বিতর্কিত রাষ্ট্রপতির মৃত্যুতে ফের আলোচনায় মিয়ানমার সংকট

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১১:৪৭:২০
বিতর্কিত রাষ্ট্রপতির মৃত্যুতে ফের আলোচনায় মিয়ানমার সংকট
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের সামরিক সমর্থিত অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি উ মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিডো'র একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সামরিক জান্তার পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে, তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

২০২১ সালে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে, তখন মিন্ট সোয়েকে 'কার্যনির্বাহী রাষ্ট্রপতি' হিসেবে ঘোষণা করা হয়। তবে তিনি মূলত একটি প্রতীকী পদে অধিষ্ঠিত ছিলেন। প্রকৃত ক্ষমতা তখন থেকেই সেনাপ্রধান মিন অং হ্লাইং-এর হাতে কেন্দ্রীভূত ছিল। গত বছর, পারকিনসনস রোগে ভুগে স্বাস্থ্যহানি ঘটায় মিন্ট সোয়েকে কার্যত দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতির দায়িত্বটিও মিন অং হ্লাইং নিজেই গ্রহণ করেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মিন্ট সোয়ে সাম্প্রতিক সময়ে মারাত্মক ওজন হ্রাস, ক্ষুধামান্দ্য, জ্বর এবং মানসিক অবনতি অনুভব করছিলেন। ফলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে তিনি বৃহস্পতিবার সকাল ৮টা ২৮ মিনিটে মারা যান।

উল্লেখ্য, মিন্ট সোয়ে একসময় অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের অধীনে ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। তবে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভ। সেনাবাহিনী তা কঠোরভাবে দমন করে। বহু বিক্ষোভকারী এরপর শহর ছেড়ে পাহাড়ি অঞ্চলে গেরিলা যুদ্ধ শুরু করেন, যেখানকার জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো আগে থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল।

সম্প্রতি, মিন অং হ্লাইং দেশের ওপর চলমান জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেন এবং ডিসেম্বর মাসে একটি সাধারণ নির্বাচন আয়োজনের কথা বলেন, যা সেনা শাসনের অবসানের একটি "পথ" বলে দাবি করা হয়। তবে এই নির্বাচনকে বিরোধী গোষ্ঠীগুলো "প্রহসন" হিসেবে বর্ণনা করে ইতিমধ্যেই বর্জনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ গত জুনে বলেন, এ নির্বাচন আসলে জান্তা শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা।

এখনো পর্যন্ত সেই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

-সুত্রঃ এ এফ পি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ