ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে কঠোর কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ২০:২৪:১৭
ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে কঠোর কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
ছবিঃ সংগৃহীত

তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের প্রধান তিনটি দাবি তুলে ধরেন, যা বিএসসি প্রকৌশলীদের পক্ষে উপস্থাপন করা হয়েছে:

৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল: নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে।

টেকনিক্যাল গ্রেড উন্মুক্ত করা: দশম গ্রেডের টেকনিক্যাল পদগুলো শুধু ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত না রেখে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন (বিএসসি) প্রার্থীদের জন্যও উন্মুক্ত করতে হবে।

‘ইঞ্জিনিয়ার’ পদবি: বিএসসি ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবিগুলো পূরণ না হলে সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন চলতে থাকবে। একইসঙ্গে তারা বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং সপ্তাহব্যাপী কর্মসূচি শেষে জাতীয় সমাবেশ করারও ঘোষণা দিয়েছেন।

প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেছেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী, ডিপ্লোমা ডিগ্রি থেকে শুধুমাত্র চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে বিএসসি’র যোগ্যতা অর্জন সম্ভব নয়, যা একটি আন্তর্জাতিক মানদণ্ড।

এর আগে বুধবার (২৭ আগস্ট), ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় সাংবাদিকসহ অনেক শিক্ষার্থী আহত হন।

/আশিক


বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’, ফাঁকা ক্যাম্পাসে বন্ধ ক্লাস–পরীক্ষা

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ১১:১০:২৩
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’, ফাঁকা ক্যাম্পাসে বন্ধ ক্লাস–পরীক্ষা
ছবিঃ সংগৃহীত

তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এই কর্মসূচির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এই কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই শাটডাউন পালিত হওয়ার কথা রয়েছে।

সকাল ১০টায় সরেজমিনে বুয়েটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসেননি। নিরাপত্তারক্ষীরা জানান, প্রতিদিন সকাল আটটা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করলেও আজ কেউ আসেননি। তবে কিছু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কাজে এসেছেন। বুয়েটের একজন নিরাপত্তাকর্মী মাসুদ রানা বলেন, “শাটডাউন চলছে। এ জন্য শিক্ষার্থীরা আসেননি।”

গত মঙ্গলবার বিকেল থেকে বুয়েটের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। গতকাল বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। একপর্যায়ে বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। লাঠিপেটার ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হন।

পুলিশের হামলার পর শিক্ষার্থীরা আবার শাহবাগে জড়ো হন এবং রাত সাড়ে ১০টার পর তারা মোড় ছেড়ে চলে যান। রাতেই ‘প্রকৌশল অধিকার আন্দোলনের’ সভাপতি ওয়ালী উল্লাহ জনভোগান্তির কথা বিবেচনা করে আপাতত কর্মসূচি স্থগিত রাখার কথা জানান। তবে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, “আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সে জন্য আজ থেকে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স ঘোষণা করা হলো।”

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো:

নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে শুধু পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নেওয়া হবে এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে।

দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারী (বিএসসি ইঞ্জিনিয়ার) শিক্ষার্থীরাও যেন আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।

শুধু যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবেন, তারাই যেন নামের সঙ্গে ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) পদবি ব্যবহার করতে পারেন।

এই সংকট সমাধানের জন্য সরকার চারজন উপদেষ্টার সমন্বয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যা প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের দাবির যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ দেবে।


ভোটকেন্দ্রে সেনাবাহিনী দেখতে চান না ডাকসু ভিপি প্রার্থী উমামা

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ২১:৩২:১৬
ভোটকেন্দ্রে সেনাবাহিনী দেখতে চান না ডাকসু ভিপি প্রার্থী উমামা
ছবিঃ সংগৃহীত

ভোটকেন্দ্র ও ভোট গণনার সময় সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, প্রার্থীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং তিনি ভোটকেন্দ্রে সেনাবাহিনী দেখতে চান না।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা এই মন্তব্য করেন। এ সময় তিনি নির্বাচনী প্রচারণার সময় বাড়ানোরও দাবি জানান।

উমামা ফাতেমা দৃশ্যমান প্রচার-প্রচারণা না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি দৃশ্যমান প্রচারণা চালানো না যায়, তাহলে কিভাবে ৪০ হাজার শিক্ষার্থীর কাছে প্রার্থীরা পরিচিত হবেন?”

তিনি অভিযোগ করে বলেন, নারী প্রার্থীরা হয়রানির (বুলিংয়ের) শিকার হচ্ছেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

উমামা বলেন, ভোট গ্রহণের সময় পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা প্রচারে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি চান, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন এবং নির্বাচনও যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

ভোটের ফল ঘোষণায় বেশি সময় নিলে ডাকসুতে অংশ নেওয়া রাজনৈতিক সংগঠনগুলো ফল পরিবর্তন করে দেবে বলেও অভিযোগ করেন উমামা। তিনি বলেন, ভোট শেষে গণনা করে ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে।

/আশিক


হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ কারাগারে

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৯:১৯:২৪
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ কারাগারে
আদালতে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ। ছবি-সমকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় জালাল আহমদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে। জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশের কাছে হস্তান্তর করে।

/আশিক


ডাকসু নির্বাচনের প্রথম দিনে উত্তেজনা: শিবিরের ব্যানার ভাঙচুর ও ছবি বিকৃতি

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৬ ২১:৩১:৪৬
ডাকসু নির্বাচনের প্রথম দিনে উত্তেজনা: শিবিরের ব্যানার ভাঙচুর ও ছবি বিকৃতি
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালালেও, প্রথম দিনেই শিবিরের সমর্থক প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি প্রার্থীদের ছবি বিকৃত করে হিংসাত্মক রূপ দেওয়া হয়েছে, যা পুরো ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করেছে।

এই ভাঙচুর ও ছবি বিকৃতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই উদ্বেগ জানায়।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং নির্বাচন কমিশনের বিধিমালা মেনে ব্যানার স্থাপন করেছি। কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কর্মকাণ্ডকে ব্যাহত করতে এই ন্যাক্কারজনক কাজ করেছে।” তারা আরও অভিযোগ করে বলেন, ছবি বিকৃতির মাধ্যমে তারা ধর্মীয় অনুভূতি এবং হিজাব ফোবিয়াকে লক্ষ্যবস্তু করেছে।

জোট আরও অভিযোগ করেছে, অতীতে চারুকলা অনুষদে একটি গোষ্ঠী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফেলার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও, “কিছু চিহ্নিত মিডিয়া দুষ্কৃতিকারীদের পরিচয় আড়াল করে সাধারণ শিক্ষার্থীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তারা বলেছে, ক্যাম্পাসকে সবার জন্য উন্মুক্ত ও ঐক্যবদ্ধ রাখাই তাদের মূল লক্ষ্য। জোট চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে, কোনো কুচক্রী মহল তাদের ঐক্য ভাঙতে পারবে না।


ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ থেকে

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৬ ০৮:২৫:৫৪
ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

২১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “আমরা চাই নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে। কোনো প্রকার বৈষম্য বা আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রার্থীদের সঙ্গে বৈঠক

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে আলোচনা করতে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠক পরিচালনা করবেন ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি প্রকাশ করতে চান না, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিতে পারবেন। এরই মধ্যে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরের কাছে তালিকাটি উন্মুক্ত থাকবে।

আচরণবিধি ও প্রচারের নিয়ম

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আজ ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা হলে বা ক্যাম্পাসে ব্যক্তিগত বা সংগঠনের ব্যানারে প্রচার চালাতে পারবেন। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, ধর্মীয় অনুষ্ঠান কিংবা ধর্মীয় স্থানে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড আচরণবিধির ধারা ১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

বাতিল মনোনয়ন পুনর্বিবেচনা

পূর্বে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে দাখিল করা আপিলের প্রেক্ষিতে পুনরায় যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোটের তারিখ

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্ররাজনীতির আয়োজন হিসেবে ছাত্রসমাজ ও জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।


নভেম্বরের মধ্যে ইবিতে ইকসু নির্বাচন: শিক্ষার্থীদের আশ্বাস দিলেন উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৫ ১৯:২৪:২৯
নভেম্বরের মধ্যে ইবিতে ইকসু নির্বাচন: শিক্ষার্থীদের আশ্বাস দিলেন উপাচার্য
ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘মুভমেন্ট ফর ইকসু’র একটি প্রতিনিধিদল। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপাচার্যের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘিরে যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, তা তাদের অনুপ্রাণিত করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নভেম্বরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। এই নির্বাচন শুধু একবারের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্থায়ী প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হবে, যা ছাত্ররাজনীতিকে সুশৃঙ্খল করবে। উপাচার্য আরও মনে করেন, এটি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭৫ শতাংশ সমস্যার সমাধান করতে পারে।

তিনি বলেন, একটি স্থায়ী এবং আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে ইকসু গঠিত হোক—এটাই তারা চান। এজন্য শিক্ষক ও ছাত্র প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত করবে। এরপর সেই খসড়া সিন্ডিকেটে পাস করে ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসি অনুমোদন দিলে এটি যাবে শিক্ষা মন্ত্রণালয়ে, এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে খসড়াটি অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে। উপাচার্য জানান, এই পুরো প্রক্রিয়া আগামী নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

আইনি জটিলতার পাশাপাশি ইকসু গঠনে বাজেট-সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান উপাচার্য। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের মতো তাদেরও একটি 'লিগ্যাল এন্টিটি' বা স্বতন্ত্র সত্তা থাকা প্রয়োজন। এর মাধ্যমে বাজেট বরাদ্দ ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হতে পারে, এবং ভবিষ্যতে প্রশাসন পরিবর্তন হলেও এই প্রক্রিয়া চালু থাকবে। ইবির কেন্দ্রীয় বাজেটে এ ধরনের কোনো আলাদা বরাদ্দ নেই, ফলে অর্থের জোগান নিয়ে জটিলতা তৈরি হয়। তিনি জানান, একটি 'লিগ্যাল এন্টিটি' থাকলে বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, ইকসুও স্থায়ীভাবে কার্যকর থাকবে।

এছাড়াও, উপাচার্য সাজিদ হত্যা, জুলাই বিপ্লব বিরোধীদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করা ভুয়া ফেসবুক পেজগুলো বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং মুভমেন্ট ফর ইকসু প্ল্যাটফর্মের সদস্যরা। এর আগে রোববার (২৪ আগস্ট) ‘মুভমেন্ট ফর ইকসু’ এর প্রতিনিধিরা ইকসু গঠন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে প্রচার ও জনসংযোগ কর্মসূচি পালন করেন।

/আশিক


নিয়ম ভেঙে হলে অবস্থান: ক্ষমা চেয়ে ঢাবি প্রশাসনের কাছে চিঠি দিলেন উমামা

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৫ ১৪:৩৪:০৭
নিয়ম ভেঙে হলে অবস্থান: ক্ষমা চেয়ে ঢাবি প্রশাসনের কাছে চিঠি দিলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা রোকেয়া হলে নিয়ম ভেঙে অবস্থান করার অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছেন। রোববার রাতে এই ঘটনা ঘটে।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উমামা ফাতেমা এই তথ্য জানান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক চাপে থাকায় এক বান্ধবীর সঙ্গে রাত ১০টার আগে রোকেয়া হলে প্রবেশ করেছিলেন।

আবেদনপত্রে উমামা লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে যে, তিনি রাত দেড়টায় হলে প্রবেশ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। নিয়ম লঙ্ঘন করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, তিনি কোনো নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে হলে যাননি। রাত সাড়ে তিনটার দিকে যখন জানতে পারেন যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তখন তিনি নিজেই হল প্রাধ্যক্ষকে ফোন করে নিয়ম ভঙ্গের বিষয়টি স্বীকার করেন।

আবেদনপত্রে উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অনুরোধও জানান। তিনি বলেন, ছাত্রীদের যাতায়াত সহজ করার জন্য বিশেষ অনুমতি সাপেক্ষে এবং পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীকে অন্য হলে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য কোনো হলে প্রবেশ করতে পারেন না, এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও নয়। এছাড়া, রাত ১০টার পর হলে প্রবেশ নিষিদ্ধ, তবে বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে রাত ১২টার মধ্যে প্রবেশ করা যায়।

/আশিক


ডাকসু নির্বাচন: প্রার্থীদের ডোপ টেস্টের দাবি

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৪ ১৪:৪৮:১৭
ডাকসু নির্বাচন: প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন আংশিক প্যানেলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।

রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে এবি জুবায়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য ডাকসু কেন্দ্রিক কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের কেন্দ্র ল্যাবরেটরিতে স্থাপন করা।

কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে স্থাপন।

আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

যেকোনো বৈধ আইডি কার্ড দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করা।

প্রার্থীদের মূল নামের বাইরে পরিচিত নিকনেম ব্যবহার করা।

ব্যালট পেপারে নাম ও নম্বরের পাশে ছবি সংযুক্ত করা।

নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করা।

মাদকাসক্ত কোনো নেতা যেন নির্বাচিত হয়ে না আসতে পারে, সেজন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে হামলায় জড়িত থাকা ফ্যাসিবাদী শিক্ষকরা এখনো স্বপদে বহাল আছেন এবং ডাকসু নির্বাচনেও তাদের দায়িত্ব দেওয়া হবে। অতিদ্রুত চিহ্নিত এসব শিক্ষকদের বিচারের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ও কেন্দ্রীয় সদস্য সম্পাদক আব্দুর রহমান আল ফাহাদ।

/আশিক


তন্বীর প্রতি সম্মান: ডাকসুর গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াল ছাত্রদল

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ১৪:১৫:৫৩
তন্বীর প্রতি সম্মান: ডাকসুর গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াল ছাত্রদল
জুলাই আন্দোলনে আহত তন্বী। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এর আগে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বী।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও (বাগছাস) তার সম্মানে এই প্যানেলে কোনো প্রার্থী দেবে না বলে জানায়।

এদিকে, ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে।

ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীমউদদীন হলের আহ্বায়ক তানভির বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত: