ভারতে মসজিদ-মাদরাসায় বুলডোজার: দখল না ধর্ম?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১২:০৫:২৬
ভারতে মসজিদ-মাদরাসায় বুলডোজার: দখল না ধর্ম?

সত্য নিউজ: ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকার ব্যাপক উচ্ছেদ অভিযানে প্রায় ৩০০ মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে, যেগুলো ‘অবৈধভাবে’ নির্মিত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তবর্তী সাতটি জেলায় এই অভিযান চালানো হয়েছে। এতে ২২৫টি মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রধানত নেপাল সীমান্তঘেঁষা মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, লখিমপুর খেরি ও পিলিভীত জেলায় অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসনের দাবি অনুযায়ী, এসব স্থাপনা সরকারি জমি, বনভূমি ও অন্যান্য জনসম্পত্তি দখল করে নির্মাণ করা হয়েছিল, যা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই গড়ে তোলা হয়েছে।

এ বিষয়ে মহারাজগঞ্জ জেলার এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, “আমরা সুনির্দিষ্ট তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি। ধর্মীয় স্থাপনার নামে জনসম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না।”

বুধবার একদিনেই মহারাজগঞ্জে দুটি, শ্রাবস্তী ও বহরাইচে একটি করে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফারেন্ডা ও নৌতনওয়া তহসিলের কিছু গ্রামে মাদরাসা উচ্ছেদ করা হয়। শ্রাবস্তীর কালিমপুরওয়া অঞ্চলে সরকারি জমিতে নির্মিত একটি অনুমতিহীন মাদরাসা ভাঙা হয়। বহরাইচে বন বিভাগের জমিতে নির্মিত একটি মাজারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে যুক্ত আছে স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন, ভূমি জরিপ অধিদপ্তর ও রাজস্ব বিভাগ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব অবৈধ স্থাপনা নির্মাণের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

প্রেক্ষাপট:এই অভিযান এমন এক সময়ে চালানো হচ্ছে, যখন দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সম্পত্তির সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। মুসলিম সম্প্রদায়ের একাংশ অভিযোগ তুলেছে, এই উচ্ছেদ কার্যক্রম তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অংশ।

উল্লেখযোগ্য যে, এ ধরণের উচ্ছেদ কার্যক্রম উত্তর প্রদেশে আগেও দেখা গেছে। তবে এবারের অভিযান সংখ্যার দিক থেকে অনেক বিস্তৃত এবং সুসংগঠিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ