা পাস, মোট ছুটি যতদিন
- ০৬ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ০৬ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ০৬ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ইতালি: সভ্যতার সূতিকাগার, শিল্পের রাজধানী ও আধুনিক ইউরোপের আত্মা
- ক্যানসার চিকিৎসায় মহা সাফল্য: নতুন ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা
- পাকিস্তানে টিটিপির পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত ২ বাংলাদেশি
- সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিনে মুক্ত
- স্বাধীনতা ও সংহতি দিবস: জিয়াউর রহমানের মুক্তি নিয়ে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা
- জুলাই সনদ জারি করুন, নয়তো মর্যাদা হারাবেন: প্রধান উপদেষ্টাকে জামায়াত সেক্রেটারির হুঁশিয়ারি
- ঐতিহাসিক দৃশ্য: তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ চূড়া
- শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে: যোগদানের নেপথ্যের দুটি কারণ জানালেন
- ৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াত-ইসলামী আন্দোলনের পদযাত্রা
- শীতকালে সুস্থ থাকার ৫টি অপরিহার্য অভ্যাস
- ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
- গাজায় নিহত ২২ বন্দির লাশ হস্তান্তর সম্পন্ন করল হামাস
- বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে 'বেফাঁস’ মন্তব্যে' তোপের মুখে ইরফান সাজ্জাদ
- ফোনে অশ্লীল বার্তা বা ছবি পাঠালে বিপদ; নতুন অধ্যাদেশের খসড়ায় কঠোর শাস্তির বিধান
- বগুড়া-৬, দিনাজপুর-৩, ফেনী-১: খালেদা-তারেকের ত্রিমুখী চমক
- গ্যাং লিডার থেকে বিএনপির সমাবেশে: সরোয়ার বাবলার অজানা গল্প
- মির্জা ফখরুলের নিন্দা, এরশাদ উল্লাহ হামলার দ্রুত তদন্তের দাবি
- পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সাবেক অর্থমন্ত্রীর পুত্র রেজা কিবরিয়া বিএনপিতে, যোগ দিয়ে জানালেন নির্বাচনী পরিকল্পনা
- এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যানসিটির দাপট অব্যাহত: জোড়া গোল করে ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিলেন ফোডেন
- এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে আয় বৃদ্ধি
- অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিক প্রকাশ
- পদ্মা অয়েল লিমিটেডের প্রথম প্রান্তিকে সুখবর!
- পপুলার ওয়ান মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পপুলার ওয়ান মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ধীরগতির ইন্টারনেটকে বিদায়; ওয়াই-ফাইয়ের স্পিড ও কভারেজ বাড়াতে ৭টি কার্যকর কৌশল
- পপুলার ওয়ান মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ
- পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে আয়ে উল্লম্ফন
- অ্যাটলাস বাংলাদেশের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ৫০ লাখ আসক্ত: জুয়া-পর্নোগ্রাফি ঠেকাতে ফেসবুক-গুগলকে কঠোর বার্তা বিটিআরসি'র
- আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক বাতিল
- চট্টগ্রামের রাউজানে ফের হামলা: বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ
- ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে দারুণ অগ্রগতি
- রকেটের গতিতে পেঁয়াজের দাম; সরকার কি হার মানবে সিন্ডিকেটের কাছে?
- পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু; মস্কো ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি সিদ্ধান্তে বিশ্বজুড়ে উদ্বেগ
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- ট্রাম্পের হুমকি সত্ত্বেও অনড় জোহরান মামদানি; প্রথম সংবাদ সম্মেলনেই দিলেন কঠোর জবাব
- ৫ বা ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন? ইসি প্রস্তুত, অপেক্ষা শুধু সরকারের সবুজ সংকেতের
- কেউ যেন ফাউল গেম খেলতে না পারে: চট্টগ্রাম হামলায় সতর্ক করলেন জামায়াত আমির
- ইসি'র ঘোষণা: ভোটার এলাকা বদলাতে চাইলে হাতে আছে মাত্র ৫ দিন
- ইসি'র ঘোষণা: ভোটার এলাকা বদলাতে চাইলে হাতে আছে মাত্র ৫ দিন
- পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার: মজুত ৬৩৬ বিলিয়ন ডলারের বেশি!
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- ধ্বংসস্তূপ থেকে মহাশক্তি: চীনের পুনর্জন্মের বিস্ময়গাঁথা
- চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- শেয়ারবাজারে শীর্ষ বিশ শেয়ারের তালিকা প্রকাশ
- পানি ও খাদ্য নিরাপত্তা: ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের কারণ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ৫ ও ৬ নভেম্বর বন্ধ থাকবে ২ বছরের সরকারি ট্রেজারি বন্ড
- ১২১তম ১০০ টাকা প্রাইজবন্ড ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- গ্রিন সিগন্যাল কী পেল মান্না, নুর, পার্থসহ ১২ জোটনেতা
- ঢাকার আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এক নজরে
- ইসরায়েলের নেতাদের জন্মনাম ও পরিচয় পরিবর্তনের যত কারণ
- ফখরুলের অভিযোগ: অন্তর্বর্তী সরকার আস্থার সেতু ভেঙে দিয়েছে
- রেকর্ড ডেট ঘিরে দুই দিন লেনদেন বন্ধ থাকবে








