একটি চোখের বিনিময়ে খাবার: গাজার আর্তনাদ বিশ্ব শুনছে কি?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১০:৫৭:১০
একটি চোখের বিনিময়ে খাবার: গাজার আর্তনাদ বিশ্ব শুনছে কি?
ছবিঃ সংগৃহীত

ক্ষুধার্ত ভাইবোনদের জন্য একমুঠো খাবার জোগাড় করতে গিয়ে চোখ হারালো ১৫ বছরের ফিলিস্তিনি কিশোর আবদুর রহমান আবু জাজার। গাজা শহরের আল-মুনতাযাহ পার্ক সংলগ্ন বিতরণ কেন্দ্রে খাবারের খোঁজে যাওয়া এই কিশোর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আবদুর রহমানের বাঁ চোখে গুলিবিদ্ধ হওয়ার পর তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

ঘটনাটি ঘটে গভীর রাতে, স্থানীয় সময় আনুমানিক ২টার দিকে, যখন আবদুর রহমান প্রথমবারের মতো একটি বিতরণ কেন্দ্রে গিয়েছিল। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসপাতালের বিছানায় শুয়ে আবদুর রহমান বলেন, “আমার ভাইবোনদের জন্য কিছু খাবার খুঁজতে গিয়েছিলাম। আমাদের ঘরে কিছুই ছিল না।” পাঁচ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে যখন আল-মুনতাযাহ পার্কের কাছে পৌঁছায়, তখনই গুলিবর্ষণ শুরু হয়।

“আমি তিনজন বন্ধুর সঙ্গে ছিলাম,” বলে আবদুর রহমান। “ওদের সবাই গুলিতে আহত হয়। আমরা দৌড়াতে শুরু করি, তখনই একটা গুলি আমার মাথায় এসে লাগে। মনে হলো, শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সবকিছু অন্ধকার হয়ে গেল।” জ্ঞান ফিরে পেয়ে আবদুর রহমান দেখতে পায় চারপাশে এখনো গুলির শব্দ—আর আহত মানুষদের চিৎকার। আতঙ্কে সে সেখানেই কোরআনের আয়াত পড়তে শুরু করে।

চিকিৎসকরা জানিয়েছেন, আবদুর রহমানের চোখে গুলি ঢুকে তা ভেতর দিয়ে পার হয়ে গেছে, যা একটি মারাত্মক ‘পারফোরেটিং আই ইনজুরি’। হাসপাতালে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে বাঁচানোর চেষ্টা করা হলেও দৃষ্টিশক্তি ফিরে আসবে কিনা তা অনিশ্চিত। একটি মোবাইলের টর্চলাইট চোখের কাছে ধরে চিকিৎসক জিজ্ঞেস করেছিলেন—“তুমি আলো দেখতে পাচ্ছ?”—কিন্তু সে কোনো আলো দেখতে পারেনি।

আবদুর রহমানের হৃদয়বিদারক এই গল্প গাজার জনগণের ওপর চলমান মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে। যখন শিশু-কিশোররা খাবারের জন্য জীবন ঝুঁকিতে ফেলে রাস্তা পার হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই নির্যাতনের চিত্র আর অদৃশ্য থাকতে পারে না। একদিকে বোমার আঘাত, অন্যদিকে জোরপূর্বক অনাহার—এই দ্বৈত আক্রমণের শিকার ফিলিস্তিনিরা এক নিঃশ্বাসে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে।

আবদুর রহমান আশায় বুক বেঁধে বলেন, “আল্লাহ চাইলে দৃষ্টি ফিরে পাব।” কিন্তু এই কিশোরের চোখ শুধু একটি গুলির শিকার নয়—এটি গোটা গাজার ক্ষুধা, যুদ্ধ ও নিষ্ঠুরতা-নির্ভর বাস্তবতার প্রতিচ্ছবি।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ