পুতিনের সাথে কি কথা বলবেন ট্রাম্প?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৮:৪০:০৯
পুতিনের সাথে কি কথা বলবেন ট্রাম্প?

সত্য নিউজ: ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৮ মে) রাতে ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১০টায় (স্থানীয় সময়)। পুতিনের সঙ্গে কথা বলার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতার সঙ্গেও আলাদা করে কথা বলবেন।

ট্রাম্প বলেন, "আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে ও যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সহিংস যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না, সেটি শেষ হবে।"

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে নিশ্চিত করেছেন যে, এই ফোনালাপের প্রস্তুতি চলছে। পেসকভ বলেন, "আলোচনার প্রস্তুতি চলছে," যা থেকে বোঝা যাচ্ছে দুই পক্ষই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিন বছরের মাথায় গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল মুখোমুখি বৈঠকে বসে। যদিও বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও, দুই পক্ষ বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি মনে করেন পুতিন ও তার (ট্রাম্পের) একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন সংকটের কার্যকর সমাধান সম্ভব নয়। সে প্রেক্ষিতেই এই ফোনালাপটি যুদ্ধ বন্ধের সম্ভাব্য এক নতুন দিক উন্মোচন করতে পারে বলে বিশ্লেষকদের মত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ