রাশিয়া-ইউক্রেইন শান্তি বৈঠক

পুতিন কেন থাকছেনা রাশিয়া-ইউক্রেন বৈঠকে!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১১:৪৫:৪০
পুতিন কেন থাকছেনা রাশিয়া-ইউক্রেন বৈঠকে!

সত্য নিউজ:বৃহস্পতিবার তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা ঘিরে বিশ্ব জুড়ে নজর রয়েছে। তবে আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অংশ নেবেন না বলে ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেডিনস্কি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনকে আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এবং পুতিন যদি সম্মতি দেন তবে তিনি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কি বলেন, “মুখোমুখি বৈঠকের ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা করব।”

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে পুতিন ও জেলেনস্কির সরাসরি কোনো বৈঠক হয়নি। ২০২২ সালে সর্বশেষ ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনাও কার্যত স্থগিত রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, পুতিন আলোচনায় যোগ দিলে তিনি নিজেও সেখানে অংশ নেবেন। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আলোচনা থেকে সরাসরি দূরে থাকবেন।

আলোচনার আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আঙ্কারায় সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তিনি ইস্তান্বুলে আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকলেও, পুতিনের অংশগ্রহণকে আলোচনা সফলতার জন্য অপরিহার্য হিসেবে অভিহিত করেছেন।

বুধবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়া থেকে আসা প্রতিনিধিদের মনোভাব দেখে আমি আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। এখন পর্যন্ত যে সংকেত পাওয়া যাচ্ছে, তা বিশ্বাসযোগ্য নয়।”

এই শান্তি আলোচনা যুদ্ধবিধ্বস্ত দুই দেশের ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হলেও, পুতিনের সরাসরি অংশগ্রহণের অভাব আলোচনা সফলতার ওপর প্রশ্ন তোলে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ